মন্তব্যের জবাব দিতে না পারার জন্য দুঃখিত

লিখেছেন লিখেছেন অদৃশ্য কলম ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০৮:০৮ বিকাল

ব্লগে আমি একজন নতুন সদস্য, ইতোমধ্যে আমি ব্লগে কিছু পোস্ট ও করেছি। আমার পোস্টে কিছু মন্তব্য করা হলেও আমি কোন জবাব দিতে পারছিনা। নতুন হওয়ার কারনে হয়তোবা এমনটা হচ্ছে। তবে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশাকরি আগামীতে এমনটা হবেনা। সবসময় এক্টিভ থাকার চেস্টা করব ইনশা আল্লাহ।।

যদি টেকনিক্যাল কোন কারনে এমনটা হয়ে থাকে তবে কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।।

বিষয়: বিবিধ

১৩০৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341649
১৪ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
শেখের পোলা লিখেছেন : আপনি কি চেষ্টা করে দেখেছেন? কারণ বুঝলামনা৷
341650
১৪ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
শেখের পোলা লিখেছেন : উত্তর দেবার জন্য মন্তব্যের নীচে ডানদিকে কোনায় একটি নীল রংয়ের বাঁকা তীর দেখবেন, তাতে ক্লিক করলে প্রতিমন্তব্যের ঘর আসবে, তাতে লিখে জবাব প্রকাশ করুনএ ক্লিক করুন৷ আশাকরি এবার হবে৷
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩১
283058
মুক্ত কন্ঠ লিখেছেন : আমি ওকে এই ব্লগে আমন্ত্রন করেছিলাম। তিন দিন পুর্বে নিবন্ধিত হয়েছে। আজই প্রথম ওর পোষ্ট প্রথম পেজের ছাড়পত্র পেলো।

প্রতি মন্তব্য তো নয়ই, মন্তব্যের সুযোগটাও এখনো সে পায়নি। আমি নিজে দেখেছি।

এখনো যদি তাকে অবজার্ভেশনে রাখা হয়ে থাকে তাহলে আলাদা কথা। কিন্তু যদি টেকনিক্যাল ত্রুটি হয়ে থাকে তবে আমিও কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
341653
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১২
ছালসাবিল লিখেছেন : স্বাগতম! Cook আসুন বসুন Cookচলছে একটু পরেই Eat

Big Grin
341682
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এমন তো হওয়া স্বাভাবিক নয়। শেখের পোলা ভাই এর পরামর্শটি অনুসরন করুন। আপনার ব্রাউজার এর কারনেও হতে পারে। গুগল ক্রোম ব্যবহার করে দেখুন।
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩৩
283059
মুক্ত কন্ঠ লিখেছেন : এগুলোর কোনটাই নয় সবুজ ভাই। সমস্যা মডু মামাদের ইরাদায়!
341712
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০১
আফরা লিখেছেন : স্বাগতম ।
341756
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার অভিযাত্রা সুন্দর হোক! সুস্থ হোক। আশা সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। শুভ ব্লগিং..... স্বাগতম।
341761
১৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:০৫
মুক্ত কন্ঠ লিখেছেন : স্বঘোষিত পন্ডিতরা যাচ্ছেতাই লিখে যাচ্ছে, ইসলাম বিরোধী নাস্তিকরা দাপিয়ে বেড়াচ্ছে পুরো ব্লগ, আর কেউ কেউ ভাল কিছু মন্তব্য করার সুযোগটুকুও এখনো পাচ্ছে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File