চলিতেছে বিএনপির সার্কাস সমাবেশ ডেকে অট্টহাসি দিচ্ছে আওয়ামীলীগ নেতারা, লও ঠেলা।
লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ০৭ আগস্ট, ২০১৬, ০৭:২৯:০০ সন্ধ্যা
চলতেছে বিএনপির সার্কাস,সমাবেশ ডেকে অট্টহাসি দিচ্ছে আওয়ামীলীগ নেতারা। লও ঠেলা।
,
যারা জিয়ার দুঃসময়ে জিয়ার চেয়ারের পাশে বসে রাজনীতি করেছিল তাদের বিএনপিতে জায়গা হয়নি,বরংচ তারা পেয়েছে হতাশা।
,
বর্তমান,বিএনপিতে জায়গা হয়েছে একঝাক তারকার।যারা সারাজীবন নাচঁ,গান,পিয়ানো,গিটার হারমোনিয়ামের পিছনে ছুটছিল।
,
আমি বলতেছি চট্রগ্রামের নোমান সাহেবের কথা, যিনি একাধারে একজন প্রবীণ রাজনীতিবিদ সহ একাত্তরে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা।
,
দলের দুঃসময়ের পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত আবদুল্লাহ আল নোমানের বিএনপির নীতি নির্ধারনী পর্ষদ হিসেবে পরিচিত স্থায়ী কমিটিতে স্থান হয়নি। এর ফলে বিএনপি চেয়ারপারসনেরপাশের চেয়ারে বসার সুযোগ হচ্ছে না তার। তার আসনে বসার সুযোগ হচ্ছে কক্সবাজারের সালাউদ্দিন আহমেদের।
,
এ নিয়ে আবদুল্লাহ আল নোমানের জন্মস্থান চট্টগ্রামে তার অনুসারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশার সঞ্চার হয়েছে।
,
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুকে নতুন কমিটিতে ‘ভাইস চেয়ারম্যান’ করা হয়।কিন্তু এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু।
তিনি বলেন,আমি অসুস্থ,আমি এই অসুস্থ শরীর নিয়ে বিএনপির ভার বইতে পারবনা।
,
অসুস্থ’ ফালু নিজের কোটি টাকার ব্যবসা-সাম্রাজ্য চালাতে পারেন, দলের পদের ভার বইতে পারেন না।
রহস্য কি?? নাকি আওয়ামীলীগের সাথে বোঝাপড়া হয়েছে যে,বিএনপির রাজনীতির সাথে থাকলে তার ব্যবসার লস হবে।
,
বিএনপির সদ্য ঘোষিত জাতীয় নির্বাহী কমিটিতে জায়গা পেয়েছেন একঝাঁক তারকা।
,
এর মধ্যে রয়েছেন দেশের প্রখ্যাত শিল্পী, অভিনেতা-অভিনেত্রী ও ক্রীড়াঙ্গনের প্রতিনিধিরা। নতুন কমিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হয়েছেন গাজী মাজহারুল আনোয়ার। তিনি বাংলাদেশের জনপ্রিয় সুরকার-গীতিকারদের একজন। এর আগে তিনি বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক হয়েছিলেন।এ ছাড়া নতুন কমিটিতে জায়গা করে নিয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, নায়ক হেলাল খান, কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, অভিনেতা বাবুল আহমেদ, সাংস্কৃতিক সংগঠক সালাউদ্দিন ভূইয়া শিশির ও ওবায়দুর রহমান চন্দন। এর মধ্যে কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে করা হয়েছে সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে করা হয়েছে বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক। কণ্ঠশিল্পী মনির খানকে করা হয়েছে সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। আর বাকি সবাই নির্বাহী কমিটির সদস্য। তারকা ফুটবলার আমিনুল হকও রয়েছেন বিএনপির নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক পদে।
,
বিএনপিতে এত তারকাদের কেন স্থান জ
,
এক চেয়ারপার্সনের জন্য রয়েছে ৭৩ জন উপদেষ্টা,রাজনীতির ইতিহাসে এই প্রথম সবচেয়ে বড় কমিটি করেছে বিএনপি।
,
কমিটি ঘোষনা করার পর বিএনপি কার্যালয় জনশূন্য ফাকাঁ,,, খালেদা জিয়ায় ৫০৩ সদস্যের জাতীয় কমিটিতে শতাধিক নতুন মুখ এনেছেন। কেন্দ্রীয় ডজন খানেক নেতার ছেলে, মেয়ে, স্ত্রীরাও ঠাঁই পেয়েছেন কমিটিতে।
,
বিএনপির কাউন্সিলের চার মাস পর ৫০৩ সদস্যের সর্ববৃহৎ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। দলের কমিটিকে হাস্যকর রাজনৈতিক নির্বুদ্ধিতা বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ নেতারা।
,
মাহবুল আলম হানিফ বলেনঃ আওয়ামী নেতারা মনে করছেন, সেনাকুঞ্জে বেড়ে ওঠা দলটির মধ্যে কোনো সাংগঠনিক চর্চা না থাকায় এ রকম হাস্যকর কমিটি ঘোষণা করেছে।
,
বিএনপি কমিটি পাঁচশত জন দিবে না পাঁচ হাজার দিবে এটাও খালেদা জিয়ার ব্যাপার। তবে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের ৫০৩ সদস্যের কমিটি এটাই প্রথম।অতীতেও এ রকম বিশাল কমিটি দিয়েছিল বিএনপি।কিন্তু এসব কমিটি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে নাই। এটা বিএনপির নেতারাও বলেছে অতীতে।
,
চলিতেছে সার্কাস,,, দেখি পরবর্তীতে কিরম সার্কাস চলে??যারা নিজেদের দলকে গুছাইতে পারেনা,তাদের আবার প্রথম ইস্যু হল জামায়াত??হাল মারামারি বাদ দেন ভাই,দেখি বিএনপি শেষ অস্তিত্ব কোথায় গিয়ে থামে?
বিষয়: বিবিধ
১২০৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে দেখা যাক কি হয়,তবে নোমান সাহেবের কি অপরাধ ছিল।
ম্যাডাম=১(একাই ১০০)
তারেক=১/২আধা(=৫০)
মোট ১৫০
বাকিরা সবাই মিলে
০.০০০০১+০.০০০০২+০.০০০০৩+.... ০.০০৫৯৪ = ১.৭৬৭১৫
সুতরাং...
Who knows may with in two years this number will be come down 53 only!!!!
মন্তব্য করতে লগইন করুন