তোমাকে খুঁজে ফিরি এ প্রান্ত থেকে ও প্রান্ত, হে শান্তি!

লিখেছেন লিখেছেন শেখ জাহিদ ২৬ এপ্রিল, ২০১৭, ০৬:৪২:০৬ সন্ধ্যা

এই আমরা, মানুষেরা খুঁজে ফিরি শান্তি। ভালোলাগার জন্য পিছু ছুটি। ফিরে পেতে চাই অখন্ড অবসর। নিভৃতে, নির্ঝঞ্ঝাট দেখে নিতে চাই জীবনের রঙ। আমরা আসলে আমাদের পথেই খুঁজে বেড়াই, আমাদের চিন্তাতেই পথ সাজাই, অচেনা জগতের স্বপ্ন বানাই। পিছু ছুটি অদৃশ্যের, ভালোলাগার কল্পিত অবজেক্ট আমরাই বানাই। অথচ কেউ কি জেনেছিলো, কি ভালো লাগবে তার, কিসে খুঁজে পাবে শান্তি, কোথায় ফিরে পাবে অবসর, কে-ই বা হবে আশ্রয়স্থল?

তবুও আমরা ছুটি আমাদের মতো। ভালোবাসার আদলে কুড়িয়ে যাই দুর্বোধ্যতা, ভালোলাগার পিছু ছুটে মুখোমুখি হই তিক্ততার। অবসরের আড়ালে মুখোমুখি হই স্মৃতিকাতরতায়। স্বপ্ন সাজাতে গিয়ে হারিয়ে ফেলি জীবন।

আমরা আসলে আমাদের ইচ্ছেতে পাইনা কিছু, বরং হারাই- যাপিত প্রহরগুলো। আর যা পাই তা আশাতীত, হুট করে আসে আমাদের জীবনে। না চাইতেই অনেক কিছু পেয়ে যাই, আসলে সবকিছুই পেয়ে যাই না চেয়েই। আমরা শুধু তা-ই অর্জন করি, এক্সপেরিয়েন্স করি যা 'কেউ একজন' পরিকল্পনা করেছিলেন অনেক অনেক আগে। আর, আমরা আমাদের 'জীবন'টাও পেয়েছিলাম না চেয়েই।

আসলে আমরা নিজদের ছেড়ে দিতে ভয় ভাই। আমাদের চাওয়াগুলোকে নিজেরাই তৈরি করতে চাই। জীবনকে যুদ্ধক্ষেত্রের ভেতর ছুটিয়ে স্বপ্ন দেখি যুদ্ধোত্তর একটা শান্ত সকালের।

অথচ সেই শৈশব, একমাত্র যাকে আমরা ভুলে গেছি- যখন আমাদের চাওয়া ছিলোনা, স্মৃতি ছিলোনা, অতীত ছিলোনা, ভবিষ্যত ছিলোনা। তখন আমাদের বাকি সব ছিলো, অবসর ছিলো, ভালোলাগা ছিলো, ভালোবাসা ছিলো, আনন্দ ছিলো, তৃপ্তি ছিলো। কারণ তখন আমরা ভুলে যেতে পারতাম, আমরা জীবনকে তার হাতে ছেড়ে দিতে পারতাম, আমরা কেবল বর্তমানে বাঁচতাম।

সুতরাং, হে পথিক! ভুলে যাও, খুঁজে ফিরোনা, ভবিষ্যতে তাকিয়ো না। সময়ের কাঁটায় বেঁচে থাকো, অভ্যস্ত হও। জীবন তোমাকে দেবে যা ছিলো তোমার, সময় তোমাকে দেখাবে জীবনের রঙ, অসময়ে চেনা হবে যাবে জীবন।

বিষয়: বিবিধ

৯৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File