Good Luck Rose Good Luck দানশীল তালহা Good Luck

লিখেছেন লিখেছেন নাবিক ২২ আগস্ট, ২০১৫, ১১:৪১:৪৫ সকাল



হযরত তালহা বিন

উবাইদুল্লাহ (রাঃ)

ছিলেন একজন

বিত্তশালী

ব্যবসায়ী। কিন্তু

সম্পদ পুঞ্জীভূত

করার লালসা তার

ছিলোনা। তার

দানশীলতার বহু

কাহিনী ইতিহাসে

পাওয়া যায়। ইতিহাসে

তাকে “দানশীল

তালহা” বলে উল্লেখ

করা হয়েছে।

একবার

হাদরামাউত থেকে

সত্তর হাজার দিরহাম

এলো তার হাতে। রাতে

তিনি বিমর্ষ এবং

উৎকন্ঠিত হয়ে

পড়লেন। তার স্ত্রী

হযরত আবু বকর

রাদিয়াল্লাহু আনহু এর

কন্যা উম্মু কুলসুম

স্বামীর এ অবস্থা

দেখে জিজ্ঞেস

করলেনঃ

— আবু মুহাম্মাদ,

আপনার কী হয়েছে?

মনে হয় আমার কোন

আচরণে আপনি কষ্ট

পেয়েছেন।

— না, একজন মুসলমান

পুরুষের স্ত্রী হিসেবে

তুমি বড় চমতকার।

কিন্তু সেই সন্ধ্যা

থেকে আমি চিন্তা

করছি, এত অর্থ ঘরে

রেখে ঘুমালে একজন

মানুষের তার

পরওয়ারদিগারের

প্রতি কীরূপ ধারণা

হবে?

— এতে আপনার বিষণ্ণ

ও চিন্তিত হওয়ার কী

আছে? এত রাতে

গরীব-দুখী ও আপনার

আত্মীয় পরিজনদের

কোথায় পাবেন? সকাল

হলেই বন্টন করে

দেবেন।

— আল্লাহ তোমার ওপর

রহম করুন। একেই বলে,

বাপ কি বেটী।

পরদিন সকালবেলা

ভিন্ন ভিন্ন থলি ও

পাত্রে সকল দিরহাম

ভাগ করে মুহাজির ও

আনসারদের গরীব

মিসকীনদের মধ্যে

তিনি বন্টন করে দেন।

তার দানশীলতা

সম্পর্কে অপর একটি

ঘটনা বর্ণিত হয়েছে।

এক ব্যক্তি হযরত

তালহার নিকট এসে

তার সাথে

আত্মীয়তার

সম্পর্কের কথা

উল্লেখ করে কিছু

সাহায্য চাইলো। তালহা

বললেনঃ অমুক স্থানে

আমার একখন্ড জমি

আছে। উসমান ইবনে

আফফান উক্ত জমির

বিনিময়ে আমাকে তিন

লাখ দিরহাম দিতে

চান। তুমি ইচ্ছে করলে

সেই জমিটুকু নিতে

পারো বা আমি তা

বিক্রি করে তিন লাখ

দিরহাম তোমাকে দিতে

পারি। লোকটি মূল্যই

নিতে চাইলো। তিনি

তাকে বিক্রয়লব্ধ

সমুদয় অর্থ দান

করে দিলেন।

বিষয়: বিবিধ

১৩৪২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337481
২২ আগস্ট ২০১৫ দুপুর ১২:২১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভাই নাবিক অত্যন্ত সুন্দর ও শিক্ষনীয় দুইটি ঘটনা লিখেছেন! ভালোলাগার সাথে সাথে এখানে শিক্ষনীয় কয়েকটি বিষয় আছে যা আমাদের জন্যে উপদেশও বটে! ভাই নাবিক, আল-কোরআনের আয়াত, প্রিয় নবী (সঃ) এর হাদীস, ও সাহাবা (আঃ) গণের ঘটনা লিখলে প্রথমে যে বিষটি উল্লেখ করবেন তা হলো রেফারেন্স উল্লেখ দিবেন! এতে আপনার লেখার মাণ বৃদ্ধি পাবে! আমি কি ভুল বলেছি?
২২ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৬
279179
নাবিক লিখেছেন : না আপু, আপনি ভুল বলেননি আগামীতে বিষয়টা আমি মাথায় রাখার চেষ্টা করবো। সুন্দর পরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু....
337495
২২ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩২
আফরা লিখেছেন : দান করতে আমার খুব ভাল লাগে । খুব ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।
২২ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৭
279177
নাবিক লিখেছেন : এটাতো খুব ভালো কথা। মন্তব্যটির জন্য ধন্যবাদ আফরা


আচ্ছা আফরা নামের অর্থটা কি?
২২ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৭
279180
আফরা লিখেছেন : আফরা অর্থ শুভ্র মানে সাদা । আমার নাম আফরা সাইয়ারা মানে হল শুভ্র তারা বা সাদা তারা ।

আমার নামটা খুব সুন্দর তাই না ভাইয়া ।
২২ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫১
279184
নাবিক লিখেছেন : হুম অনেক সুন্দর Awesome....
আফরা সাইয়ারা শুনতে বেশ ভালো লাগে।
337510
২২ আগস্ট ২০১৫ দুপুর ০২:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪১
279181
নাবিক লিখেছেন : আপনাকে ধন্যবাদ
337663
২৩ আগস্ট ২০১৫ রাত ০১:১৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লেখা থেকে মনযোগ সরে যাচ্ছিল!! পদ্যের মত তাই.....! গোছিয়ে গদ্য আকারে লিখলে ভালো হয়। ধন্যবাদ।
২৩ আগস্ট ২০১৫ সকাল ০৫:৫৯
279321
নাবিক লিখেছেন : ধন্যবাদ, আপনার কথাটা মনে থাকবে ইনশাল্লাহ...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File