তুমি যাকে ভালবাস তার চেয়ে যে তুমাকে ভালবাসে তাকে বিয়ে করাই উত্তম।

লিখেছেন লিখেছেন কক্সবাজারবাসী ২৮ জুন, ২০১৫, ০৬:৪৬:৫৮ সকাল

বিয়ে অনেক বড় একটি

সিদ্ধান্ত। হুটহাট বিয়ের

সিদ্ধান্ত আবেগের বশে

হয়তো নিয়ে নেয়া যায়

কিন্তু তা খুব বেশীদিন

টেকে না। কারণ বিয়ের

পরবর্তী জীবন শুধুমাত্র

আবেগ দিয়ে কাটে না।

বিয়ের পরের জীবনের জন্য

প্রয়োজন অনেক কিছুরই। তাই

যতোই মনে প্রানে

কাউকে ভালোবাসুন না

কেন মনে রাখবেন, কিছু গুণ

সঙ্গীর মধ্যে না থাকলে

আপনাদের আবেগের এই

বিয়ে বেশীদিন

টিকিয়ে রাখতে পারবেন

না। ভালোবাসা

জীবনের অংশ কিন্তু যখন

প্রয়োজন সামনে আসে তখন

ভালোবাসা তার সামনে

দাড়িয়ে থাকতে পারে

না বেশীক্ষণ। তাই তুমি যাকে ভালবাস তার চেয়ে যে তুমাকে ভালবাসে তাকে বিয়ে করা উচিত।

বিষয়: বিবিধ

১১৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File