আসিফ কেন জেলে?

লিখেছেন লিখেছেন ওয়েলকামজুয়েল ০৬ জুন, ২০১৮, ০২:০৮:০২ দুপুর

গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে গীতিকার, সুরকার, সংগীতশিল্পী শফিক তুহিনের অভিযোগ মেধাসত্ত্ব চুরির। গান নির্মানের সাথে সংশ্লিষ্ঠ প্রতিটি ব্যক্তিই চুক্তি অনুযায়ী নির্ধারিত পারিশ্রমিক পাবেন। রয়ালিটির টাকা ভাগবাটোয়ারার অর্থনৈতিক চুক্তিপত্র থাকলে এবং সেই চুক্তিপত্র না মেপে প্রতারণা করলে আসিফ আকবরের বিরুদ্ধে মামলা করা যায়, তাকে জরিমানা দিতে বাধ্য করা যায়, এমন কি গানের অর্থনীতির সাথে জড়িত প্রতিটি ব্যক্তির সম্মতি ছাড়া যেসব প্রতিষ্ঠান গানগুলোর বাণিজ্যিক ব্যবহার করার চুক্তি অনুমোদন করেছে- তাদেরও নানামাত্রায় জরিমানা করা যায়।

মেধাসত্ত্ব চুরির মতো অপরাধ বিচারের জন্যে বাংলাদেশে আইন না থাকলে সেসব আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া যায়, কিন্তু শফিক তুহিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ব্যক্তিগত অপমানের দায়ে ক্ষুব্ধ হয়ে যে মামলাই করুক না কেনো সেটাকে ফাতরামির বেশী কিছু বলা কঠিন। পুলিশ আরও এককাঠি সরেস। তারা ৫ দিনের রিমান্ড চেয়েছে। আসিফ আকবর ফেসবুক লাইভে এসে শফিক তুহিনকে গালাগালি করছে ২০ মিনিট। ২০ মিনিটের গালাগালির সকল ধরণের ব্যাখ্যা বিশ্লেষণের জন্যে ৫ দিনের নিবিড় রিমান্ড কেনো প্রয়োজনীয়?

শফিক তুহিনের গান শুনে আমি যে ধরণের মানসিক নির্যাতনের শিকার হয়েছি, সেই মানসিক নির্যাতনের জন্যেও আমি পালটা একটা মামলা করতে পারি। তবে এই ধরণের অনুভুতিপ্রবনতার গল্প না শুনিয়ে, যথাযথ অভিযোগের মাধ্যমে বিষয়টার মীমাংসা করা জরুরি। যদি শফিক তুহিন কিংবা অন্যান্য কেউই এমন অর্থনৈতিক চুক্তি ছাড়া শিল্পোদ্যোগের সাথে যুক্ত হয় এবং প্রতারিত হয়, এমন নির্বোধদের জন্যে শুধুমাত্র সহানুভুতি দিতে পারি। শিল্প জগতে মেধাসত্ত্ব এবং শ্রম বিষয়ক প্রতারণার অসংখ্য অভিযোগ নিরসনের সূচনা উদ্যোগ হতো এমন মামলা।

বিষয়: বিবিধ

৮৫০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385496
০৮ জুন ২০১৮ দুপুর ০২:৫৮
হতভাগা লিখেছেন : আসিফ বিএনপি করে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File