শীতের সকাল
লিখেছেন লিখেছেন কাবার পথের যাত্রী ১৮ নভেম্বর, ২০১৫, ০৮:১৮:৫৫ সকাল
শীতের সকালের সেই স্মৃতিময় দিনগুলোর
কথা কার কার মনে আছে? শীতের
সকালে ঘুম ভাঙতে চায় না। তবুও মায়ের
বকাবকিতে অবশেষে ঘুম ভাঙে। তারপরে
গরম কোন কাপড় গায়ে দিয়ে কোন মতে
মুখটা ধুয়ে এসে চুলার পাশে দিয়ে বসে
বসে আগুন পোহানো। মায়ের বানানো ২-৩
টা ভাপা পিঠা খাওয়া। যাদের নিজের
খেজুর গাছ আছে তারা সকালে ঘুম
থেকে উঠে খেজুর গাছ থেকে রসের
হাড়িটা নামিয়ে বাড়ীতে নিয়ে আসা।
তারপরে খেজুর এর রস দিয়ে ভালো করে
ভাপা পিঠা খাওয়া। এরপরে উঠানের
যেই পাশে রোঁদ আসে ওই পাশে গিয়ে
পিড়ি নিয়ে বসে রোঁদ পোহানো। সেই
স্মৃতিমাখা দিনগুলোর কথা মনে পড়লে
ইচ্ছে করে আবার যদি ফিরে যেতে
পারতাম সেই শৈশবের দিনগুলোতে…
বিষয়: বিবিধ
১০৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন