বাংলা ইবুকঃ কুঠিবাড়ি রহস্য 
লিখেছেন লিখেছেন নাবিক ১৯ জুন, ২০১৬, ১০:০৮:১৪ সকাল
"পিকু" রহস্যপ্রেমী এক তরুন বার্ড ওয়াচার। বাবার ফরেস্ট অফিসে চাকরীর সুবাদে বনে-জঙ্গলেই যার কেটেছে জীবন। রহস্যের প্রতি তার অগাধ টান, ক্ষুদে গোয়েন্দা হিসেবেও নাম করেছে বেশ কিছু রহস্যের সমাধান করে। এবার সে নাগাল্যান্ডের রাজধানী কোহিমায় ধনেশ পাখির উৎসবে যোগ দিতে গিয়ে জড়িয়ে পড়লো এক প্রাচীন গুপ্ত বিশ্বাসের রহস্যের সাথে। একের পর এক শিশু খুন হচ্ছে, আসাম থেকে বাংলাদেশে – সুন্দরবনে ছড়িয়ে আছে সেই রহস্যের জাল।
সময় ঘনিয়ে আসছে, পিকু কি পারবে সঠিক সময়ে রহস্যের বেড়াজাল ভেদ করতে?
আলী ইমামের শক্তিশালী লেখনীতে সুন্দরবনের বন্য জীবন আর আসামের পাহাড়ী কালচারের সাথে সাথে নাম না জানা এক গাদা পাখীদের অজানা এবং মজার মজার তথ্য সমৃদ্ধ এক অনবদ্য রহস্যোপন্যাস। থ্রিলারের পাশাপাশি অনেক কিছু শেখাও হবে। ছোট বড় সবারই ভালো লাগবে বইটি।।
বইটির ডাউনলোড লিঙ্কঃ কুঠিবাড়ি রহস্য
বিষয়: সাহিত্য
১৩৪২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রমযানের মহতী আয়োজনে অংশগ্রহণের অনুরোধ রইলো।
মন্তব্য করতে লগইন করুন