আমিতো ঢাকার সাপোর্টার
লিখেছেন লিখেছেন নাবিক ২২ নভেম্বর, ২০১৫, ০১:৫৪:১৭ দুপুর
আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, এরপর শুরু হয়া যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) এর ৩য় আসর।
এইবার বিপিএলে ছয়টা দল খেলবে, গত দুইবারের মতো এবারো আমি ঢাকা টিমকে সাপোর্ট করবো।
যদিও ঢাকা টিমের নামখান আমার ভালো লাগে নাই, আগের নামটাই সুন্দর ছিলো। যাউগ্গা নাম দিয়া কাম নাই, তারা ভালো খেলে ট্রফিখান জিততে পারলেই আমি খুশি।।
সাঙ্গা আমার খুব প্রিয় একজন ক্রিকেটার, তার সাথে টিমে আছে বিস্ময় বালক মুস্তাফিজ। এইবার আমাদের ঠ্যাকায় কে?
সবাইরে দেইখ্যা লয়াম....।।।
বিষয়: বিবিধ
১৬৫৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্রিকেট এমতে খেলে
http://legacy.cricbuzz.com/live-cricket-scorecard/15601/rr-vs-chittagong-1st-match-bangladesh-premier-league-2015
মিসবাহ পুরাই মাথানষ্ট করে দিয়েছে ভাইকিংসদের ।
কেউ এসব খেলার পক্ষ নেওয়া আমার কাছে মনে হয় মৌনভাবে রেন্ডিবাজদের সাপোর্ট করা।
মন্তব্য করতে লগইন করুন