আমাদের দেশের শিক্ষা প্রতিষ্টান গুলো পাকা হলেও শিক্ষকরা পাকা নয়!
লিখেছেন লিখেছেন কক্সবাজারবাসী ২৯ জুন, ২০১৫, ১১:৫১:৫৮ সকাল
শিক্ষা প্রতিষ্টান হচ্ছে জাতি গঠনের কারখানা। এক সময় আমাদের শিক্ষা প্রতিষ্টান গুলো ছিল কাচা ঘরের কিন্তু তখন শিক্ষকা ছিল পাকা,তাদের মধ্যে ছিল দায়িত্বববোধ এখন শিক্ষা প্রতিষ্টান গুলো পাকা ঘর হয়েছে কিন্তু শিক্ষকরা প্রায় মেধাশুন্য কারন শিক্ষকদের বেতন কম হওয়ায় ভাল ছাত্ররা শিক্ষকতার মহান পেশায় আসতেছে না । এই জাতি কিভাবে সু শিক্ষয় শিক্ষত হ বে তা আমার বুঝে আসে না।
বিষয়: বিবিধ
৯১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন