সোনাপাতি একটি ফুলের নাম

লিখেছেন লিখেছেন নাবিক ০৭ ডিসেম্বর, ২০১৫, ০২:১৭:১৬ দুপুর



হলুদ রঙের অসম্ভব সুন্দর এই ফুলটির নাম সোনাপাতি ফুল, কেউ কেউ একে চন্দ্রপ্রভা নামেও ডাকে।

ফুলটির বৈজ্ঞানিক নাম- Tecoma stans

অন্যান্য স্থানীয় নামের মধ্যে Yellow bells, Yellow trumpet, Yellow-Elder উল্লেখযোগ্য।

এটি Bignoniaceae পরিবারে একটি উদ্ভিদ।

সোনাপাতি বা চন্দ্রপ্রভা ফুলের আদি নিবাস অ্যামেরিকায়। যুক্তরাষ্ট্রের ভারজিন আইল্যান্ডের অফিসিয়াল ফ্লাওয়ার আর বাহামার পুষ্পপ্রতীকে এই ফুলের ব্যবহার হয়।

চিরসবুজ এই ফুল গাছটির মাথা কিছুটা ছড়ানো। গ্রীষ্ম ও বর্ষায় ডালের আগায় বড় বড় থোকায় হলুদ রঙের ফুল ধরে। বীজ ও কলমের মাধ্যমে এই ফুল চাষ করা যায়।

Tecoma gaudichaudi নামে সোনাপাতি ফুলের আরেকটি প্রজাতি আছে যেটায় সারাবছর ফুল ফুটে।

সোনাপাতি ফুল এখন আমাদের দেশেও ব্যাপকভাবে লাগানো হচ্ছে। স্কুল, কলেজ, শখের বাগান আর রোড আইল্যান্ড এ এর দেখা মিলে।

তথ্য ও ছবিঃ নেট থেকে পাওয়া

বিষয়: বিবিধ

১৬৫০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353059
০৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:২৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৭ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৮
293063
নাবিক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।।
353084
০৭ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২১
আবু জান্নাত লিখেছেন : ধন্যবাদ।।
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩৫
293089
নাবিক লিখেছেন : আপনাকেও।।
353095
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩৭
শেখের পোলা লিখেছেন : সুন্দর একটি ফুল ও তার বিবরণের জন্য ধন্যবাদ৷
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ১০:২৩
293101
নাবিক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
353150
০৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৪:৪৯
বৃত্তের বাইরে লিখেছেন : চন্দ্রপ্রভা নামটা বেশি সুন্দর। সুন্দর কালার
০৮ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:৪৭
293146
নাবিক লিখেছেন : হুম ধন্যবাদ।
353321
০৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:১৭
ঝিঙেফুল লিখেছেন : ধন্যবাদ Rose
০৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:০২
293322
নাবিক লিখেছেন : আপনাকেও...
353391
০৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ইস! পৃথিবীটা যদি সত্যিই এই ফুলটার মত সুন্দর হত!!!
১০ ডিসেম্বর ২০১৫ সকাল ০৬:২৮
293396
নাবিক লিখেছেন : হবে হয়তো কোনো একদিন।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File