আত্মহত্যার বন
লিখেছেন লিখেছেন নাবিক ২৬ অক্টোবর, ২০১৫, ০৯:২৫:৫৭ রাত
অওকিগাহারা, জাপানের ফুজি পর্বতমালার উত্তর-পশ্চিমে অবস্থিত ৩৫ বর্গ কিলোমিটারের একটি বন। এটিসি অব ট্রিজ অথবা গাছের সমুদ্রনামেও বনটি পরিচিত। কিছু অদ্ভুত পাথর এবং কোনো প্রাণের অস্তিত্ত না থাকাতে সব সময় সুনসান নীরব এ বনটি পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।
জাপানি পুরান মতে, এ বনে প্রেতাত্মারা ঘুরে বেরায় এবং এটি আত্মহত্যা করার জায়গা হিসেবে বিবেচিত। এই বন থেকে প্রতি বছর একশ'র বেশি মৃতদেহ উদ্ধার করা হয়।
বনটি জাপানিদের কাছে আত্মহত্যার সবচেয়ে জনপ্রিয় জায়গা এবং পুরু পৃথিবিতে দ্বিতীয়। আত্মহত্যার জন্য আমেরিকার সান ফ্রন্সিসকোর গোল্ডেন ব্রিজ এর পরেই এর অবস্থান।
হিসাবমতে প্রতিবছর এখানে গড়ে ১০০ জন মানুষ আত্মহত্যা করে।
১৯৫০ সাল থেকে এ পর্যন্ত ৫শ’র মতো জাপানি এখানে আত্মহত্যা করেছে।
কেবল ২০০২ সালেই ৭৮টি মৃতদেহ উদ্ধার করা হয় এখান থেকে, যা ১৯৯৮ সালের উদ্ধার করা ৭৪ জন এর চেয়ে বেশি।
২০০৩ সালের দিকে আত্মহত্যার হার ১০০ এর বেশি হয়ে যায় এবং তার পর থেকে জাপানি সরকার আত্মহত্যার হার প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। ২০০৪ সালে ১০৮ জন লোক এখানে আত্মহত্যা করে, ২০১০ সালে ২৪৭ জন লোক আত্মহত্যার চেষ্ঠা করে যার মধ্যে ৫৪ জনকে মৃত উদ্ধার করা হয়। মার্চের সময় আত্মহত্যার হার বেরে যায় এই বনে।
২০১১ সালের দিকে যারা আত্মহত্যা করেছে তাদের অধিকাংশ ফাঁসি অথবা বেশি পরিমানে মাদক নিয়ে আত্মহত্যা করেছে।
১৯৭০ সালে পুলিস, সেচ্ছাসেবক ও সাংবাদিকদের নিয়ে একটি দল গঠন করা হয়েছিল যাদের কাজ ছিল বন থেকে মৃতদেহগুলো খুজে বের করা এবং লোকজনকে আত্মহত্যায় অনুৎসাহিত করা।
১৯৬০ সালে সাইকো মাটসুমোটো নামক এক জাপানি লেখকের "টাওয়ার অফ ওয়েবস" নামে একটি উপন্যাস প্রকাশের পর থেকেই এখানে এসে আত্মহুতির প্রবনতা বেড়ে যায়।
এই উপন্যাসের দুটি চরিত্র এই বনে এসে আত্মহত্যা করেছিল। এর পর থেকে জাপানিরা "অওকিগাহারা" বনে এই আশায় আত্মহুহি দেয় যে পরবর্তিতে তাদের সন্তানেরা ভালোভাবে চলতে পারবে!!!
♥♥ উইকিপিডিয়া থেকে কালেক্ট করা।
বিষয়: বিবিধ
১৪৯৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু বনটাতে কোন পশুপাখি কেন নাই তার কি কারন জানা যায়?
মন্তব্য করতে লগইন করুন