জীবন থেকে নেয়া ঘটনা এবং শিক্ষা!
লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ০৭ জুলাই, ২০১৫, ১০:৩০:৩৭ রাত
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি ঘটনা!
সেখানে একটি নতুন বিল্ডিং নির্মিত হচ্ছিল!একদিন ঐ নির্মাধীন ভবনের ৭ তলা থেকে এক নির্মান শ্রমিক, অসাবধানতার কারনে সরাসরি মাটিতে পড়ে যায়!সে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার মানুষ জন তার দিকে দৌড়ে আসে।সবাই ভাবতে থাকে, লোকটি হয়তো মারা গেছে! কিন্তু আশর্য্যের কথা হলো, সবাইকে অবাক করে দিয়ে লোকটি নিজ পায়ে দাড়িয়ে গেল!এবং সবাই খেয়াল করল, লোকটি অক্ষত রয়েছে!সামান্য আঘাত ছাড়া তার আর কিচ্ছু হয় নি।
এরকম অলৌকিক ভাবে বেচে যাবার পর, ঐ লোকটি এ ঘটনাকে উপলক্ষ্য করে তার সহকর্মীদের জন্য পার্টির আয়োজন করল!পার্টির জন্য পানীয় কেনার জন্য লোকটি রাস্তার বিপরীতে থাকা দোকানের দিকে যাচ্ছিল। রাস্তা পার হবার সময় লোকটি খুশিতে অন্যমনষ্ক হয়ে পড়েছিল। যার কারনে রাস্তায় গাড়ির দিকে খেয়াল না করে সে আপন মনে হেটে যাচ্ছিল!বিপরীত দিক থেকে দ্রুত বেগে এগিয়ে আসা একটি মাইক্রবাস ট তাকে চাপা দেয়!আর লোকটি সঙ্গে সঙ্গে মারা যায়!
আর একটি ঘটনা!
একদিন একজন শায়ক এক অসুস্থ ব্যক্তিকে তার বাড়িতে গেল!লোকটির অবস্থা ছিল মরনাপন্ন!শায়ক তার বাড়িতে গিয়ে অবাক হলেন।কারন এরকম একজন মরনাপন্ন মানুষের বাড়িতে ক্যাসেট প্লেয়ারে সৌদির প্রখ্যাত গায়িকা উম্মে কুলসুমের গান বাজতেছিল!শায়ক বিরক্ত হয়ে বাড়ির একজন কে বললেন, গান বন্ধ কর।তখন বাড়ির একজন গান বন্ধ করে কুরআন তেলওয়াত চালু করে দিল!
কিন্তু ঐ অসুস্থ ব্যক্তিটি বলল, কুরআন শুনতে আমার বিরক্ত লাগে! উম্মে কুলসুমের গান-ইেআমার অধিক বেশি ভাললাগে(!)
এ কথা বলার কিছুক্ষন পরই লোকটি মারা গেল!
উপরোক্ত ঘটনা দুটির, দুটি ভিন্ন শিক্ষা আছে!
শিক্ষা নং ১- প্রত্যেক মানুষই মারা যাবে। কিন্তু দুনিয়াতে তারা এমন করে বিচরন করছে যেন, এটাই তাদের চিরস্থায়ী আবাস স্থল!অথচ কয়েক কদম সামনেই তার জন্য মালাকউল মউত অপেক্ষা করছে।
শিক্ষা নং২- কিছু মানুষ মনে করেন, যৌবনে করব আমোদ ফুর্তি!বুড়ো হলে করবো আল্লাহ বিল্লাহ!কিন্তু সে সারাজীবন যে কাজের জন্য তার মূল্যবান সময় ব্যায় করেছে। শেষ বয়সে এসেও সেই কাজটি তার কাছে অধিক প্রিয় থাকবে।আল্লাহ নাম নেবার সম্বরন-ই থাকবে না।
আল্লাহপাক আমাদেরকে মৃত্যুকে স্মরনে রেখে জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন।আর আমাদের যৌবন কালের সময় গুলো যেন শুধু আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমীন।
বিষয়: বিবিধ
১২৪৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
বি.দ্র.প্রখ্যাত গায়িকা উম্মে কুলসুম সৌদির নয়, মিশরের গায়িকা।
দ্বিতীয়ত, শায়ক নয় শায়খ। হয়তো বানান ভুল কিন্তু দু জায়গায় একই বানান।
মন্তব্য করতে লগইন করুন