ভাদ্রের দুপুরে
লিখেছেন লিখেছেন নাবিক ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:০৮:৩৯ সন্ধ্যা
গরমে হাঁসফাঁস ভাদ্রের দুপুরে,
ঝপাঝপ দেই লাফ কালুদের পুকুরে।
তাল গাছ আছে এক পুকুরের ওপারে, নেবো তাল, খাবো খুব হবে কতো মজারে!
.
চুপিচুপি যেতে হবে তাল গাছ তলেরে,
কালু শেখ দেখে নিলে ধরে দিবে ডলারে।
বেল মাথা, পড়লে তাল নেই আর বাঁচারে, সাবধানে বাছাধন এই হলো কথারে।
.
যেই তাল ধরেছি দিলো হাঁক কুকুরে,
তাল রাখ, এইবার প্রাণ নিয়া পালারে।
আমি ছুটি দিশেহারা কুকুর আসে পিছেরে,
কান ধরি তওবা করি বাঁচাও আমায় খোদারে।
বিষয়: বিবিধ
১২২৮ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চুরি, তাল, পুকুর, কুকুর ....
সবই তো দেখি "চুরি"র কবলে
সেকি বাস করলে তাড়া, বলিথাম একটু দাঁড়া৷
হা হা প্রান খুলে মাস্তি
হে হে হে আর তাল চুরি করবেন
মন্তব্য করতে লগইন করুন