আমাদের জানালার কাঁচ
লিখেছেন লিখেছেন তট রেখা ০৪ জানুয়ারি, ২০১৬, ০৯:৩৩:২২ রাত
এক তরুন দম্পতি নতুন পাড়াতে বাসা নিয়ে সেখানে বাস করতে শুরু করল। পরের দিন সকালে যখন তারা নাশতা করছিলো, তখন জানালা দিয়ে তরুনী বধুটির দৃষ্টি আকর্ষিত হলো পাশের বাড়ীর দিকে, যেখানে তার প্রতিবেশী কাপড় ধুয়ে শুকোতে দিচ্ছিল। সে (তরুনী) আনমনে বলে উঠল, “ কাপড় গুলো কেমন ময়লা! উনি (প্রতিবেশী) মনে হয়, ঠিক ভাবে কাপড় ধুতে জানেন না, হয়তবা তার ভালো মানের সাবান প্রয়োজন !
তার স্বামী কোনো কথা না বলে তাকিয়ে রইল। প্রতিবার যখন তার প্রতিবেশী কাপড় ধুয়ে শুকোতে দেয়, তরুনীটি একই মন্তব্য করে। একমাস পর সে দড়ির উপর কিছু সুন্দর পরিস্কার কাপড় দেখে আশ্চর্য্য হয়ে গেল, এবং স্বামীকে বলল, “ দেখ, দেখ উনি শেষ পর্যন্ত শিখেছেন, কি ভাবে কাপড় ধুতে হয়! আমি বিস্মিত কে তাকে এটা শেখালো?”
স্বামীটি বলল, “ আমি খুব ভোরে ঘুম থেকে উঠে আমাদের জানালার কাঁচ গুলো পরিস্কার করেছি, যা এতদিন ময়লা এবং ঘোলা হয়ে ছিল।”
এবং আসলে জীবন টা এমনই… আমরা অন্যদের কেমন দেখি তা নির্ভর করে আমাদের জানালার কাঁচটি কতটা স্বচ্ছ ও পরিস্কার।
কারো সমালোচনা করার আগে, আমাদের মানসিক অবস্থা যাচাই করা উচিৎ , আমরা অন্যের মধ্যে ভালো কিছু খুঁজতে চাই, না কি মন্দ কিছু দেখার অভিপ্রায় নিয়ে আমরা দেখি এবং বিচার করতে বসি।
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন