কত বার বলেছি পিছনের অংশ দেখিয়ে...!!! ফিরে এসো বুকের মাঝে খেলায় খালায় ভরিয়ে দেব প্রাণ....!
লিখেছেন লিখেছেন পুরুষের কঙ্কাল ১৯ অক্টোবর, ২০১৫, ০৪:২৭:৪৮ বিকাল


এই এই এই....তোমাকে কতবার বলেছি
পেছনের অংশ দেখিয়ে এভাবে চলে যেওনা!
তুমি কি শুনছ? শুননি, নিজের হাতে
এ হূদয়ে তুলে দিলে বেদনা!!
![]()
তুমি চলে যাবার পর বিরহী মন
শুধু চিৎকার করে বলেছিল তুমি এসো ফিরে,
চিৎকার শুনার মত কান কি আছে তোমার?
মনটা ভরাতে চেয়েছিলাম একটু আদরে।
তোমার এ অবহেলা অযত্ন সইতে পারিনি
এই অশ্রুসজল চোখ তারই প্রমাণ।
ফিরে এসো বুকের মাঝে
খেলায় খালায় ভরিয়ে দেব প্রাণ।
কবির বাণী মেনে নাও (তুমি যাকে ভালোবাসো-
তার কাছে নয়, যাও তোমাকে যে ভালোবেসে তার কাছে,
ভালোবাসা দেয়ার চেয়ে পাওয়ার গুরুত্ব বেশি
ভালোবাসা হীন মানুষ কি করে বাঁচে??
![]()
ভালোবাসায় থাকে চাওয়া পাওয়া
রসিকজন করতে জানে রসিকতার মূল্যায়ন,
বুঝিনাহ্ কেন মানুষ মানুষকে
করতে চাইনা সহজে আপন.....!
![]()
আপন হতে চাই করে নাও আপন
তুলে নাও হূদয়ের গভীরে,
তোমার কাছে, তোমার পাশে, তোমায় ভালোবেসে
থাকতে চাই তোমার যত্ন ও পূর্ণ আদরে।
বিষয়: বিবিধ
১৫৬৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য





































পাঠকের মন্তব্য:
০ কঙ্কাল সাহেব আল্লাহকে ভয় করুন।
০ নিজেও চোখের জেনা করছেন অন্যদেরকেও করাচ্ছেন
০ এর ভাগ আপনিও পাবেন
০ পরীবারে সবার সামনে ব্লগ চালাতে গিয়ে লজ্জায় পড়তে হয়
০ নারীরা দুরে চলে যাবে এই ব্লগ থেকে
০ কতৃপক্ষর উচিত আপনাকে সতর্ক করা
০ আপনার হাতের আঙ্গুলে ও মাথার মগজে শয়তান কিলবিল করছে
০ শয়তানি ছেড়ে দিন
০ শালিনতার সাথে পোস্ট দিন
০ কথা খারাপ লাগলে কমেন্টস মুছে দিন
০ ছেড়াবেড়া অবস্থা
০ আল্লাহকে ভয় করুন। তিনি আপনার অন্তরের খবর জানেন। ভালো কাজে এগিয়ে আসুন, খারাপ কাজে পিছপা হউন ও সবাইকে সতর্ক করুন।
০ এখন মানেন অথবা না মানেন আপনার নিজের ব্যাপার। আপনার জন্য আল্লাহই যথেষ্ট।
উপদেশ কখন ফলপ্রসু হয় কঙ্কালসাহেব?
আমার ছবি ইসলাম অনুমোদন দেয়না... ঠিক কিন্তু আপনার পীরতন্ত্র ইসলাম অনুমোদন দেয়না।
সুতারাং এখানে ব্যবধান কি??
অপির চেয়ে আপনিও ব্লগের সুস্থ পরিবেশের জন্য কম হুমকি স্বরুপ নন
মন্তব্য করতে লগইন করুন