জীবন থেকে নেয়া ঘটনা এবং শিক্ষা!

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ০৭ জুলাই, ২০১৫, ১০:৩০:৩৭ রাত

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি ঘটনা!

সেখানে একটি নতুন বিল্ডিং নির্মিত হচ্ছিল!একদিন ঐ নির্মাধীন ভবনের ৭ তলা থেকে এক নির্মান শ্রমিক, অসাবধানতার কারনে সরাসরি মাটিতে পড়ে যায়!সে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার মানুষ জন তার দিকে দৌড়ে আসে।সবাই ভাবতে থাকে, লোকটি হয়তো মারা গেছে! কিন্তু আশর্য্যের কথা হলো, সবাইকে অবাক করে দিয়ে লোকটি নিজ পায়ে দাড়িয়ে গেল!এবং সবাই খেয়াল করল, লোকটি অক্ষত রয়েছে!সামান্য আঘাত ছাড়া তার আর কিচ্ছু হয় নি।

এরকম অলৌকিক ভাবে বেচে যাবার পর, ঐ লোকটি এ ঘটনাকে উপলক্ষ্য করে তার সহকর্মীদের জন্য পার্টির আয়োজন করল!পার্টির জন্য পানীয় কেনার জন্য লোকটি রাস্তার বিপরীতে থাকা দোকানের দিকে যাচ্ছিল। রাস্তা পার হবার সময় লোকটি খুশিতে অন্যমনষ্ক হয়ে পড়েছিল। যার কারনে রাস্তায় গাড়ির দিকে খেয়াল না করে সে আপন মনে হেটে যাচ্ছিল!বিপরীত দিক থেকে দ্রুত বেগে এগিয়ে আসা একটি মাইক্রবাস ট তাকে চাপা দেয়!আর লোকটি সঙ্গে সঙ্গে মারা যায়!

আর একটি ঘটনা!

একদিন একজন শায়ক এক অসুস্থ ব্যক্তিকে তার বাড়িতে গেল!লোকটির অবস্থা ছিল মরনাপন্ন!শায়ক তার বাড়িতে গিয়ে অবাক হলেন।কারন এরকম একজন মরনাপন্ন মানুষের বাড়িতে ক্যাসেট প্লেয়ারে সৌদির প্রখ্যাত গায়িকা উম্মে কুলসুমের গান বাজতেছিল!শায়ক বিরক্ত হয়ে বাড়ির একজন কে বললেন, গান বন্ধ কর।তখন বাড়ির একজন গান বন্ধ করে কুরআন তেলওয়াত চালু করে দিল!

কিন্তু ঐ অসুস্থ ব্যক্তিটি বলল, কুরআন শুনতে আমার বিরক্ত লাগে! উম্মে কুলসুমের গান-ইেআমার অধিক বেশি ভাললাগে(!)

এ কথা বলার কিছুক্ষন পরই লোকটি মারা গেল!

উপরোক্ত ঘটনা দুটির, দুটি ভিন্ন শিক্ষা আছে!

শিক্ষা নং ১- প্রত্যেক মানুষই মারা যাবে। কিন্তু দুনিয়াতে তারা এমন করে বিচরন করছে যেন, এটাই তাদের চিরস্থায়ী আবাস স্থল!অথচ কয়েক কদম সামনেই তার জন্য মালাকউল মউত অপেক্ষা করছে।

শিক্ষা নং২- কিছু মানুষ মনে করেন, যৌবনে করব আমোদ ফুর্তি!বুড়ো হলে করবো আল্লাহ বিল্লাহ!কিন্তু সে সারাজীবন যে কাজের জন্য তার মূল্যবান সময় ব্যায় করেছে। শেষ বয়সে এসেও সেই কাজটি তার কাছে অধিক প্রিয় থাকবে।আল্লাহ নাম নেবার সম্বরন-ই থাকবে না।

আল্লাহপাক আমাদেরকে মৃত্যুকে স্মরনে রেখে জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন।আর আমাদের যৌবন কালের সময় গুলো যেন শুধু আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমীন।

বিষয়: বিবিধ

১২৪৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329047
০৭ জুলাই ২০১৫ রাত ১১:০৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
০৭ জুলাই ২০১৫ রাত ১১:২২
271261
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : শুকরিয়া।ইনশা আল্লাহ চেষ্ঠা করব।আপনাকেও ধন্যবাদ
329076
০৮ জুলাই ২০১৫ সকাল ০৬:০২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আসলে কর্ম জীবন এমনই কখন কি ভাবে ঘটনা দূর্ঘটনার মুখোমুখি পড়তে হয়!!! আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু
329117
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:২০
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।ঘটনা বা দূর্ঘটনা গুলোই আমাদেরকে নানা ভাবে সতর্ক করছে কিন্তু আমরা বুঝতে পারছি না। কারন আমরা দুনিয়ার মোহে অন্ধ হয়ে গেছি।মা আসসালাম....
329136
০৮ জুলাই ২০১৫ দুপুর ০২:০৩
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহপাক আমাদেরকে মৃত্যুকে স্মরনে রেখে জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন।আর আমাদের যৌবন কালের সময় গুলো যেন শুধু আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমীন।
০৯ জুলাই ২০১৫ রাত ০৪:৩১
271547
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : আমীন।সুম্মা আমীন।
329146
০৮ জুলাই ২০১৫ দুপুর ০৩:১৬
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
০৮ জুলাই ২০১৫ রাত ০৯:৪১
271486
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : বারাকাল্লাহ।আপনাকেও ধন্যবাদ।আসসলামু আলাইকুম
329296
০৯ জুলাই ২০১৫ দুপুর ১২:০৭
আবু আশফাক লিখেছেন : শিক্ষণীয় পোস্টের জন্য ধন্যবাদ।
বি.দ্র.প্রখ্যাত গায়িকা উম্মে কুলসুম সৌদির নয়, মিশরের গায়িকা।
দ্বিতীয়ত, শায়ক নয় শায়খ। হয়তো বানান ভুল কিন্তু দু জায়গায় একই বানান।
০৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:১১
271606
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : জাজাকাল্লাহ।ধন্যবাদ আপনাকে।
০৯ জুলাই ২০১৫ রাত ০৮:৪৬
271681
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : আমি জানতাম কুলসুম আরব দেশের গায়িকা!শায়খ বানান টা ভুল করে লিখেছি!ধন্যবাদ ভাই
329321
০৯ জুলাই ২০১৫ দুপুর ০২:২১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : জীবন থেকে নেয়া বা কাছে থেকে দেখা ঘটনার খুবই শিক্ষণীয়। ধন্যবাদ আপনাকে..
০৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:১২
271607
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : জাজাকাল্লাহ।আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File