বাংলাদেশ ক্রিকেটের স্বপ্নযাত্রা
লিখেছেন লিখেছেন আমিন লস্কর ০৭ জুলাই, ২০১৫, ০৯:২৮:১৩ রাত
আজ বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে।এতে অনেকেই হয়ত বেদনাহত।কিন্তু আমরা যারা ২০০০-২০০৪ বাংলাদেশ ক্রিকেটের হতাশার সময়টা দেখেছি,তাদের জন্য এরকম হার মোটেও বেদনাদায়ক নয়।একসময় বাংলাদেশ কেবল "ভাল" খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামত।অর্থাৎ, জয়ের কোন আশা করতো না।অথচ ঐ কঠিন দিনেও আমরা নিয়মিত খেলা দেখতাম।আশা করতাম বাংলাদেশ জিতবে।হারের বৃত্ত থেকে বের হবে।কিন্তু আমাদের আশা পূরণ হত না।তারপরও আমরা আশা ছাড়তাম না। এখন বাংলাদেশ শুধু "ভাল" খেলার লক্ষ্য নিয়ে নয়,জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে।এবং নিয়মিত বিরতিতে বড় দলকে হারায়।তাই আমাদের উচিত অতিতের কথা স্মরণ করে তাদের অব্যাহত সমর্থন দেয়া।
বিষয়: বিবিধ
৬৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন