♥♥♥ এক কাপ চা... (লিরিক্স) ♥♥♥
লিখেছেন লিখেছেন নাবিক ২১ অক্টোবর, ২০১৫, ০৫:৪১:১৩ বিকাল
শয্যায় এলোমেলো জেগে ওঠা প্রভা
ক্লান্তির গুঞ্জনে, এক কাপ চা,
বিষণ্ণ গাঢ় রোদ ভরা নীলিমা
অপাঙ্গ দেহ সুখে, এক কাপ চা।
উস্কখুস্ক মন ভেজা কুয়াশা
কবিতার বই খুলে, এক কাপ চা,
আধারের কাল জলে যুগল ছায়া
ভেজা ভেজা আঁখি খুলে, এক কাপ চা।
শ্রাবণ বরষা মনে রোদ্র আশা
স্বপ্ন পেয়ালা ভরা, এক কাপ চা,
মগ্ন চেতনা মাঝে যখনি দূরাশা
ব্যাকুল এই মন চায়, এক কাপ চা.....।।।
বিষয়: বিবিধ
৩১২৬ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগিং এ হরেক মন্তব্য, নানান গল্প খোশ
পড়তে পড়তে মজার কাব্য -ছড়া
তৃপ্তির চুমুক, কাপে এক কাপ চা!
শুকরিয়া, আপনার কবিতা এতো চমৎকার যে আমার কঠিব নারিকেল মাথা কয় লাইন পদ্য মিলিয়ে ফেললো
অসাধারণ হয়েছে আপনার পদ্য, অনেক ধন্যবাদ।
চিনি মুক্ত চা হবে?
দারু চিনি দিয়ে এক কাপ চা দেন। ভালো লাগল,ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন