আপন সন্ধ্যায় ভালো বাসা যখন পর…
লিখেছেন লিখেছেন জয় বঙ্গমাতা ৩০ নভেম্বর, ২০১৫, ১২:০৫:০৯ দুপুর
আপন সন্ধায় ভালোবাসা যখন পর !
দিনের আলো চলে যাবার সময় কি আকাশ কে বলে যায়?
রাতের কাছে কিছু বলবে বলে কি সন্ধ্যা নামে হটাত করেই?
এলিটার গানের সুরে কেন এভাবেই মন হারাতে চায়?
মাহাদির বুকে যে গান জেগে থাকে সারাক্ষন তাতেও কি কিছু লেখা নেই?
পড়শির হাসির মতই কি পবিত্র আজ তোমার মন?
আরেফিন এর সুর করা গানে আমাদের জন্য কি কোন স্বপ্ন দেখার নেই ?
তোমাকেই মনে মনে ভাবি যখনি নামাযের প্রার্থনায় হাত পাতি খোদার আঙ্গিনায়,
ফিরে আসবে না আর বুঝে গেছি তুমি,
আমি কি করে সন্ধ্যা পেরিয়ে রাতের নিরবতায় নামি ?
বলে দাও শুধু একবার ?
এখনও কি চোখ বুজে আছো আমার কবিতা পড়বে না ভেবে?
এই ত শেষের খুব কাছে এসে গেছি আমি,
হোক না তোমার একটু স্নান আমার কবিতার বৃষ্টিতে ?
চোখ বুজে যখনি ভাবি …
তোমার উষ্ণ নিঃশ্বাস আমাকে ছুয়ে যায়,
ঠিক ঠিক সব ফিরে ফিরে আসে
ভুলে যাওয়া হয়না আমার…
তোমাকে ভালবাসতে চাইলেই জোছনায় ছুটে যেতাম,
তোমাকে পাবো বলেই রাতের সাথে ভাব জমাতাম,
তোমাকে পাবো জেনেই রাতের পর রাত বিছানায় শুয়ে গল্প হত আমাদের,
এভাবে কখনই দাগ দিও না কারো মনে,
আমার কোন কষ্ট নেই, নেই কোন অভিযোগ,
যা দেখছ সব ই এই তোমার দোষ,
অভিমানে সব ওলট-পালট আসলে কিছুই সত্যি নয়…
কেন ভালোবেসে আমাকে বাবুদের মত আদর দিয়েছিলে একটি বছর ?
মাঝে মাঝে ঢেউ উঠে উথাল পাথাল …
এই ত নদীর নিয়ম…
আমিও নদীর মত ভালোবাসি জেনো,
বয়ে যাবো এভাবেই ,
ইচ্ছে হলে এসে বসো কোন দিন …
আমার বুকের নদীর পাড়ে
তোমার জন্যে জায়গা আছে বৃষ্টিহীন …
বিষয়: বিবিধ
৯২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন