চিঠি......
লিখেছেন লিখেছেন পুরুষের কঙ্কাল ১২ জুলাই, ২০১৫, ০৪:২৮:৩৬ রাত
যখনই বসিয়া ভাবি
ব্লগে লেখার জন্য....!
প্রথম পাতায় সুযোগ
চেয়ে মন হয়েছে হন্য...!!!
টুডে ব্লগে হয়নি
আজো আমার ঠাঁই,
লেখা গুলো হচ্ছে
মন থেকে বিদায়!!!
সম্পাদক মন্ডলীর কাছে
আমার লেখার নেই দাম,
অপেক্ষার প্রহরী হয়ে চিঠি আসবে
বলে আশায় বসে ছিলাম।
দিন পুরিয়ে গেলো তবুও
এলোনা এখনো সেই চিঠি,
আশায় সিমানা বাড়িয়েছি
টুডে ব্লগকে বানাবো দুর্জয় ঘাটি।
বিষয়: বিবিধ
৮২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন