হুজুরদের কথা শুইনা আমরা আম জনতা তাল-গোল পাকাই!!!

লিখেছেন লিখেছেন মুসলমান ০৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:১৭:৪০ সকাল

একদল বলেন, মিলাদ-কিয়াম করতে হবে বেশি বেশি!

অন্যদল কয়, মিলাদ-কিয়াম নয় দরূদ পড়তে হবে বেশি বেশি!

-

একদল বলেন, এই খতম সেই খতম করতে হবে, দোয়ার অনুষ্ঠান করতে হবে ঈমাম হুজুর ডেকে!

অন্য দল কয়, ফাতেহাখানি কুরআন খানি চল্লিশা লাগব না, মা-বাবার জন্য নিজেই দোয়া করেন বেশি বেশি!

-

একদল বলেন, দলিল লাগব না, আপনেরা দলিলের কি বুঝবেন!? দলিল বুঝা অনেক কঠিন কাজ! আমরা যেমনে কই তেমনেই ইবাদত করেন!!

অন্য দল কয় হুজুরের কথায় ইবাদত নয়! দলিল দেখতে হবে, হুজুরের কথা কুরআন হাদীসের ভিত্তিতে যাচাই করে আমল করতে হবে!!

-

একদল বলেন, আল্লাহ সর্বত্র বিরাজমান!

অন্যদল কয়, আল্লাহ আরশে আজীমে আসীন!

-

একদল বলেন, রাসূল (সাঃ) নূরের তৈরী!

অন্যদল কয়, রাসূল(সাঃ) মাটির তৈরী!

-

একদল বলেন, রাসূল(সাঃ) গায়েব জানেন!

অন্য দল কয়, রাসূল(সাঃ) গায়েব জানেন না!

-

একদল বলেন, নাভির নিচে লজ্জাস্থানের উপরে হা বাধেঁন!

অন্যদল কয়, বুকের কাছে হাত বাধেঁন!

-

একদল বলেন, রফেউল ইয়াদাইন না করা সুন্নাহ!

অন্য দল কয়, রফেউল ইয়াদাইন করা সুন্নাহ!

-

একদল বলেন, আমীন আস্তে বলতে হবে!

অন্যদল দল কয়, আমীন আওয়াজ করে বলতে হবে!

-

একদল বলনে, সালাতে দুইজনের মাঝে ফাঁক রেখে দাড়াতে হবে!

অন্য দল কয়, পায়ে পা মিশিয়ে গায়ে গা লাগিয়ে দাড়ান, ফাঁক রাখা যাবে না!

-

একদল বলেন, মাযহাব মানতে হবে! মাযহাব মানা ফরজ!

অন্য দল কয়, মাযহাব মানা যাবে না,কুরআন-সুন্নাহ মানা ফরজ! মাযহাব মুসলিমদের বিভক্ত করে!

-

একদল বলেন, জাকির নায়েক কাফের!

অন্যদল কয়, জাকির নায়েক দাঈ ইলাল্লাহ!

-

এই দল ঐ দলকে বলেন ফিরকাবাজ, বিভক্তি সৃষ্টিকারী!

ঐ দল এই দলকে বলেন, বিদাতী!

-

এরকম আছে শত শত কয়টা লেখা যায়!?!?!

বিষয়: বিবিধ

১২৯৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358917
০৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৫২
নকীব আরসালান২ লিখেছেন : সালাম। না, আর লিখার দরকার নাই। এখন দরকার ঐক্য। পরুন আল কুরানের,,, বিভক্তিবাদ সিরিজ, তারপর সিদ্ধান্ত নিন।
১০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৩৯
297793
মুসলমান লিখেছেন : ওয়াআলাইকুম সালাম।দরকার ঐক্য কথা সত্য।ঐক্য হতে হবে কুরআন-সুন্নাহর ভিত্তিতে।
358918
০৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:০২
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : কুরআন হাদীস পড়ুন তারপরে সিদ্ধান্ত নিন।
১০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৩৯
297794
মুসলমান লিখেছেন : এছাড়া আর কোন গতি নাই।
358921
০৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:১৬
কুয়েত থেকে লিখেছেন : দল যখন অনেক কথাতো অনেক হবেই। শুতারাং মানতে হকে কুরআন আর হাদিস। লেখাটি ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
১০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৩৯
297795
মুসলমান লিখেছেন : ঠিক ভাই এখন থেকে আলেমদের কথা যাচাই না করে আর পালন করার কোন উপায় নাই।
358968
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০০
শেখের পোলা লিখেছেন : অতএব, নিজে আলেম হন৷ কোরআন হাদীশে খোঁজেন৷
১০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৪০
297796
মুসলমান লিখেছেন : এছাড়া আর কোন উপায় দেখছি না্ ভাই।
358981
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৩২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : নিজের ভাষায় কোরান হাদিস আছে সেটা পড়েন তখন আপনার সামনে পরিস্কার হবে কোনটা আসল আর কোনটা উল্টা
ধন্যবাদ
১০ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৪১
297797
মুসলমান লিখেছেন : মুসলমানদের এছাড়া কোন কোন গতি নাই। ঈমান নিয়ে বাঁচতে হলে সবাইকে কুরআন-সুন্নাহর জ্ঞান অর্জন করেতই হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File