এই মুহুর্তে ব্লগার হিসেবে নিবন্ধিত হলাম, সবার সহযোগিতা চাই।
লিখেছেন লিখেছেন অদৃশ্য কলম ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২৬:৪৮ রাত
আসসালামু আলাইকুম!
বিডি টুডে ব্লগে এবং আক্ষরিক অর্থে ব্লগ জগতে আমি সম্পুর্ন নতুন। ফেসবুকে প্রায় সময় বিডি টুডে ব্লগের বিভিন্ন পোষ্টের লিংক পোষ্ট আমার নিউজ ফিডে আসে। দুয়েকবার লিংকে ঢুকেছিলাম। বিডি টুডে এর ব্লগার বড় ভাই ( 'মুক্তকন্ঠ') পক্ষ থেকে প্রায় সময় ব্লগে আমন্ত্রন পেয়েছি। কিন্তু কিভাবে কি করতে হয় কিছু বুঝিনি।
আজ উনারই সহায়তায় রেজিস্ট্রেশন করলাম। ফেসবুকে লেখালেখি করি। এখানেও লিখার ইচ্ছা পোষন করি। আপনারা পুরনো সকল ব্লগার ভাই বোনদের সহযোগিতা পেলে ব্লগিং এ এ্যাকটিভ থাকার চেষ্ঠা করব।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এই আশা করি।
বিষয়: বিবিধ
১১৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন