ধন্যবাদ, বিডি ব্লগ এবং ব্লগার নকীব কম্পিউটার ভাইকে।

লিখেছেন লিখেছেন কাবার পথের যাত্রী ০৭ নভেম্বর, ২০১৫, ০৭:৫৯:৪৭ সন্ধ্যা

আমি আসলে ফেসবুকেই সময় কাটাতাম। কখনও কোনদিন কোন ব্লগে রেজি: করি নাই। “নকীব কম্পিউটার” নিকধারী ভাইয়ের মাধ্যমে আজ এই প্রথম এই ব্লগে রেজি: করলাম। বিশেষ করে তিনিই আমাকে রেজি: কাজটি করে দিয়েছেন। তাঁর কাছ থেকে ব্লগ সম্পর্কে কিছু জানলাম। ধন্যবাদ বিডি ব্লগের কর্ণধারদের আমাদেরকে কিছু বলার মত একটা জায়গা করে দেয়ার জন্য। আশা করি প্রবীণ ভাইয়েরা আমাকে সাদরে গ্রহণ করে নেবেন।

বিষয়: বিবিধ

৯৩২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367272
২৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৫০
নকীব কম্পিউটার লিখেছেন : আপনি কি এখনো ১ম পাতার সুযোগ পাননি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File