নাগরিক তত্ত্ব : বি এন পি কতটুকু সচেতন
লিখেছেন লিখেছেন ওয়েলকামজুয়েল ২৮ এপ্রিল, ২০১৮, ০৯:৫০:১৯ সকাল
এক তারেকের জন্ম ও নাগরিকত্ব নিয়া ক্ষমতাসীন আওয়ামী নেতারা বহুত ক্রিয়েটিভ ভাবনা ভাবতে সক্ষম হইতেছেন, এইটা দারুন। সেই সাথে বিরোধীদেরও কল্পনা ও চিন্তার বহু দুয়ার খুলে দিচ্ছেন। ইতিহাসকে এমনভাবে অর্থ দেওয়ার চেষ্টা হচ্ছে যে, তারেক যেন জয়ের রাজনৈতিক প্রতিদ্বন্ধি হিশেবে দাঁড়াতে না পারে। ফলত, জয়ের জন্ম বা নাগরিকত্ব প্রশ্নের আলোচনাও ঐতিহাসিকভাবে হাজির হবে, যা বিএনপি নেতারা আগে করেন নাই। আওয়ামীলীগের ঘনিষ্ঠ ও শেখ মুজিবুর রহমানের পারিবারিক বন্ধু এ্যান্থনি মাসকারেনহাস বা কার বর্ণনা, এই মুহূর্তে মনে পড়ছে না, জয়ের জন্ম মুহূর্তের একটি আনন্দময় দৃশ্যর কথা আছে, যেখানে হানাদার বাহিনীর হাতে গৃহবন্দী হিশেবে থাকা অবস্থায় জয়ের জন্মের সংবাদ আসলে হানাদার সদস্যরা আনন্দ উদযাপনে অংশ নেয় ও মিষ্টি বিতরণ করে বা এর কাছাকাছি ঘটনা ঘটে। বর্তমান প্রধানমন্ত্রী ও তার কর্মীরা প্রায়ই মুক্তিযুদ্ধের সময়ে পাক বাহিনীর হাতে খালেদার নিরুদ্দেশ হওয়ার মত একটি ঘটনার কথা আদি রসাত্বকভাবে বর্ণনা করেন, সংসদেও, তার বিপরীতে পাক বাহিনীর তত্বাবধানে থাকাকালীন জয়ের জন্ম ও হানাদারদের সাথে মিলে মিষ্টি ও আনন্দ উদযাপনের এই ঘটনারে কখনো বিএনপি নেতাদের দূরতমভাবেও আলোচনায় আনতে দেখলাম না। তো, এখন যদি গল্প ও কাহিনী দিয়েই সব সমাধার চিন্তা আওয়ামী শিবির কইরা থাকে, আওয়ামী শিবিরের ব্যাপারেও উর্বর কাহিনী তৈরীর ঐতিহাসিক প্রেক্ষাপট হাজির আছে। উনারা অক্ষত থাকতে সক্ষম হবেন কি?
বিষয়: বিবিধ
৬৩২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সমস্যা হল আওয়ামী লীগ সাধারণ মানুষকে কথা হজম করাতে জানে আর তার সাথে সে মিডিয়াকেও বাধ্য করেছে (মিডিয়াও তাদের সাথে যোগ দিয়েছে) তাদের সাথে কোরাস গাইতে। সাধারণ মানুষ গোয়েবসীয় থিউরিতে এসব প্রোপাগান্ডা বিশ্বাস না করে থাকতে পারছে না।
যতক্ষণ না তারা আক্রমণে যাচ্ছে এভাবে চলতেই থাকবে।
মন্তব্য করতে লগইন করুন