হুজুরদের কথা শুইনা আমরা আম জনতা তাল-গোল পাকাই!!!
লিখেছেন লিখেছেন মুসলমান ০৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:১৭:৪০ সকাল
একদল বলেন, মিলাদ-কিয়াম করতে হবে বেশি বেশি!
অন্যদল কয়, মিলাদ-কিয়াম নয় দরূদ পড়তে হবে বেশি বেশি!
-
একদল বলেন, এই খতম সেই খতম করতে হবে, দোয়ার অনুষ্ঠান করতে হবে ঈমাম হুজুর ডেকে!
অন্য দল কয়, ফাতেহাখানি কুরআন খানি চল্লিশা লাগব না, মা-বাবার জন্য নিজেই দোয়া করেন বেশি বেশি!
-
একদল বলেন, দলিল লাগব না, আপনেরা দলিলের কি বুঝবেন!? দলিল বুঝা অনেক কঠিন কাজ! আমরা যেমনে কই তেমনেই ইবাদত করেন!!
অন্য দল কয় হুজুরের কথায় ইবাদত নয়! দলিল দেখতে হবে, হুজুরের কথা কুরআন হাদীসের ভিত্তিতে যাচাই করে আমল করতে হবে!!
-
একদল বলেন, আল্লাহ সর্বত্র বিরাজমান!
অন্যদল কয়, আল্লাহ আরশে আজীমে আসীন!
-
একদল বলেন, রাসূল (সাঃ) নূরের তৈরী!
অন্যদল কয়, রাসূল(সাঃ) মাটির তৈরী!
-
একদল বলেন, রাসূল(সাঃ) গায়েব জানেন!
অন্য দল কয়, রাসূল(সাঃ) গায়েব জানেন না!
-
একদল বলেন, নাভির নিচে লজ্জাস্থানের উপরে হা বাধেঁন!
অন্যদল কয়, বুকের কাছে হাত বাধেঁন!
-
একদল বলেন, রফেউল ইয়াদাইন না করা সুন্নাহ!
অন্য দল কয়, রফেউল ইয়াদাইন করা সুন্নাহ!
-
একদল বলেন, আমীন আস্তে বলতে হবে!
অন্যদল দল কয়, আমীন আওয়াজ করে বলতে হবে!
-
একদল বলনে, সালাতে দুইজনের মাঝে ফাঁক রেখে দাড়াতে হবে!
অন্য দল কয়, পায়ে পা মিশিয়ে গায়ে গা লাগিয়ে দাড়ান, ফাঁক রাখা যাবে না!
-
একদল বলেন, মাযহাব মানতে হবে! মাযহাব মানা ফরজ!
অন্য দল কয়, মাযহাব মানা যাবে না,কুরআন-সুন্নাহ মানা ফরজ! মাযহাব মুসলিমদের বিভক্ত করে!
-
একদল বলেন, জাকির নায়েক কাফের!
অন্যদল কয়, জাকির নায়েক দাঈ ইলাল্লাহ!
-
এই দল ঐ দলকে বলেন ফিরকাবাজ, বিভক্তি সৃষ্টিকারী!
ঐ দল এই দলকে বলেন, বিদাতী!
-
এরকম আছে শত শত কয়টা লেখা যায়!?!?!
বিষয়: বিবিধ
১২৯৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন