সামনে সবার জন্য আসতেছে শিবিরীয় ঠেলা যদি সত্য বলেন।

লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ০৮ আগস্ট, ২০১৬, ১০:১৭:২৭ রাত

ঠেলার নাম বাবাজী!সামনে অপেক্ষা করতেছে সবার জন্য ঠেলা। সত্য বলবি,ধরে নিব তুই "শিবির"

,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রক্টরকতৃক প্রশাসন দিয়ে পিঠানোর পরে ঘোষনা দিল,আবার যদি আন্দোলন করিস,সরকারকে বলব,তুরা "শিবির" তুরা " জঙ্গী" তুরা " সরকারবিরোধী"

,

লও ঠেলা,,একটু সরকারবিরোধী উল্টাপাল্টা করলেই আওয়ামমীলীগের বিরোধী রিমান্ডে নিয়ে মাইর। সুশীল তোমার এখন মৌলিক অধিকার,বাকস্বাধীনতা,স্বাধীনচেতনা কোথায়??

,

যেই জাতি নিরহ নিরস্ত্র কতগুলো তরুন যুবককে মারার খুশিতে অট্টহাসি দিয়েছিল,শিবির,রগকাটা বলে আখ্যায়িত দিয়েছিল,, সেই জাতিকে এখন শিবির জঙ্গি বলে পিঠাচ্ছে এখন অট্টহাসি দেওয়ার কে আছে??

,

উপরে তিনি সবই দেখতেছেন,সবই তার লীলাখেলা,,

"আল্লাহ করিম"

বিষয়: বিবিধ

১১২৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376047
০৯ আগস্ট ২০১৬ রাত ০৩:০৩
কুয়েত থেকে লিখেছেন : ঠেলার নাম বাবাজী!সামনে অপেক্ষা করতেছে সবার জন্য ঠেলা। সত্য বলবি,ধরে নিব তুই "শিবির" ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
376050
০৯ আগস্ট ২০১৬ সকাল ১০:৪৭
হতভাগা লিখেছেন : ছিবিল ভাল না , ছিবিল খুব খালাপ।

ছিবিল নাকি ধলে ধলে লগ কেটে দেয় !

০৯ আগস্ট ২০১৬ দুপুর ০২:৫৪
311837
চেতনাবিলাস লিখেছেন : আর আপনি পিস্তল দিয়ে বুঝি শিবির ঠেকান!!
১০ আগস্ট ২০১৬ সকাল ১০:২১
311864
হতভাগা লিখেছেন : শিবিরের কচি পোলাপানদের প্রতি আমার সিমপ্যাথী আছে কারণ তারা নেতাদের দ্বারা ব্রেইন ওয়াশড । ৭১ এর পরে জন্মেও তাদেরকে নেতাদের পাপের জন্য গালমন্দ খেতে হয় ।

আর হাসুবু যা শুরু করছে না .....

শিবিরের পোলাপানদের জন্য এটা এখন খুব দরকারী


376058
০৯ আগস্ট ২০১৬ দুপুর ০১:০৭
প্রবাসী মুসাফির লিখেছেন : যত দোষ সব শিবিরকে দিয়ে পার পাওয়ার চেষ্টা আর নিজের মতের বিরুদ্ধে কিছু হলেই সে যেই হোক শিবির বলে ফাসিয়ে দেয়া। তাহলে অদের নিজদের লোক তাদের মতের বাইরে যেতে পারবে না তাই অনায়াসেই নিজেরা যা ইচ্ছা তাই করবে। তবে সব কিছুর শেষ আছে। অত্যাচারীরা যেন তা ভুলে না যায়
376063
০৯ আগস্ট ২০১৬ দুপুর ০২:৫২
চেতনাবিলাস লিখেছেন : কথাগুলো সত্যিই বলেছেন | SHIBIR. A CARAVN OF TRUTH AND JUSTICE.
376065
০৯ আগস্ট ২০১৬ দুপুর ০২:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কোনদিন জামাই বউ এর ঝগড়ায়ও একজন আরেকজন কে শিবির বলে ধরাই দেবে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File