জেনে নিন কোন কোন সময় স্ত্রী সহবাস নিসিদ্ধ?

লিখেছেন লিখেছেন পুরুষের কঙ্কাল ১৮ অক্টোবর, ২০১৫, ০২:৫৫:০২ রাত



?

??

??

???

?????

প্রশ্নঃ কোন কোন সময় স্ত্রী সহবাস নিসিদ্ধ? শুনেছি অমবশ্যা ও পূর্ণিমার রাত্রিতে সহবাস করতে হয় না। এ কথা কি ঠিক?

উত্তর:- দিবারাত্রে স্বামী স্ত্রীর যখন সুযোগ হয়, তখনই সহবাস বৈধ। তবে শরীয়ত কর্তৃক নির্ধারিত কয়েকটি নিষিদ্ধ সময় আছে, যাতে স্ত্রী সম্ভোগ বৈধ নয়।

১। স্ত্রীর মাসিক অথবা প্রসবোত্তর খুন থাকা অবস্থায়। মহান আল্লাহ বলেছেন, “লোকে রাজঃস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি বল, তা অশুচি। সুতরাং তোমরা রাজঃস্রাবকালে স্ত্রীসঙ্গ বর্জন কর এবং যতদিন না তারা পবিত্র হয়, (সহবাসের জন্য) তাদের নিকটবর্তী হয়ো না। অতঃপর যখন তারা পবিত্র হয়, তখন তাদের নিকট ঠিক সেইভাবে গমন কর, যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাপ্রার্থীগণকে এবং যারা পবিত্র থাকে, তাঁদেরকে পছন্দ করেন।” (বাকারাহঃ ২২২)

আল্লাহ্‌র রাসুল (সঃ) বলেন, “যে ব্যক্তি তার ঋতুমতী স্ত্রী (মাসিক অবস্থায়) সঙ্গম করে অথবা কোন স্ত্রীর গুহ্যদ্বারে সহবাস করে, অথবা কোন গনকের নিকট উপস্থিত হয়ে (সে যা বলে তা) বিশ্বাস করে, সে ব্যক্তি মুহাম্মাদ (সঃ) এর অবতীর্ণ কুরআনের সাথে কুফরী করে।” (অর্থাৎ কুরআনকে সে অবিশ্বাস ও অমান্য করে। কারণ, কুরআনে এ সব কুকর্মকে নিসিদ্ধ ঘোষণা করা হয়েছে।) (আহমাদ ২/৪০৮, ৪৭৬, তিরমিযী, সহীহ ইবনে মাজাহ ৫২২ নং)

২। রমযানের দিনের বেলায় রোযা অবস্থায়। মহান আল্লাহ বলেছেন, “রোযার রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক।” (বাকারাহঃ ১৮৭)

আর বিদিত যে, রমযানের রোযা অবস্থায় সঙ্গম করলে যথারীতি তার কাফফারা আছে। একটানা দুইমাস রোযা রাখতে হবে, নচেৎ অক্ষম হলে ষাট জন মিসকীন খাওয়াতে হবে।

৩। হজ্জ বা উমরার ইহরাম অবস্থায়। মহান আল্লাহ বলেন, “সুবিদিত মাসে (যথাঃ শাওয়াল, যিলক্বদ ও যিলহজ্জে) হজ্জ হয়। যে কেউ এই মাস গুলোতে হজ্জ করার সংকল্প করে, সে যেন হজ্জ এর সময় স্ত্রী সহবাস (কোন প্রকার যৌনাচার), পাপ কাজ এবং ঝগড়া বিবাদ না করে।” (বাকারাহঃ ১৯৭)

এ ছাড়া অন্য সময়ে দিবারাত্রির যে কোন অংশে সহবাস বৈধ। (মুহাম্মাদ স্বালেহ আল-মুনাজ্জিদ)

দ্বীনী প্রশ্নোত্তর

যৌন জীবন

আবদুল হামীদ ফাইযী

বিষয়: বিবিধ

১৮৭৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346105
১৮ অক্টোবর ২০১৫ রাত ০৩:৫৭
কাহাফ লিখেছেন : বালেগ পোলা-মাইয়াদের সাদর আমন্ত্রণ!
অপ্রাপ্ত বয়স্করা কাছে না আসাই আপাততঃ ভাল!
জাযাকাল্লাহু খাইরান!
১৮ অক্টোবর ২০১৫ রাত ০৪:৫৩
287215
পুরুষের কঙ্কাল লিখেছেন : ধন্যবাদ Good Luck Good Luck Love Struck
346118
১৮ অক্টোবর ২০১৫ সকাল ১০:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:১৭
287260
পুরুষের কঙ্কাল লিখেছেন : আপনাকেওও ধন্যবাদ।
346124
১৮ অক্টোবর ২০১৫ সকাল ১১:১৮
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
১৮ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:১৮
287261
পুরুষের কঙ্কাল লিখেছেন : ধন্যবাদ। Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File