আওয়ামীলীগের ইফতার পার্টি কি তাহলে গণধর্ষনের মাধ্যমে?

লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ০৭ জুন, ২০১৬, ০৬:১১:৫৫ সন্ধ্যা

'ধানের শীষে ভোট দেয়ার আওয়ামীলীগের নেতাকর্মীদের কাছে রাতভর গণধর্ষনের স্বীকার হয়েছে যশোরের শর্শা উপজেলার দুই সন্তানের জননী (৩০)।

,

রোববার দিবাগত গভীর রাতে উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামে এ ঘটনা ঘটে।

,

ধর্ষণের শিকার ওই গৃহবধূ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ধর্ষকরা একই এলাকার (ছয় নম্বর ওয়ার্ড) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান বুলুর অনুসারী।

প্রশাসন,আমজনতা সবাই নিরপেক্ষ দর্শক হিসেবে উপভোগ করতেছে।

,

অতঃপর ১ রোজার সেহেরী ও ইফতারের পার্টি চলতেছে ধর্ষনের মাধ্যমে।

বিষয়: বিবিধ

৮৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371272
০৭ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
০৮ জুন ২০১৬ দুপুর ০৩:৩৬
308194
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : ?
371276
০৭ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪৬
শেখের পোলা লিখেছেন : আওয়ামী বাংলা যুগ যুগ জিও।
০৮ জুন ২০১৬ দুপুর ০৩:৩৬
308195
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : রাইট।
371302
০৭ জুন ২০১৬ রাত ১০:৩৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে।
371423
০৮ জুন ২০১৬ দুপুর ০৩:৩৭
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : সব বিচ্ছিন্ন কোনটা অবিচ্ছিন্ন নই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File