সব ফরজের বড় ফরজ

লিখেছেন লিখেছেন মুন্সী কুতুবুদ্দীন ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:০৫:০৫ বিকাল

কুরআন বুঝে বুঝে পড়া, সব ফরজের বড় ফরজ

কুরআন প্রতিষ্ঠার আন্দোলন করা সব মুমিনের জন্য ফরজ ।

.

কুরআন বুঝে পড়তে হবে, কুরআনের সমাজ গড়তে হবে ।

তাগুতের সাথে লড়তে হবে, আলাহর পথে মরতে হবে ।

.

এটাই যে আল্লাহর ফরমান , পালন করো হে মুসলমান ।

পালন তোমাকে করতেই হবে সর্বচ্চ দিয়ে গরজ ॥

.

যারা শুধু কুরআন পড়ে কিন্তু বুঝে পড়েনা,

কুরআনকে সংবিধান মেনে, কুরআনের সমাজ গড়েনা ।

.

তারা যে খাটি মুনাফিক বেইমান, বন্ধু তাদের ইবলিশ শয়তান ।

তাদের থেকে দুরে থাকতে হবে, ঈমান কে মজবুত রাথতে হবে ।

.

এটাই যে আল্লাহর ফরমান, পালন করো হে মুসলমান ।

পালন তোমাকে করতেই হবে সর্বচ্চ দিয়ে গরজ ॥

.

যারা শুধু নামাজ পড়ে দ্বীন প্রতিষ্ঠা করেনা,

ইসলামী দলে সামিল হয়ে বাতিলের সাথে লড়েনা ।

.

তারাই যে খাটি মুনাফিক বেইমান, বন্ধু তাদের ইবলিশ শয়তান ।

তাদের থেকে দূরে থাকতে হবে, ঈমান কে মজবুত রাখতে হবে ।

.

এটাই যে আল্লাহর ফরমান, পালন করো হে মুসলমান ।

পালন তোমাকে করতেই হবেসর্বচ্চ দিয়ে গরজ ॥

.

বিষয়: বিবিধ

১২৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348941
০৮ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৩০
আফরা লিখেছেন : কুরআন বুঝে পড়তে হবে, কুরআনের সমাজ গড়তে হবে ।

জাজাকাল্লাহ খায়ের ।

স্বাগতম । আরো বেশি বেশি লিখুন ।
352389
০২ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৫
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : আফরা আপু আপনাকে অনেক ধন্যবাদ । লেখাটি পড়ে উৎসাহ দেয়ার জন্য। দোয়া করবেন যেন অারো বেশি বেশি লেখতে পারি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File