টুডে টপ অফ চাপাবাজি।
লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ২৩ আগস্ট, ২০১৬, ১০:২৭:১৯ রাত
মাদক ব্যবসায়ীদের বাড়ির ইট খুলে নিয়ে আসব-নারায়ণগঞ্জের ফেরাউন শামীম ওসমান।
,
দেহ ব্যবসায়ীদের দেহে লোহার শিক আগুনে লাল করে করে চেৎ চেৎ করে ভরে দেওয়া হপে- ইন্ডিয়ার সেক্সজনক সানিলিওন ভার্সন।
,
দেহ ব্যবসায়ীদের বিচারের কাজ সানিলিওন করা,আর মাদক ব্যবসায়ীদের বিচারের কাজ সেলিম ওসমান করা একই কথা।
,
যেখানে আওয়ামীলীগের সার্বিক সাহায্যে ছাত্রলীগের পোলাপাইনরা বিশ্ববিদ্যালয়ের হলে গাঞ্জা চাষ করে,সেখানে বাহির থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করবে বলা মানে ঘরে কুত্তার বাচ্চাঁ পালন করে বাহিরে কুত্তার বাচ্চাঁগুলোর পিছনে সারাদিন দৌড়ানো।
লজ্জ্বারসজ্জ্বার একটা ব্যাপারসাপার আছে ত,যাদের লজ্জ্বা নাই তাদের আর কি বলব।
,
সন্ত্রাসী সংঘটন জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা হবে- মুতিযুদ্ধ বিষয়ক মন্ত্রী,আ,ক,মা,পো,মোজাম্মেল।
,
পুলিশের উপর হামলায় করায় ছাত্রলীগের ৩৫ জন কর্মীর উপর করেছে মামলা।
,
এই বিষয়ে জামায়াত নিষিদ্ধ দাবীয় মন্ত্রী,আ,ক,প মোজাম্মেল হককে জিজ্ঞাস করলে ওনি বলেন,ছাত্রলীগের পোলারা তুরুষ্ক এবং পাকিস্তানের পুলিশের সাথে যুদ্ধে মোকাবেলা করার জন্য ঘরোয়া পরিবেশে প্র্যাক্টিস চালাচ্ছে,এই নিয়ে জামাইত্তাদের রাজনীতির কিছুই নেই,,,,
,
অহ ইয়েস,ইয়েস,,ইয়েস, ছাড়া আর কিছু বলতে পারিনি। আমি টোটালি দুচনা হয়ে গেলাম।
বিষয়: বিবিধ
১১৩৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাই।
এএএএত্ত গুলা বড়।
গুমের লিস্টে আপনার নামটা মনে হয়
লিখা হয়ে গিয়াছে।
হু।
সব হ্লারা চাপাবাজ।
মন্তব্য করতে লগইন করুন