হতে পারে তুমি আজই মরবে

লিখেছেন লিখেছেন মুন্সী কুতুবুদ্দীন ১৩ অক্টোবর, ২০১৬, ০৮:২১:০৬ রাত

মৃত্যু কে তুমি যতই ভুলে থাক

মৃত্যু তোমায় ধরবে

মৃত্যুর জন্য প্রস্তুত হও

হতে পারে তুমি আজই মরবে।।

.

মৃত্যু থেকে তুমি যতই পালাও

মৃত্যু তোমায় ধরবে

হায়াত তোমার যতই লম্বা হউক

একদিন তুমি মরবে।।

.

জান মালের গৌরব করোনা তুমি

করোনা তার অহংকার

মৃত্যু এসে করে দেবে সব শেষ

মৃত্যু বড়ই ভয়ংকার।।

.

মৃত্যু এক কঠিন সত্য

হঠাৎ চলে আসবে

মৃত্যু যন্ত্রণায় করবে ছটফট

আখিদয় জলে ভাসবে।।

.

সময় হলেই জান কবজ হবে

বাজলে মৃত্যুর ঘন্টা

নিথর দেহ পরে রবে কেবল

থাকবেনা প্রান টা।।

.

মা বাবা ভাই বোন কাদবে সবাই

করবে আহাজারি

আত্নীয় স্বজন বন্ধু বান্ধব

ছুটে আসবে তোমার বাড়ী।।

.

আসবে সবাই দলে দলে

দেখতে শুধু তোমার লাশ

কেউবা কিনতে যাবে কাফনের কাপর

কেউবা কাটবে কাচা বাশ।।

.

কেউবা যাবে কবর খুড়তে

কেউবা করবে গরম পানি

কেউবা দিবে মসজিদ থকে

লাশের খাটিয়া আনি।।

.

গোসল করাবে সব খুলে নেবে

পরাবে শুধু সাদা কাফন

এভাবেই চির বিদায়ের আয়োজন

করবে তোমার আত্নীয় স্বজন।।

.

গোসল করায়ে কাফন পরায়ে

শোয়াবে লাশের খাটিয়ায়

পড়তে হবে জানাযার নামাজ

ডাকবে সবাই আয়রে আয়।।

.

জানাযা পরায়ে কান্ধে চরায়ে

সবাই মিলে কবরে নেবে

কবরে শোয়ায়ে দোয়া পড়ে

মাথার বান্ধন খুলে দেবে।।

.

মাটি দেয়া হলে সকলে মিলে

তোমার জন্য দোয়া করবে

মৃত্যুর জন্য প্রস্তুত হও

হতে পারে তুমি আজই মরবে।।

.

মৃত্যুকে তুমি ভুলে যেওনা তাই

স্বরণ করো তাকে সদা সর্বদাই।।

.

উঠতে বসতে চলতে ফিরতে

মৃত্যুর স্বরণ করবে

সকালে বা বিকালে রাত্রে বা দুুপুরে

কুরঅান খুলে পড়বে।।

.

তাহলেই অন্তর থেকে দুর হবে ময়লা

ময়লা নাহি ধরবে

তবেই মৃত্যু হবে উপহার

ঈমানের সাথেই মরবে।।

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378671
১৩ অক্টোবর ২০১৬ রাত ০৮:২২
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / অনেক ধন্যবাদ/ পিলাচ

378672
১৩ অক্টোবর ২০১৬ রাত ০৮:৩৪
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : মাত্র ১ মিনিটেই পড়ে ফেল্লেন!
ভালো লাগার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
378673
১৩ অক্টোবর ২০১৬ রাত ০৮:৫৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কবিতা পড়ে মরণের কথা মনে পড়ে গেলো। Sad
১৬ অক্টোবর ২০১৬ সকাল ০৭:৩১
313704
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : আল হামদু লিল্লাহ লেখাটি মরণের কথা স্বরণ করে দেয়ার জন্যই লেখা হয়েছে।
378676
১৩ অক্টোবর ২০১৬ রাত ১০:২১
আফরা লিখেছেন : নিঃস্বাসের বিশ্বাস নেই যেকোন সময় হতে পারে - ধন্যবাদ
১৬ অক্টোবর ২০১৬ সকাল ০৭:৩৪
313705
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : পড়া ও মন্তব্য করার জন্য আপনাকেউ অসংখ্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File