মানুষ যখন ন্যায় অন্যায় আলাদা করতে ভুলে যায় তখন তাদের ঘারে জালেম শাষক কে চাপিয়ে দেয়া হয়।
লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫৯:২৩ সন্ধ্যা
যে দেশের পরিচালক রা বা শাষক মিথ্যার আশ্রয় নিয়ে অন্যায়ে লিপ্ত থাকে সে দেশের জনগন কি করে ভাল হতে পারে?,,জালেম শাষক যে জাতির ঘারে চেপে বসে সে জাতি কোন ভাবেই উন্নতি করতে পারেনা। সেটা চরিত্রের, ন্যায়নীতির দিক থেকে হউক বা অর্থনৈতিক দিক থেকে।আর এটাও ঠিক মানুষ যখন ন্যায় অন্যায় বুজার জ্ঞান হারিয়ে নিজের স্বার্থকে শুধু প্রাধান্য দেয়। নিজ সার্থের জন্য সর্বদা অন্যায়ে লিপ্ত হয় তখন সে জাতির ঘারে আল্লাহ জালেম শাষককে চাপিয়ে দেন। যাতে করে চেতনা জাগে।জানিনা এই জাতির ন্যায় অন্যায় বুজার চেতনা কবে জাগ্রত হবে।আল্লাহ এই জাতির বিবেককে জাগ্রত করুন ন্যায়অন্যায় বুজে জালিমের বিরোদ্ধে রুখে দাঁড়ানোর তৌফিক দিন।
বিষয়: বিবিধ
১২১২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন