নাবিকের ছবি ব্লগ (পাখির ছবি) Happy

লিখেছেন লিখেছেন নাবিক ০১ নভেম্বর, ২০১৫, ০২:০৫:৪২ দুপুর













- - - - - - - - - - -

☆ ছবির পাশাপাশি পাখি বিষয়ক মজার কিছু তথ্যও আপনাদের সাথে শেয়ার করিঃ- পাখিরা মনের আনন্দে নীল আকাশে উড়ে বেড়ালেও ওরা কিন্তু নীল রঙ চিনতে পারেনা। ব্যতিক্রম শুধু পেঁচা, পেঁচারা নীল রঙ চিনতে পারে। পেঁচা তার চোখের মণি ঘুরাতে পারেনা, কিন্তু মাথা না ঘুরিয়েই পিছনে কী ঘটছে না ঘটছে তা স্পষ্ট দেখতে পারে!!! একই ব্যাপার ঘটে টিয়া পাখির বেলাতেও, টিয়া পাখিরাও মাথা না ঘুরিয়ে পিছনের জিনিস স্পষ্ট দেখতে পায়। নিচের পেঁচাটাকে দেখুন, কত্তো কিউট তাইনা? এরপরেও কি কাউকে খোঁটা দেয়ার সময় বলবেন, "পেঁচার মতো মুখ??" Winking Happy



কাক ডাকলে আমরা কখনো বলিনা পাখি ডাকছে, বরং তাদের নামট বিকৃত করে বলি "কাউয়া ডাকছে।" অথচ পক্ষিকুলে এই কাউয়ারাই কিন্তু সবচেয়ে বেশি বুদ্ধির অধিকারী। সুতরাং এখন থেকে ওরা যখন ডাকবে, তখন কাউয়া ডাকছে না কহিয়া, পাখি ডাকছে বলে যথাযথ সম্মান প্রদর্শন করিবেন। ঠিকাছে???

আর যদি এইটাও না বলিতে চাহেন, তবে "বায়স" ডাকছে এইকথা বলবেন। "কাউয়া" মানে কাকের আরেকটা নাম হলো "বায়স।" কি মিষ্টি নাম তাইনা? Cool



বাদুড় সব সময় ঘর থেকে বের হয়ে বাঁ দিকে ফিরে যাত্রা শুরু করে। আর স্তন্যপায়ীদের মাঝে শুধুমাত্র বাদুড়েরাই উড়তে পারে। বাদুড়ের পায়ের হাড় খুব নরম, এতটাই নরম যে, এরা কখনো হাঁটতে পারে না!

পাখিদের খাদ্য গেলার জন্য অভিকর্ষজ বলের

প্রয়োজন হয়? অর্থাৎ,

কোনো পাখিকে যদি চাঁদে নিয়ে খাবার

খেতে দেয়া হয় তবে সেটি খাবার

গিলতে পারবে না! কি সমস্যা দেখেছেন।। Happy

উত্তর আমেরিকায় 'গোল্ডফিঞ্জ'

নামক

একটি পাখি আছে। ঋতু পরিবর্তনের সাথে

সাথে এই পাখিদের পালকের

রঙও পরিবর্তন হয়..!

"পেলিকান" নামক পাখির মুখগহ্বরে এমন পরিমাণ জায়গা রয়েছে যে, সেখানে কমপক্ষে ১০ লিটার পানি অথবা ৩০ পাউন্ড মাছ সঞ্চিত রাখা যাবে!!! কত্তো বড় মুখরে.....? ;-) নিচেই ওর ছবি আছে, বাট দেইখা তো মনে হয়না ওর মুখে এতো জায়গা। তথ্যটা সত্য নাকি বোগাস বুঝতে পারছিনা। :(



হামিংবার্ডের জিহবা দুই ভাগে বিভক্ত। খাওয়ার সময় এরা জিহবা টি একটি নলের মধ্যে ভাজ করে রাখে। এছাড়া হামিংবার্ডই একমাত্র পাখি যারা পিছন দিকে উড়ে যেতে পারে!

দল বেধে ওড়ার সময় পাখিরা অনেক সময় ভি বিন্যাসে থাকে। এর কারণ হলো এভাবে উড়লে ওদের শক্তি সঞ্চয় হয়।

মিষ্টি স্বাদ গ্রন্থি না থাকায় আপনি মিষ্টি কিছু খেতে দিলেও পাখিরা মিষ্টি স্বাদ পায় না। তাই শখ করে পোষা পাখিকে রসোগোল্লা খাওয়ানোর দরকার নাই। Happy

কিছু কিছু টিয়া ৫০ বছরেরও বেশি বাঁচে। মানুষ প্রথম যেসব টিয়ার সঙ্গে পরিচিত হয়েছিল সেগুলি ছিল ভারতীয় টিয়া। প্রায় ৩২৮ খ্রিস্টপূর্বে অ্যারিস্টটলের ছাত্র সম্রাট আলেকজান্ডার শিক্ষকের কাছে জীবিত টিয়া এনেছিলেন। আফ্রিকার গ্রে (gray) টিয়া কথা বলায় সবচেয়ে চৌকস, আমাজনের টিয়াও কথা বলে ভালো, যদিও এদের স্বর খুবই কর্কশ। টিয়ারা প্রাচীনকাল থেকেই পরিচিত। খাঁচায় পোষমানা পাখি হিসেবে এরা সবসময়ই জনপ্রিয়।



- - - - - - - - -



























- - - - - - - - - - - -



শেষের কইতরের এই ছবিখানা বাদে বাকী সবগুলা ছবি কালেক্ট করা। কইতরের ছবিটা আমার থার্ডহ্যান্ড সিম্পুনি মোবাইল দিয়া তুলছি। :D :D ক্যামন হইছে কহেন তো শুনি???

বিষয়: বিবিধ

৩১২৭ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348084
০১ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২৯
কথার_খই লিখেছেন : ।,
০২ নভেম্বর ২০১৫ দুপুর ১২:০৯
289052
নাবিক লিখেছেন : Happy
348088
০১ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৫০
কথার_খই লিখেছেন : খুবই ভাল্লাগছে। আপনার পোস্ট, সুন্দর পোস্ট। ধন্যবাদ।
০২ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১৭
289056
নাবিক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
348091
০১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৭
আবু জান্নাত লিখেছেন : মা-শা আল্লাহ
মহান আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর।

০২ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১৯
289057
নাবিক লিখেছেন : ধন্যবাদ।
348094
০১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২৬
মীর ফরিদ লিখেছেন : কেমন হইছে মানে? এক্কেরে খাসা! নষ্টালজিয়ায় পাইয়া বইছিল। ধনিয়াবাটা। থুক্কু! পাখিরা তো ধনিয়া বাটা খায়না। পিলাচ! অর লগে বহুত বহুত দানা পানি।
০২ নভেম্বর ২০১৫ দুপুর ১২:২১
289058
নাবিক লিখেছেন : আপনে তো ধইন্যপাতা খাইন? তাই আপনারে ধইন্যপাতা দিলাম। Good Luck
348100
০১ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৪
কথার_খই লিখেছেন :
০২ নভেম্বর ২০১৫ দুপুর ১২:২৪
289059
নাবিক লিখেছেন : Happy
348104
০১ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:২৩
ছালসাবিল লিখেছেন :




ওয়য়য়য়য়াও কি দাররুন Bee


একটটটটু ভাললললো কোরে দেখখখখি Day Dreaming




ওর প্যান্ট চুরি Sad হইছে তাই মনখারাপ Smug শুনলাম আপনি নিয়েছেন Tongue Time Out Applause Big Grin Tongue Smug
০২ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১৯
289063
নাবিক লিখেছেন : বাট আমি তো শুনলাম ওর প্যান্টখানা আপনার ঘর থেকে পাওয়া গেছে Rolling on the Floor
০২ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
289089
ছালসাবিল লিখেছেন : Smug শোনা কথায় কান দিতে নেই Smug জলদি প্যান্টি ওকে দিয়ে দিন Tongue ওর ঠান্ডা লাগতেচে Smug Tongue phbbbbt Smug
348108
০১ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:২৯
ইয়াফি লিখেছেন : ভালো লাগলো
০২ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২০
289064
নাবিক লিখেছেন : ধন্যবাদ Rose
348111
০১ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
আমার প্রিয় পাখি হলো মুরগি,হাঁস ও কবুতর। বিশেষ করে রোষ্ট অবস্থায়!!
০২ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২১
289065
নাবিক লিখেছেন : ধন্যবাদ খাদক ভাইয়া Rolling on the Floor
348122
০১ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
শেখের পোলা লিখেছেন : একেবারে খাসা হয়েছে৷ধন্যবাদ৷
০২ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৪
289066
নাবিক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।।
১০
348134
০১ নভেম্বর ২০১৫ রাত ০৯:৫৫
হতভাগা লিখেছেন :


এটাও পাখি
০২ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০০
289070
নাবিক লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor এই পাখির কথা তো ভুলেই গেছিলাম।
১১
348142
০২ নভেম্বর ২০১৫ রাত ১২:১৪
আফরা লিখেছেন : আপনার তোলা ছবিটা খারাপ হয় নাই ।ধন্যবাদ নাবিক ভাইয়া ।
০২ নভেম্বর ২০১৫ দুপুর ০২:০৫
289071
নাবিক লিখেছেন : আপনাকেও অন'নেক ধন্যবাদ Happy
১২
348156
০২ নভেম্বর ২০১৫ রাত ০২:৩৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

কাক যে বুদ্ধিতে শ্রেষ্ঠ তা আমরা আদম আঃ এর পুত্রদ্বয়ের ঘটনা থেকেও জানি! তবে আপনি কিন্তু বাদুড় এর একখানা ছবিও দেন নাই! Tongue
দল বেধে ওড়ার সময় পাখিরা অনেক সময় ভি বিন্যাসে থাকে। এর কারণ হলো এভাবে উড়লে ওদের শক্তি সঞ্চয় হয়।
এর আরেকটি ব্যাখ্যা আছে- এই ভি এর সবার প্রথমে থাকে ওদের দলনেতা এবং সবশেষে থাকে প্রহরী পাখি! কোনো কারণ বশতঃ কোনো পাখি দল ছুট বা হারিয়ে বা অসুস্থ হয়ে পড়লে প্রহরী পাখি ছুটে তা খোঁজ নেয় এবং ফিরে এসে দলপতি কে জানায়!





এটা গ্রামের বাড়ি থেকে ফেরার পথে তুলেছি!

ফাটাফাটি পাখি পোস্টের জন্য শুকরিয়া। পরের বার কি মাছ পোস্ট দিবেন? Day Dreaming
০২ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১১
289072
নাবিক লিখেছেন : নতুন তথ্য এবং সুন্দর ছবিটি কমেন্টে শেয়ার করার জন্য খুব করে ধন্যবাদ জানবেন আপু। পরের বার হাম্বারে নিয়া পোস্ট দিমু। Happy
১৩
348160
০২ নভেম্বর ২০১৫ রাত ০৩:৫৪
কাহাফ লিখেছেন : দৃষ্ট নন্দন ছবি ব্লগ আয়োজনে অনেক অনেক ধন্যবাদ!!
০২ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৪
289073
নাবিক লিখেছেন : আপনিও ধন্যবাদ নিবেন Happy
১৪
348201
০২ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪৫
দ্য স্লেভ লিখেছেন : অসাধারন সব পাখি। কবুতর আমার খুব ভালো লাগে,মানে এর রোস্ট। আর মুরগী,হাস,রাজহাস,খাওয়ার মত সব পাখিই খুব ভালো লাগে।
০২ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৬
289074
নাবিক লিখেছেন : আপনিও তো দেখি পক্ষি খাদক Rolling on the Floor ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File