সমাজকল্যাণ মন্ত্রী মহসীন আলী মরাতে

লিখেছেন লিখেছেন মো সারোয়ার হোসেন ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১৫:৪৯ সকাল

সমাজকল্যাণ মন্ত্রী মহসীন আলী

মরাতে অনেকের

আবেগে চোখ

অশ্রুশিক্ত হয়ে

যাচ্ছে।

আপনাদের স্বরণ

করিয়ে দেওয়ার

লক্ষ্যে মহসীন

আলীর কতিপয়

ধর্মদ্রোহী ও নোংরা

উক্তি উল্লেখ করছি:

১/ কোলকাতার

নার্সরা আমার গোপন অঙ্গ হাত দিয়ে ধুয়ে দিছে আপনারা বাংলাদেশের নার্সরা

কেন পারবেন না??২/ যারা বোরকা পরে

তারা জঙ্গি। তারা

অসুন্দর, তাই তারা

বোরকা দিয়ে মুখ ঢেকে রাখে।৩/ সমাজের সব আকাম

কুকাম বোরকা পরা

মেয়েরাই করে।৪/ টাঙ্গাইলের পতিতা

পল্লী উচ্ছেদ কারি

মোল্লাদের শিরচ্ছেদ

করা উচিত।৫/ পর্দা করলে চলবে

না, হাফ প্যান্ট পড়ে

পুরুষের পাশাপাশি

চলতে হবে। পুরুষদের

ধাক্কা দিয়ে সামনের

দিকে যেতে হবে।৬/ আমি চাই দেশে

বিখ্যাত নর্তকী গড়ে

উঠুক।৭/ আমি এইট পাশ

তাতে সাংবাদিকরা

বাল ফালানির কে??৮/ ঐ সাংবাদিক আমার

বিরুদ্ধে রিপোর্ট

করলে রাতে বউয়ের পাশে ঘুমাতে পারবি না।৯/ ইসলাম

সেকুলারিজম তাই তার বিধান মানা যাবেনা।তার ব্যাপারে কুরান কি বলে দেখুন:

"আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে

তার উপর কখনও

নামায পড়বেন না এবং তার কবরে দাঁড়াবেন না। তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রসূলের প্রতিও।

বস্তুতঃ তারা না

ফরমান অবস্থায় মৃত্যু বরণ করেছে। (সুরা তওবাহ, আয়াত-৮৪)

বিষয়: বিবিধ

৮৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File