মো্হাম্মদের প্রতি কাফের'দের চ্যালেঞ্জ................

লিখেছেন লিখেছেন অপি বাইদান ১২ অক্টোবর, ২০১৫, ১২:৪৮:৫০ দুপুর

নবী মোহাম্মদ নাকি আল্লার ইশারায় চাঁদকে দ্বিখন্ডিত করে ছিলেন!! এই বিজ্ঞানময় যুগে আহম্মক মুমিন মুসলিমরা এটাও অবলিলায় প্রচার করে।

অথচ মক্কাবাসী মোহাম্মদকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল তার একটিও তিনি পুরন করে দেখাতে পেরেন্নি।

কি সেই চ্যালেঞ্জ? দেখুন তাহলে-

(১৭:৮৯) আমি এ কুরআনে লোকদেরকে নানাভাবে বুঝিয়েছি কিন্তু অধিকাংশ লোক অস্বীকার করার ওপরই অবিচল থাকে৷

(১৭:৯০) তারা বলে, “আমরা তোমার কথা মানবো না যতক্ষণ না তুমি ভূমি বিদীর্ণ করে আমাদের জন্য একটি ঝরণাধারা উৎসারিত করে দেবে৷

(১৭:৯১) অথবা তোমার খেজুর ও আংগুরের একটি বাগান হবে এবং তুমি তার মধ্যে প্রবাহিত করে দেবে নদী-নালা৷

(১৭:৯২) অথবা তুমি আকাশ ভেংগে টুকরো টুকরো করে তোমার হুমকি অনুযায়ী আমাদের ওপর ফেলে দেবে৷ অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসবে৷

(১৭:৯৩) অথবা তোমার জিন্য সোনার একটি ঘর তৈরি হবে৷ অথবা তুমি আকাশে আরোহণ করবে এবং তোমার আরোহণ করার কথাও আমরা বিশ্বাস করবো না যতক্ষণ না তুমি আমাদের প্রতি একটি লিখিত পত্র আনবে, যা আমরা পড়বো৷” হে মুহাম্মাদ ! এদেরকে বলো, পাক-পবিত্র আমার পরওয়ারদিগার, আমি কি একজন বাণীবাহক মানুষ ছাড়া অন্য কিছু?


কাফের'দের এই চ্যালেঞ্জের মুখে আল্লাহ ও তার আল্লারুপি মোহাম্মদের করুণ আকুতি আবারো দেখুন---

"......এদেরকে বলো, পাক-পবিত্র আমার পরওয়ারদিগার, আমি কি একজন বাণীবাহক মানুষ ছাড়া অন্য কিছু?"

শেষমেষ নবী মোহাম্মদের ছেড়ে দে মা, কেঁদে বাঁচি দশা।

বিষয়: বিবিধ

১২৪০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345403
১২ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৩৮
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : প্রিয় অপি সালাম নিবেন....,আল্লাহর উপর আমার বিশ্বাস থেকে দোয়া করছি আল্লাহ আপনার ভালো করুক,মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলুক আপনার মনে, আপনাকে সুস্থ্য রাখুক,বোন গয়েপরে ঝগড়া করার অভ্যাস পরিহার করুন...দেখুন এই ব্লগে কোন বিবেকবান মুসলিম ব্লগার হিন্দু বা ভিন্নকোন ধর্মের উপর অযথা গাল মন্দ করছেনা তাই প্লিজ আপনিও তা পরিহার করুন,আমি আপনার একজন সুভাকাঙ্খি আমাকে তাচ্ছিল্ল্য করবেন্না প্লিজ।
১২ অক্টোবর ২০১৫ রাত ০৯:৫০
286597
অপি বাইদান লিখেছেন : এত দোয়া/টোয়া, আল্লাহর উপর বিশ্বাস করে আপনারা কি পেয়েছেন, জান্নাতের মূলা? মিনায় বাংলাদেশী হাজির গলিত লাশ উদ্ধার- Click this link


আর কতকাল আল্লা ভাইরাসে মাথা গুজে থাকবেন @ মুন্সী ভাই?
১৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:০৭
287106
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : এই ভাইরাসের ওৗষধ নাইগো ভাই...যতই বকেন যতই মশকরা করেন এই ভাইরাস যার মাথায় বাসা বাঁধছে সে গেছে আপনাদের আক্রমনের কোন এন্টিভাইরাসেই কাজ হবেনা,চেষ্টা করতে করতে একদিন ১০০%শিওর ক্লান্ত হয়ে যাবেন,Love Struck Love Struck Love Struck
345421
১২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
এলিট লিখেছেন : অনেকেই চেস্টা করেছে। বারবার বিভিইন নামে ফিরে এসে ইসলামের বদনাম করাটাই তার কাজ। তার হেদায়েত হবে না। একেবারে সিলমোহর মারাঃ
যাহারা কুফুরী করিয়াছে তুমি তাহাদের সতর্ক কর বা না কর, তাহাদের পক্ষে উভয়ই সমান; তাহারা ইমান আনবে না। আল্লাহ তাদের হৃদয় ও কর্নে মোহর করিয়া দিয়েছেন; তাদের চক্ষুর উপরে আবরন রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি (সুরা বাকারা - ৬,৭)
১২ অক্টোবর ২০১৫ রাত ০৯:৫২
286599
অপি বাইদান লিখেছেন : মিনায় বাংলাদেশী হাজির গলিত লাশ উদ্ধার- Click this link


আর কতকাল কোরাণের জাবরকেটে আল্লা ভাইরাসে মাথা গুজে থাকবেন?
345434
১২ অক্টোবর ২০১৫ রাত ০৯:২০
সঠিক ইসলাম লিখেছেন : তাহলে বলতে পারি আপনি কিছু আয়াতে বিশ্বাস করেছেন !
১২ অক্টোবর ২০১৫ রাত ০৯:৫৫
286600
অপি বাইদান লিখেছেন : আল্লারুপি মোহাম্মদের আয়াত বিশ্বাস না করে উপায় আছে??
১৩ অক্টোবর ২০১৫ রাত ০৪:৫৮
286621
সঠিক ইসলাম লিখেছেন : আর কতকাল স্ববিরোধিতার বিবেক দংশনে দংশিত হবেন ? এখনো কি সময় হয়নাই বিবেকের ডাকে সাড়া দেবার ?
১৩ অক্টোবর ২০১৫ সকাল ০৯:২৮
286631
অপি বাইদান লিখেছেন : "লাব্বয়েক আল্লহুমা লাব্বায়েক" ধ্বনি দেয়া মানুষগুলো যখন পদতলে পিষ্ট হয়ে পিপিলিকার মত মৃত্যু বরণ করে তখন তো সুস্থ বিবেক/বুদ্ধি ৭ শতকের মরুভুমির আবর্জনায় গুজে রাখা যায় না ভাই।
350507
২০ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫৪
জুনাইদ হোসেন সবুজ লিখেছেন : ব্লগারদের কেন মানুষ হত্যা করে তোমার পোস্ট না পড়লে জানতে পারতাম না। মনে হয় চাপাতির কোপগুলা সত্যিই সঠিক ছিল । এই পোস্ট BTRC এর কাছে স্ক্রীন সর্ট দিয়ে পাঠিয়ে দিলাম।
২০ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৩৩
290961
অপি বাইদান লিখেছেন :


নিন, সেই সাথে নবী মোহাম্মদ এবং তার জেহাদী কুত্তার ছবিটিও BTRC'র কাছে পাঠিয়ে দিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File