৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হবে প্রত্যেক জেলা ও উপজেলায়
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৬ এপ্রিল, ২০১৭, ০৪:০০:০৪ বিকাল
বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। এদেশের প্রায় ৯৫ ভাগ মুসলমান। আর ৫ ভাগ বিভিন্ন ধর্মাবলম্বি। দেশের ধর্মপ্রাণ মুসলমানদের পাঁচ ওয়াক্ত নামায আদায় এবং এবাদত-বন্দেগির জন্য মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান। দেশে প্রায় তিন লাখ মসজিদ রয়েছে। তবে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আধুনিক সুবিধাসংবলিত মসজিদ বা ইসলামী স্থাপনা নেই। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সৌদি আরবের সহায়তায় সারাদেশে আধুনিক মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। বর্তমান সরকার প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করবে। এতে লাইব্রেরি, কোরান পঠন, শিশুদের শিক্ষা সুবিধা, হজ্বযাত্রী ও ইমামদের প্রশিক্ষণসহ নানাবিধ সুবিধা থাকবে। এপ্রিল ২০১৭ থেকে এপ্রিল ২০১৯ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন হবে। এ প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৬২ কোটি টাকা এতে সৌদি সরকারের কাছ থেকে পাওয়া যাবে ৮ হাজার ১৬৯ কোটি ৭৯ লাখ টাকা। বাকি টাকা বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। এটি দেশের ইতিহাসে ধর্মীয় খাতে এককভাবে সর্বোচ্চ ব্যয়ের প্রকল্প। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোন সরকার মসজিদভিত্তিক এতবড় উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করেনি। এসব মসজিদ স্থাপিত হলে দেশের ধর্মপ্রাণ যুবসমাজ মসজিদে আরও বেশি সময় এবাদত-বন্দেগি করে কাটাতে সাচ্ছন্দবোধ করবে। প্রতিটি মসজিদে পুরুষ ও নারীর জন্য পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। দৃষ্টিনন্দন করে গড়ে তোলার জন্য প্রতিটি স্থাপনার জন্য গড়ে ১৬ কোটি টাকা ব্যয় হবে। গত বছর প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের সময় সে দেশের বাদশাহকে এ বিষয়ে একটি প্রস্তাব দেন। সৌদি বাদশাহ প্রধানমন্ত্রীর প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয়ায় এজন্য একটি প্রকল্প তৈরি করা হয়। মঙ্গলবার এটিসহ মোট ১৩ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। বাংলাদেশ সরকারের এই মহতী উদ্যোগ জনমনে ইতিবাচক সাড়া যোগাতে সহায়ক হবে।
বিষয়: বিবিধ
৭২৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন