সন্ত্রাসবাদীর কোন ধর্ম পরিচয় নেই

লিখেছেন লিখেছেন ওয়েলকামজুয়েল ২৭ নভেম্বর, ২০১৫, ০৯:০৭:৪৫ রাত

এক প্রবাসী বুদ্ধিজীবী কিছুদিন আগে খেপেছিলেন লালনকে বাউল ডাকতে হবে এই হুঙ্কার দিয়ে। হুঙ্কারে কাজ কতটুকু হয়েছে সেটা তিনিই ভালো জানেন। এবার খেপেছেন শিয়া মসজিদে হামলাকারীদের ধর্ম পরিচয় বলতে হবে, হামলাকারীরা সুন্নি মুসলিম সেটা তিনি মনে করেন ও সন্দেহ প্রকাশ করেন। তিনি ঘুণাক্ষরেও সন্দেহ প্রকাশ করলেন না যে তৃতীয় পক্ষ সুযোগ নেয়ার জন্য এই দুষ্কর্মটি করতে পারে। যেই সুন্নি প্রধান দেশে স্মরণাতীত কাল থেকে শিয়ারা নিরাপদে বাস করে আসছে সেখানে দুম করে সুন্নি মুসলমানরা খেপে গিয়ে একের পর এক শিয়া ধর্মানুষ্ঠানে হামলা করে যাবে এটা বিশ্বাস করার মতো কল্পনাশক্তি আমার নাই। বরং সেই প্রবাসী বুদ্ধিজীবী যে সুন্নি মুসলিমদের উপর সন্দেহের তীর ছুড়ে তৃতীয় পক্ষকে আড়াল করার চেষ্টা করছেন সেটা দৃশ্যমান। এবং সেই তৃতীয় পক্ষের যুক্ত থাকার সম্ভাবনাকে আড়াল করার গভীর রাজনৈতিক তাৎপর্য এখন একজন শিশুও বুঝে।

এই সব ভাবতে ভাবতে নাস্তার টেবিলে সকালে রুমে দিয়ে যাওয়া চেন্নাইয়ের স্থানীয় এক পত্রিকায় চোখ বুলাচ্ছিলাম; হঠাৎ সেই পত্রিকায় আমির খানের একটা সাম্প্রতিক বক্তব্য দেখে চমকে উঠলাম। তিনি বলছেন;

"When you see an act of terror or violence, instead of calling him a Christian or a Hindu or an Islamic terrorist, you should just call him terrorist and remove the religion tag from it. That’s the first mistake when we label them. It’s just a terrorist who doesn’t have a religion"

"আপনি যখন একটি সন্ত্রাসের ঘটনা দেখেন, তাকে খ্রিস্টান অথবা হিন্দু অথবা মুসলিম সন্ত্রাসবাদী না বলে আপনার শুধু তাকে সন্ত্রাসবাদী বলা উচিৎ এবং সেই সন্ত্রাস থেকে ধর্মের চিহ্ন সরিয়ে দেয়া উচিৎ। যখন আমরা তাকে একটা ছাপ মেরে দেই সেটাই প্রথম ভুল। সে শুধুই একটা সন্ত্রাসবাদী যার কোন ধর্ম নেই"

আমির খান একজন বিশ্বমানের শিল্পী। তিনি শিল্পীর সংবেদনা নিয়ে সমস্যাটিকে দেখেছেন। আমিও একই ধরনের কথা লিখতে পেরে গর্ব অনুভব করছি, অন্তত একজন শিল্পীর সংবেদনা দিয়ে আমি পরিস্থিতির মূল্যায়ন করতে পারি।

আমি আমার বক্তব্যে অবিচল। সন্ত্রাসবাদীর কোন ধর্ম পরিচয় নেই সে ধর্মহীন অপরাধী।

বিষয়: বিবিধ

৯৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File