Rose আমি, হাসনাহেনা এবং পরী

লিখেছেন লিখেছেন নাবিক ০২ আগস্ট, ২০১৫, ১০:৪১:০৬ রাত



সবাই বারণ করবার পরেও আমার রুমের উত্তর পাশের জনালার ধারে একটা হাসনাহেনা গাছ লাগিয়ে ছিলাম। এবার গাছ ভরে সেটায় ফুল এসেছে। সন্ধ্যার পর চারদিকে হাসনাহেনার মাতাল করা ঘ্রাণ ছড়িয়ে পরে। অদ্ভুত এক আবেশে তখন বন্ধ হয়ে আসতে চায় চোখের পাতা দুটো।



এই গাছটা নিয়ে মায়ের সাথে আমার প্রতিদিন-ই কথা কাটাকাটি হয়। মায়ের বিশ্বাস এই ফুলের ঘ্রাণে আকাশ থেকে পরী নেমে আসে। এবং পরীরা যে কোনো সময় আমাকে তাদের দেশে নিয়ে চলে যেতে পারে। মায়ের এমন কথা শুনে আমি শুধু মুচকি হাসি।

রাগত্ব স্বরে মা তখন বলেন, বোকা ছেলে! এই গাছ কেউ বাড়ীতে লায়াগ? যেদিন সত্যি সত্যি পরী এসে তোরে নিয়া যাবে, সেদিন বুঝবি।

আমি তখন বলি, আমিতো শোনেছি পরীরা শুধু দেখতে সুন্দর ছেলেদের ওদের দেশে নিয়ে যায়। আমিতো এতো সুন্দর না, তাই আমাকে নিবে না।

মা তখন হেসে দিয়ে বলেন, হু বলেছে তোকে, তুই তো আমার রাজপুত্তুর! লক্ষী বাপ আমার, এই গাছটা কেটে ফেল। অন্য কতো ফুল গাছই তো আমাদের বাড়ীতে আছে।

মায়ের বিশ্বাসটা সত্যি না মিথ্যা জানিনা। তবে আমার কিন্তু সত্যি সত্যি পরীর দেশে যেতে খুউব ইচ্ছে করে।

হঠাত্‍ একদিন ওদের ওখানে চলে যেতে পারলে মন্দ হতোনা!

পরী বিষয়ক একটা ছড়া মনে পরেছেঃ

স্বপ্ন রাজার আমন্ত্রনে

স্বপন পুরে যাই,

সেথায় গিয়ে স্বপ্নে দেখা

পরীর দেখা পাই।

.

স্বপ্ন পরী আমায় বলে

আমায় খুবি চায়,

তাইতো সে-যে স্বপ্নে আসে

আমার শীতল ছায়।

.

স্বপ্ন পরীর ডানায় করে

স্বপন পুরে ভ্রমন,

স্বপ্ন পরী আমার হবে

স্বপ্ন রাজার সমন।

.

শুনে আমি আত্মহারা

পরীর মুখে হাসি,

পরী তোরে ছাড়বোনা আর

তোরেই ভালোবাসি।

.

স্বপ্ন রাজার পাইক পেয়াদা

দিচ্ছে খুবই মান,

আমায় পেয়ে স্ব-পনো রাজা

খুশীতে আটখান।

.

হটাৎ শুনি স্বপ্ন পরী

স্বপ্ন রাজার মেয়ে,

স্বপ্ন রাজা অনেক খুশি

মোদের হবে বিয়ে।

.

স্বপ্ন পরী আমায় নিয়ে

মায়ার মন্ত্র ফুঁকে,

মন্ত্রে মুগ্ধ আমার কাছে

পরীর মায়া বুকে।

.

স্বপ্ন পরীর বাসর সাজে

আমি হলাম বর,

এমন সময় কে ডেকে যায়

শরীর থরো-থর।

.

আম্মু ডাকে ঘুম থেকে উঠ

অনেক হলো ঘুম,

স্বপ্নে থাকা স্বপ্ন পরী

তোর কপালেই চুম।



বিষয়: বিবিধ

৫২৫৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333252
০২ আগস্ট ২০১৫ রাত ১০:৫৯
আবাবীল লিখেছেন : আমিও শুনছি পরীরা সুন্দর সুন্দর পোলাদেরকে কিডন্যাপ কইরা তাদের দেশে নিয়া যায় এবং বিয়া করে Tongue একটু সাবধাণে থাইকেন।
০৩ আগস্ট ২০১৫ সকাল ১০:২৭
275443
নাবিক লিখেছেন : ঠিকাছে Talk to the hand
333256
০২ আগস্ট ২০১৫ রাত ১১:০৮
রক্তলাল লিখেছেন : কত দিন হাসনাহেনার ঘ্রান পাইনা Happy
০৩ আগস্ট ২০১৫ সকাল ১০:২৯
275447
নাবিক লিখেছেন : ওহো.... এই ফুলের ঘ্রাণটা কিন্তু সত্যই awesome.
০৩ আগস্ট ২০১৫ রাত ১০:৫৪
275570
নাবিক লিখেছেন :
এই ফুল গুলো আপনার জন্য।
০৩ আগস্ট ২০১৫ রাত ১১:৪৩
275571
রক্তলাল লিখেছেন : Happy অনেক ধন্যবাদ নাবিক ভাই
333270
০২ আগস্ট ২০১৫ রাত ১১:৫৫
আফরা লিখেছেন : পরী আসবে না সাপ আসবে আপনাকে কামড় দিবে কিন্তু ভাইয়া সাবধানে থাকবেন ।
০৩ আগস্ট ২০১৫ সকাল ১০:৩১
275448
নাবিক লিখেছেন : হু এই কথাটাও অনেকে বলে, তবে আমি কিন্তু কোনো দিন গাছের আশেপাশে সাপ দেখি নাই। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
333307
০৩ আগস্ট ২০১৫ সকাল ০৭:২১
নাবিক লিখেছেন :
হুম এই পরীটা গতকাল রাতে আমাকে নিয়ে যেতে এসেছিলো কিন্তু আমি যাইনি। Big Grin
০৩ আগস্ট ২০১৫ সকাল ০৭:৫৮
275423
আবাবীল লিখেছেন : আমিতো আগেই কইছিলাম
333313
০৩ আগস্ট ২০১৫ সকাল ০৮:০৬
ছালসাবিল লিখেছেন : পরী বলতে কিচচু নেই Smug Smug লেডিস জীন আছে Tongue লেডিস জীন কিন্তু ভয়ানক রকমের শক্তিশালী হয় Big Grin Big Grin Cook Hot
০৩ আগস্ট ২০১৫ সকাল ১০:৩৩
275449
নাবিক লিখেছেন : তাই....? লেডিস জিন দেখতে নাকি ওনেক ফাইন হয়? Tongue
০৩ আগস্ট ২০১৫ সকাল ১১:২৪
275462
ছালসাবিল লিখেছেন : Smug Smug কিল+ঘুশি মারলে বুঝবেন কতধানে কত চাল Tongue Tongue Rolling on the Floor
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩৪
275513
নাবিক লিখেছেন : :Thinking সত্যিই তো।
333339
০৩ আগস্ট ২০১৫ সকাল ১০:২৫
ঝিঙেফুল লিখেছেন : ভালো লাগলো Rose
০৩ আগস্ট ২০১৫ সকাল ১০:৩৫
275450
নাবিক লিখেছেন : আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।।
333380
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩১
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
চমৎকার কল্পনা।
পরি পাইলে বিয়ে করে নিবেন Bee Bee Rolling on the Floor Rolling on the Floor
০৩ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৭
275541
নাবিক লিখেছেন : হ আমারতো সেই রকমি ইচ্ছা Big Grin
333407
০৩ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০৩
০৩ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৬
275540
নাবিক লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ
333524
০৪ আগস্ট ২০১৫ সকাল ০৯:৪৬
ফাতিমা মারিয়াম লিখেছেন : সুন্দর লিখা Rose
০৪ আগস্ট ২০১৫ সকাল ১০:৩২
275596
নাবিক লিখেছেন : ধন্যবাদ আপু, ভালো থাকবেন।
১০
335076
১১ আগস্ট ২০১৫ সকাল ০৯:৪৬
ইকবাল হোছাইন পরশ লিখেছেন : ইস!কবে যে পরী ধরবে Big Grin
১১ আগস্ট ২০১৫ সকাল ১১:৪০
277089
নাবিক লিখেছেন : দোয়া করেন ভাই Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File