প্রবাসের এক রাফাতের সাথে মায়ের ঈদের শুভেচ্ছা বিনিময় কল!

লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ০৮ জুলাই, ২০১৬, ০৭:০৪:৩৮ সন্ধ্যা

মধ্যবিত্ত ফেমেলির সন্তান ইন্টার পড়ুয়া প্রবাসী রাফাতকে ঈদের দিন মা কল দিয়ে বলিলঃ

,

-বাবা,বাবাগো,কলিজা পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমার! যদি তোরে দেখাতে পারতাম কলিজাটা ছিঁড়ে,তাহলে তুই বিশ্বাস করতি,আমার কলিজার ভিতর কেমন লাগতেছে! আমার আদরের লক্ষী আমাকে ছেড়ে কিভাবে ঈদ করতেছে!কি খাইতেছে!

,

-বাবা,নামাজ থেকে এসে নতুন জামা পড়ে ইমুতে একটা ভিড়িও কল দিস!তারপর মোবাইলের স্কিনে তোকে আমি সোহাগ দিব।

,

-এভাবেই সকাল ৭ টার দিকে রাফাতের মায়ের ভয়েস মেসেজগুলো,রাফাতের হুয়াটসাপের ইনবক্সে আসল।

,

-রাফাত,নামাজ থেকে এসে মায়ের মেসেজগুলো শুনার পর হাউ,মাউ করে কান্না করতে লাগল!

,

-কিছুক্ষন কান্নাকাটি করে,মুখটা ধোয়ে,মোবাইল সাইলেন্ট,এবং ডাটাবেজ অফ করে এসিটা ফোল ভলিয়মে চালু করে,গায়ের উপর একটা কম্বল ঝাপিঁয়ে দিয়ে,বালিশের কোণায় একটু একটু নোনা জল ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ল রাফাত!

,

- এদিক রাফাতের মা,মোবাইল হাতে নিয়ে বসে আছে,কখন আদরের রাফাত ইমুতে কল দিবে,,

,

-এইভাবেই,৭ টা থেকে দুপুর বারটা পর্যন্ত কোন কলের সাড়া পায়নি,রাফাতের মা,,,

রাফাতের কোন কলের সাড়া না পাওয়ায় মা কান্না করতে লাগল এবং চোখে,মুখে কান্নার পানি নিয়ে রাফাতকে ডাইরেক্ট কল দেওয়া শুরু করল এবং কান্নাসুরে হুয়াটসাপে একটি ভয়েস মেসেজ দিল!

"বাবা,আমি কি এমন অপরাধ করেছি তোর, যেই কারনে তুই আমার মেসেজের উত্তর দিসনি,,বাবাগো তুর বাবা মারা যাওয়ার পরে ত,তুর চেহারার দিকে চেয়ে আমি বেচেঁছিলাম,তাই বুঝি কি তুই এখন আমাকে মেরে পেলতে চাস! বাবা,আমি বাচতেঁ চাইনা,,আমার এই পৃথিবীতে কেউ নেই,তুই ও শেষ পর্যন্ত আমাকে অবহেলা করে দূরে ঠেলে দিলি!

,

- রাফাত,দুপুরে নামাজ পড়তে উঠে দেখে,ফোনের স্কিনে মায়ের ২৬৪ টি মিসকল,এবং ডাটা অন করে দেখে ইমুতে কল এবং হুয়াটসাপে একটি ভয়েস মেসেজ"

,

- হুয়াটসাপের ভয়েস,মেসেজটি,রাফাত শুনার পর হাউ,মাউ কান্না করে,তাড়াতাড়ি চোখের পানি মুছেঁ,নতুন ড্রেস পড়ে,একটু সেজেগুজে ইমুতে ভিড়িও কল দিল মাকে!

,

-মা, ভিডিও কল রিসিভ করার পরে,

কান্নার এক রুলার বসিয়ে দিলেন রাফাতের মা,

আর রাফাত কান্নার চেহারাখানি দিবাচক্ষুসনে আড়াল করে "হাহাহা,হাহাহা" করে হাসতেছে,, এবং বলতেছে " এই দেখ,আমার বোকা,পাগলী মা,

,

-রাফাতের হাসি দেখে মায়ের কান্না থেমে গেল,

এবং মা,জিজ্ঞাস করল তুই কেন আমার কল বেক করিসনি,;বাপ্রে! আমি কত কষ্ট পেয়েছি সেটা কি জানিস!

,

-রাফাত,বললঃ মাগো,আজ ঈদ না,কোরমা,পোলাও,বিরানি খাচ্ছি,আর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি,,তাই ফোনের দিকে তাকায়নি!

,

- রাফাতের মা,এই কথাগুলো শুনে যেন পূর্ণিমার চাঁদ হাতে পেয়েছে এবং রাফাতের মা শিওর হলঃ

আমার রাফাত খুশিতে, আনন্দে বন্ধুদের সাথে ঈদ করতেছে,এনজয় করতেছে,খাচ্ছে!

,

- প্রায় ১ ঘন্টা ৫ মিনিট মা,ছেলের মধ্যে কথা হল,খুব হাসি,খুশিতে,আনন্দে।

,

-রাফাতের মা স্বস্তিবোধ করল,এবং কথা শেষে কল কাটল।

,

-তারপর!

রাফাত মসজিদে গিয়ে দুই তুলে দিয়ে কান্না করতেছে,আর বলতেছে,আল্লাহ্‌ আমার মাকে তুমি জান্নাত দান কর,আল্লাহ্‌ আমার মাকে তুমি জান্নাত দান কর,আল্লাহ্‌ তোমার কাছে হাজার শুকরিয়া আমাকে এইরকম একটা সোনার চেয়ে খাটি মা দান করায়।

আল্লাহ তোমার কাছে একটাই চাওয়া আমার মায়ের মরনের আগে তুমি আমাকে মরন দিও, তা না হলে আমি এই পৃথিবীতে থাকতে পারবনা,,

-মাবূদ,গো,,, আমি মধ্যবিধ ফেমিলির সন্তান হয়েছে তাতেই আপনার কাছে আমার কোন নালিশ নেই,,আমি যেন আমার মায়ের আদর্শ,আমার মাকে সারাজীবন আমার হৃদয়ের গহিনে আগলে রাখতে পারি,শুধু সেই তৌফিকটা দিও। #আমিন

,

মোরালঃ এইরকম হাজার মা প্রেমিক রাফাত আছে প্রবাসের জমিনে,যারা ৫৫ ডিগ্রী গরমে বাহিরে কাজ করেও বলে,মাগো,আল্লাহ্‌ রহমতে তোমার দোয়ায় খুব সুখে আছি,আরামে আছি,,শুধু মায়ের মুখে একটুখানি হাসি ফুটানোর জন্য!

পুই শাকঁ দিয়ে ভাত খেয়ে বলে,মা আজকে বড় বড় চিংড়ী মাছ দিয়ে ভাত খাইছি,

শুধু মায়ের মনে ছেলের কোন কষ্টের আঘাত না লাগার জন্য। শুধু বলেঃ মা,শুধু তুমি দোয়া করলে আমার কোন সমস্যা হবেনা।

,

আল্লাহ্‌, আপনি ওই সমস্ত রাফাতের মত আমার প্রবাসী ভাইদের এবং তার গর্ভধারিণী মা'দের কবুল করে নিন।আল্লাহ্‌ আপ্নিই তাদের হেফাজত করুন।

বিষয়: বিবিধ

১৩৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374208
০৮ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৫৯
তবুওআশাবা্দী লিখেছেন : খুব মন খারাপ করে পড়লাম আপনার লেখাটা|আমার আম্মা নেই, আব্বাও নেই |দুজনেই মারা গেছেন বেশ কয়েক বছর হলো |আম্মা যে কি পাগল ছিলেন! ফোন করলেই জানতে চাইতেন আমেরিকায় বাংলাদেশি খাবার দাবার সব আমাদের শহরে পাওয়া যায় কি না? সব পাওয়া গেলেও আম্মার মতো রাধঁতেতো আর পারতাম না|ঈদের দিন কোনো বাংলাদেশিদের বাসায় গেয়েছি কিনা, কি খেয়েছি কত কিছু যে জানতে চাইতেন !কোথায় বেড়াতে যাবো ঈদের দিন?কত ঈদে যে সকালেই স্কুলে যেতে হয়েছে!স্কুলের কাজ শেষ করে অফ ক্যাম্পাসের কাজের ডিউটি দেবার জন্য ছুটেছি!সেগুলো কি আর মাকে বলা যায় ?কত যে মিথ্যে বলতে হতো!আব্বার সাথে কথা হলেই বলতেন আমি সব সময় তোমার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করি|আর আমার বুক ভোরে উঠতো আত্মবিশ্বাসে| আমি তখনই জেনে যেতাম কোনো সমস্যা আর হবে না আমার!সে সবই আজ মিস করি | খুবই ভালো লেগেছে আপনার লেখাটা | ধন্যবাদ |
০৮ জুলাই ২০১৬ রাত ০৮:২৮
310462
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : সেইম টু ব্রাদার,,, আমি ও সব মিথ্যা বলি মায়ের কাছে,,
কারন,সত্যগুলো শুনলে মা কান্না করবে।

প্রথমে সত্য বলতাম কিন্তু যখন আমি পুরুষ আমাকে এই কষ্ট করতে হবে,সহ্য করতে হবে,তখন মাকে মিথ্যা বলা শিখে গেছি,,,
শুধু নিজের কষ্ট আড়াল করার জন্য মিথ্যা বলি,কিন্তু বাকি একটা কথায় ও মিথ্যা বলিনা
,
জাজাকাল্লাহ খাইর,ঈদ মোবারক।
374214
০৯ জুলাই ২০১৬ রাত ০৩:১৮
কুয়েত থেকে লিখেছেন : শুধু মায়ের মনে ছেলের কোন কষ্টের আঘাত না লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো
374230
০৯ জুলাই ২০১৬ সকাল ১১:২২
হতভাগা লিখেছেন : রাব্বির 'হামহুমা কামা রাব্বাইয়ানি সোয়াগিরোয়া


মধ্যবিত্ত ফেমেলির সন্তান ইন্টার পড়ুয়া প্রবাসী রাফাতকে ঈদের দিন মা কল দিয়ে বলিলঃ


০ ইন্টার মেডিয়েট পড়তে কি কেউ প্রবাসী হয় ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File