জাপানী নকশা চুরি করে পদ্মাসেতু: আসলেই আ.লীগ পারে!

লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৭:১২:২৮ সন্ধ্যা

গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, শত বাধাবিঘ্ন অতিক্রম করে বাংলাদেশিরা আজ প্রমাণ করেছে যে বাংলাদেশিরাও পারে।

হুম..... আসলেই বাংলাদেশিরা পারে। ভালোটাও পারে আবার খারাপটাও পারে।

তো পদ্মাসেতুর মাধ্যমে আওয়ামী সরকার(বাংলাদেশিরা নয়) কি পেরেছে সেটা সেই বহু আগেই দেখিয়েছেন সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন সাহেব। আরো অনেকেই দেখিয়েছেন। গতকাল আবার দেখালো তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাহেব।

সেতুর কাজ উদ্বোধনের পর খুব উৎসাহের সাথেই জননেত্রীর দু লাইন উক্তিসহ সেতুর নকশা পোষ্ট করেছেন তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে।



অবাক করা ব্যপার হলো, তিনি পদ্মাসেতুর যেই নকশাটি পোষ্ট করেছেন, সেটি হুবহু জাপানের টোকিও বে একুয়া সেতুর ফটোকপি!! অর্থাৎ পদ্মাসেতুর নকশা জাপানের উক্ত সেতুর নকশা থেকে হুবহু চুরি করা।

উইকিপিডিয়া থেকে প্রাপ্ত জাপানের বে একুয়া লাইন সেতুর ছবি হচ্ছে এটি-



উইকিপিডিয়া থেকে প্রাপ্ত জাপানি এই সেতুর নকশার সাথে প্রতিমন্ত্রী পলকের পোষ্ট করা পদ্মাসেতুর নকশার বিন্দুমাত্র পার্থক্য নেই। হুবহু ফটোকপি। এখানে ভিডিওতেও দেখুন

যে কোনো সেতু বা অন্য যে কোনো প্রকল্পের নকশা তৈরির জন্যই বিশাল একটি এমাউন্ড বরাদ্ধ থাকে। পদ্মাসেতুর মত এত বিগ বাজেটের বিশাল একটি প্রকল্পের নকশার জন্যও অবশ্যই বিশাল একটি এমাউন্ট বরাদ্ধ ছিলো। এখন প্রশ্ন হলো পদ্মাসেতুর নকশার জন্য বরাদ্ধ সেই টাকা গেলো কোথায়? নিশ্চই এমপি মন্ত্রী কিংবা সরকার দলীয়রা লুটেপুটে ভাগ বাটোয়ারা করে খেয়েছে!!

জনাব পলক সাহেবের পোষ্টে উদ্ধৃত করা জননেত্রীর দুই লাইক উক্তি ছিলো- “আমি জাতির পিতার সন্তান। সব হারিয়ে আমি জনগণের কাজ করছি। আমি দুর্নীতি করি নাই। আমার পরিবারের সদস্যরা দুর্নীতি করে না।” - মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিমন্ত্রীর এই তেল মারা উক্তির জবাবে আমি নতুন করে কিছু বলতে চাইনা। শুধু ওনার পোষ্টের দুটি কমেন্টের স্ক্রীনসটই তুলে ধরতে চাই-



ফেসবুক খুলে দেয়া নিয়ে প্রধানমন্ত্রী পুত্র জয়কে নিয়েও তেলমারা পোষ্ট দিয়েছিলেন তিনি। ভেবেছিলাম ঐ পোষ্টে আমজনতার মন্তব্যগুলো পড়ার পর তিনি হয়তো আর লজ্জায় ফেসবুকেই আসবেন না। কিন্তু আমাকে ভুল প্রমান করে তিনি তো আসলেনই এমনকি তেল মারাও অব্যাহত রাখলেন।

তেল মারাটাই তো একপ্রকার দূর্নীতি। দূর্নীতির সাগরে নিমজ্জিত মানুষরাই কেবল তার উর্ধ্বতনকে একের পর এক তেল মেরে নিজের নম নম ভাব প্রকাশ করে থাকে। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের অবস্থা তার চাইতে একটুও ব্যতিক্রম নয়।

আমজনতার কমেন্টগুলো থেকে যদি এরা শিক্ষা নিতো....। কতোই না ভালো হতো..।

বিষয়: বিবিধ

২১৮৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353805
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:০২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২১
293783
আহমেদ ফিরোজ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
353807
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা এখন জাপান হয়ে গেছি!!
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২২
293784
আহমেদ ফিরোজ লিখেছেন : হা হা হা... জয় জাপান।
353816
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২৬
শেখের পোলা লিখেছেন : গনতন্ত্রের মত দূর্নীতির সংজ্ঞাটাও ওরা বদলে দিয়েছে৷ তাই না বলিয়া পরের দ্রব্য লইলে এখন আর চুরি করা বোঝায় না৷ ধন্যবাদ৷
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০৬
293796
আহমেদ ফিরোজ লিখেছেন : এভাবেই দূর্নীতির টাকাটাও মনে হয় হাদিয়ার টাকা হয়ে যায়।
353836
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০৫
হাফেজ আহমেদ লিখেছেন : হায়, হায়
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৫৮
293803
আহমেদ ফিরোজ লিখেছেন : হায় হায় তো বহু আগেই করার কথা।
353838
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:১৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : মিথ্যাগুলো এখনভাবে মানুষের সামনে উপস্থাপিত হচ্ছে, তাতে বিশ্বাস না করে উপায় করে থাকে না, যেমনটা হয়েছে সালাউদ্দিন কাদের, মুজাহিদ এবং মতিউর রহমান নিজামীর ক্ষেত্রে।
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৫৮
293804
আহমেদ ফিরোজ লিখেছেন : সব গোয়েবলস..
353844
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ১০:২৩
আবু জান্নাত লিখেছেন : শত হোক আমাদের দেশের চোর তো! একটু আস্তে চিৎকার করুন, নইলে জাপানীরা শুনে যাবে।
১৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৫৪
293832
আহমেদ ফিরোজ লিখেছেন : চোর চিনানোই আমাদের কাজ। যেভাবে গনপিটুনিতে চোর মরতেছে। দেশটা অন্তত চোরমুক্ত হোক।
353846
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৩৭
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো, অনেক ধন্যবাদ
১৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০২
293833
আহমেদ ফিরোজ লিখেছেন : জাজাকাল্লাহ।
353855
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৩৯
সালাহউদ্দিন নাসিম লিখেছেন : যেভাবেই হোক সেতু হয়েছে তো । হোক না তা চুরি করে একটা ছবি আপলোড তাতে কি । আম্লিক বলে কথা - এটা পদ্মা সেতু না এটা হাসিনা সেতু বলেছেন এক মন্ত্রী
১৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৫৩
293831
আহমেদ ফিরোজ লিখেছেন : হয়তো অচিরেই হাসিনা সেতু নামকরন করা হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File