জুম্মার খুতবা

লিখেছেন লিখেছেন মুন্সী কুতুবুদ্দীন ০২ নভেম্বর, ২০১৬, ০৯:১৮:৪৮ সকাল

الحمد لله ،

الحمد لله والصلاة والسلام على النى وعلى اله واصحابه اجمعين.

ام بعد:

اعوذ بالله من ااشيطن الرجيم. بسم الله الرحمن الرحيم.

সমস্ত প্রসংসা মহান আল্লাহ তায়ালার জন্য। যিনি আমাদের খালিক এবং মালিক। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী বিশ্বনেতা সায়্যিদুল মুরসালিন রহমাতাল্লিল আ'লামীন হযরত মুহাম্মাদ মুস্তফা সল্লাল্লহু আ'লাইহি ওয়া সল্লাম এর উপর।

তাহার পরিবার পরিজনদের উপর সাহাবায়ে আজমাইন তাবে তাবেঈনদের উপর। যারা ইসলামের উপর জীবন যাপন করে মৃত্যু বরণ করেছেন তাদের উপর।

বিশেষ ভাবে আজকের মুহাররম মাসের চতুর্থ খুতবা আরাম্ভ হওয়ার পুর্বেই আল্লাহ পাক যাদেরকে যাচাই বাচাই করে মনোনীত করে পবিত্র জুম্মার খুতবা আরাম্ভ হওয়ার পুর্বেই আল্লাহর ঘরে এসে বসার তাওফিক দান করেছেন।

আপনাদের সকলের উপর আল্লাহর খাছ নিয়ামত ও রহমত বর্ষিত হোক। আস্সামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লহ।

প্রিয় হাজিরিন আজকের পবিত্র খুতবায় যে আয়াত টা উল্লেখ করা হয়েছে সেই আয়াতে কারিমায় আল্লাহ পাক বলতেছেন 'ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম.......

সেই দিবস আল্লাহ তাদের এবং তারা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করিত তাদের ডাকিয়া বলিবেন তোমারই কি আমার বান্দাদের পথভ্রষ্ঠ করিয়াছিলে না এরাই পথভ্রষ্ঠ হইয়াছিল।

.

আজকের খুতবার শিরোনাম 'দুনিয়ার মহত্যাগের উপদেশ'

সারকথা : দুনিয়া ক্ষনস্হায়ী আর দুনিয়ার মানুষ মুুসাফির পরবাসী পরবাসীরন্যায় এখানে তারা ধিকৃত বটে অতএব এই দুনিয়ার মহে কোন অবস্হা আকৃষ্ট হওয়া সংগত নহে এ সামান্য সময়ের পরে মানুষকে মরিতে হইবে। তাহাদের কৃতকর্ম অনুপাতে শাস্তি ভোগ কিংবা শান্তি লাভ করিতে পারিবে। মানুষের এমন সময় আসিবে যে সময় তাহাকে দোযখে পরিতে হইবে সমস্ত শরীরের চামরা খোসানো হইবে হাড়মাংস পৃথক পৃথক করা হইবে এবং দোযখে এই শ্রেনীর আরও কষ্টদায়ক আজাব দেয়া হইবে। এমনি দিনে মানুষের ছোট বড় যাবতীয় কাজের জিঙ্গাসাবাদ করা হইবে। সেদিন নারী পুরুষ সকলকে সেখানে দাড় করানো হইবে। সেই দিন হতভাগ্য দুনিয়াদার মানুষেরা শতদূঃখ ও আফসোস করিবে কিন্তুু তাতে কোনোই কাজ হইবে না। অতএব দুনিয়া বিলাসী মানুষেরা সাবধান হও দুনিয়া একান্ত ক্ষনস্হায়ী । পক্ষান্তরে পরকাল চিরস্থায়ী ভাগ্যবান লোকেরা সেখানে সুখ ভোগ করিবে এবং গমন করিবে জান্নাতে।

আল্লাহ আমাদের ক্ষমা করুন।..................

বিষয়: বিবিধ

১২৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379383
০২ নভেম্বর ২০১৬ বিকাল ০৫:১৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।


অন্নেক সুন্দর একটি খুৎবা মাশাআল্লাহ।

জাজাকাল্লাহু খাইর।
০৩ নভেম্বর ২০১৬ দুপুর ১২:১৫
314137
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : ওয়া আ'লাইকুমুস্সালাম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া নাজাতুহু।
আপনাকে অসংখ্য ধন্যবাদ পড়া ও মন্তব্য করার জন্য।
379390
০২ নভেম্বর ২০১৬ বিকাল ০৫:৩৫
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / ধন্যবাদ /
০৩ নভেম্বর ২০১৬ দুপুর ১২:১৮
314138
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File