আমি, হাসনাহেনা এবং পরী
লিখেছেন লিখেছেন নাবিক ০২ আগস্ট, ২০১৫, ১০:৪১:০৬ রাত
সবাই বারণ করবার পরেও আমার রুমের উত্তর পাশের জনালার ধারে একটা হাসনাহেনা গাছ লাগিয়ে ছিলাম। এবার গাছ ভরে সেটায় ফুল এসেছে। সন্ধ্যার পর চারদিকে হাসনাহেনার মাতাল করা ঘ্রাণ ছড়িয়ে পরে। অদ্ভুত এক আবেশে তখন বন্ধ হয়ে আসতে চায় চোখের পাতা দুটো।
এই গাছটা নিয়ে মায়ের সাথে আমার প্রতিদিন-ই কথা কাটাকাটি হয়। মায়ের বিশ্বাস এই ফুলের ঘ্রাণে আকাশ থেকে পরী নেমে আসে। এবং পরীরা যে কোনো সময় আমাকে তাদের দেশে নিয়ে চলে যেতে পারে। মায়ের এমন কথা শুনে আমি শুধু মুচকি হাসি।
রাগত্ব স্বরে মা তখন বলেন, বোকা ছেলে! এই গাছ কেউ বাড়ীতে লায়াগ? যেদিন সত্যি সত্যি পরী এসে তোরে নিয়া যাবে, সেদিন বুঝবি।
আমি তখন বলি, আমিতো শোনেছি পরীরা শুধু দেখতে সুন্দর ছেলেদের ওদের দেশে নিয়ে যায়। আমিতো এতো সুন্দর না, তাই আমাকে নিবে না।
মা তখন হেসে দিয়ে বলেন, হু বলেছে তোকে, তুই তো আমার রাজপুত্তুর! লক্ষী বাপ আমার, এই গাছটা কেটে ফেল। অন্য কতো ফুল গাছই তো আমাদের বাড়ীতে আছে।
মায়ের বিশ্বাসটা সত্যি না মিথ্যা জানিনা। তবে আমার কিন্তু সত্যি সত্যি পরীর দেশে যেতে খুউব ইচ্ছে করে।
হঠাত্ একদিন ওদের ওখানে চলে যেতে পারলে মন্দ হতোনা!
পরী বিষয়ক একটা ছড়া মনে পরেছেঃ
স্বপ্ন রাজার আমন্ত্রনে
স্বপন পুরে যাই,
সেথায় গিয়ে স্বপ্নে দেখা
পরীর দেখা পাই।
.
স্বপ্ন পরী আমায় বলে
আমায় খুবি চায়,
তাইতো সে-যে স্বপ্নে আসে
আমার শীতল ছায়।
.
স্বপ্ন পরীর ডানায় করে
স্বপন পুরে ভ্রমন,
স্বপ্ন পরী আমার হবে
স্বপ্ন রাজার সমন।
.
শুনে আমি আত্মহারা
পরীর মুখে হাসি,
পরী তোরে ছাড়বোনা আর
তোরেই ভালোবাসি।
.
স্বপ্ন রাজার পাইক পেয়াদা
দিচ্ছে খুবই মান,
আমায় পেয়ে স্ব-পনো রাজা
খুশীতে আটখান।
.
হটাৎ শুনি স্বপ্ন পরী
স্বপ্ন রাজার মেয়ে,
স্বপ্ন রাজা অনেক খুশি
মোদের হবে বিয়ে।
.
স্বপ্ন পরী আমায় নিয়ে
মায়ার মন্ত্র ফুঁকে,
মন্ত্রে মুগ্ধ আমার কাছে
পরীর মায়া বুকে।
.
স্বপ্ন পরীর বাসর সাজে
আমি হলাম বর,
এমন সময় কে ডেকে যায়
শরীর থরো-থর।
.
আম্মু ডাকে ঘুম থেকে উঠ
অনেক হলো ঘুম,
স্বপ্নে থাকা স্বপ্ন পরী
তোর কপালেই চুম।
বিষয়: বিবিধ
৫২৫৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই ফুল গুলো আপনার জন্য।
হুম এই পরীটা গতকাল রাতে আমাকে নিয়ে যেতে এসেছিলো কিন্তু আমি যাইনি।
চমৎকার কল্পনা।
পরি পাইলে বিয়ে করে নিবেন
মন্তব্য করতে লগইন করুন