★★★ ছড়াটা আবার মনে করিয়ে দিলাম ★★★
লিখেছেন লিখেছেন নাবিক ৩০ অক্টোবর, ২০১৫, ০৭:৩৬:০০ সকাল
ছড়াটা আবার মনে করিয়ে দেয়ার কারণ হলো আপনারা খুব আলসে হয়ে যাচ্ছেন। এটা কিন্তু ভালো কথা নয়। সবাইকে খুকু মনির মতো খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে।
খুব সকালে ঘুম থেকে উঠার উপকারীতা কিন্তু ম্যালা! (কী কী উপকার সেইটা জানার জন্য গুগল মামার লগে দেখা করে আসেন)
আর জানেনই তো "সকাল সকাল উঠে যারা জ্ঞানী-গুণী হয় তারা।"
(নাবিক খুব সকাল সকাল ঘুম থেকে উঠে, তাই তো সে অনেক জ্ঞানী হয়া যাচ্ছে)
আমাদের দেশে আরেকটা প্রবাদও তো আছে, "সকাল বেলার হাওয়া পাঁচ'শ টাকারা দাওয়া।" মানে সকাল বেলার মিষ্টি হাওয়াটা আপনার জন্য পাঁচ'শ টাকার ঔষধের মতো কাজ করবে।
তাই অলসতা না করে ঘুম থেকে উঠে পড়ুন খুব সকালে।।।
বিষয়: বিবিধ
১৯৮২ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি তো রাত ধরেই জাগে থাকি,তাই ভোরে উঠার টেনশন নাই আমার!
৩৬৫ দিনই এভাবে চলে আমার!
বরং আমরা বলতে পারি মুয়াজ্জিন যখন ফজরের আযানের ধ্বনি শোনান তখন যেনো উঠে যাওয়ার অভ্যাস করি- ফরজ সালাত আদায় হলো আবার স্বাস্থ্য সুরক্ষা ও হলো!
শুকরিয়া ছোটো বেলার কবিতাটা আরো একবার স্মরণে এনে দেয়ার জন্য
ধন্যবাদ নাবিক ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন