তুমি জানো না ?

লিখেছেন লিখেছেন আমাদের কথা ৩০ নভেম্বর, ২০১৫, ১২:১৯:১৭ দুপুর

তুমি জানো না ?

বাবুনি,

তুমি ত জাননা, কি কষ্ট !

কেন আমার মন এলোমেলো হয়ে যেত …

সারাদিন অফিসের শত শত ঝামেলা এই মন, এই শরীর এর উপর দিয়ে ঝড়ের মত যেত,

তারপর আবার সেই ঝুপঝাপ দৌড় দিয়ে ক্লাসে যাওয়া,

ক্লান্তিতে অবসন্ন শরীর,

ঘুমের সাথে সন্ধি,

এসব করে তোমাকে একটু ভালোবাসা দেয়া আমার জন্য কত কঠিন ছিল,

খারাপ ব্যবহার ত আমি ইচ্ছে করে করতাম না,

তুমি মন্টু কে জিজ্ঞেস করে দেখ,

এই চাকরি করা কত কষ্ট,

সেও ত তোমার বন্ধু,

যে তোমাকে বাঁচতে শিখিয়েছিল,

যে তোমাকে সুখ দিয়েছিল,

তাঁকে করেছ পর ,

বিষয়: বিবিধ

১০২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File