এবার বধ আফ্রিকাও!
লিখেছেন লিখেছেন নাবিক ১৬ জুলাই, ২০১৫, ০৩:৩৩:৫২ রাত

ঈদের আগেই বাঙ্গালী জাতিকে ঈদের খুশি এনে দিলো জাতীয় দলের ক্রিকেটাররা। চট্রগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের ৩য় ম্যাচে তারা ৯উইকেটে হারিয়ে দিলো ক্রিকেট জায়ান্ট সাউত আফ্রিকাকে। সেই সাথে ২-১ এ জিতে নিলো ওয়ানডে সিরিজ।
আজ বাংলাদেশ বোলিং-ব্যাটিং উভয় দিকেই পরিষ্কার ব্যাবধানে এগিয়ে ছিলো সফরকারী দল থেকে। বোলিং এ সাকিব আল হাসান ৩৩ রানে ৩ উইকেট দখল করেন। একি সাথে ২য় বাংলাদেশী হিসেবে ওয়ানডে ক্রিকেটে তিনি অর্জন করেন ২০০উইকেট। পরে অধিনায়ক মাশরাফিও ওয়ানডেতে ২০০উইকেট শিকারী ক্লাবে প্রবেশ করেন।
ব্যাটিং এ অনবদ্য ইনিংস খেলেন তামিম এবং সৌম্য সরকার। দু'জনেই তুলে নেন অর্ধশত রান তামিম ৬১রানে নটআউট থাকলেও সৌম্য ৯০রানের ঝকঝকে এক ইনিংস খেলে তাহিরের বলে সাজঘরে ফেরেন। ম্যান অব'দা ম্যাচ এবং ম্যান অব'দা সিরিজ নির্বাচিত হন সৌম্য সরকার।
এ জয়ে টিম টাইগার্সকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ৯ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ঠিকাছে
টিক
মন্তব্য করতে লগইন করুন