বিশ্ব সেরা মিথ্যুক!

লিখেছেন লিখেছেন মুসলমান ২৩ নভেম্বর, ২০১৫, ০২:৩৫:৪২ দুপুর

অনেকেই সমালোচনা করেন- বাংলাদেশের কিছু রাজনীতিবিদদের কথা, তারা নাকি বিশ্ব সেরা মিথ্যুক! কিন্তু এত মিথ্যা বলেও তারা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেন নাই! তাহলে দেখুন কে বিশ্ব মিথ্যুক খেতাব পেয়েছেন-

অনেকে মাঝে মাঝে মজা করে মিথ্যা বলে। ধরা পরে গেলে কপালে জোটে 'মিথ্যুক' তকমা। কিন্তু জানেন কি, মিথ্যা বলে পুরস্কার জেতা যায়? শুধু কি তা-ই 'বিশ্বসেরা মিথ্যুক' এর খেতাবও জোটে?

মাইক নাইলর হলেন এমনই একজন। যে মিথ্যা বলে পুরো ঘর পুরস্কার দিয়ে ভরিয়ে ফেলেছে। মিথ্যা বলার বিশ্ব চ্যাম্পিয়ন্সশিপ পরপর চারবার জিতেছেন তিনি।

মাইকের মিথ্যা কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এই যেমন- এ বছর লন্ডনের রাজপরিবার, প্রিন্স চার্লসকে নিয়ে তিনি যে মিথ্যাটা ফেঁদেছিলেন তা সবার প্রশংসা আদায় করে নেয়।

এর আগের তিনবারও একেবারে ভিন্ন স্তরের মিথ্যা গল্প ফেঁদে পুরস্কার জিতেছিলেন। মাইকের পর যার স্থান অর্থ্যাৎ যিনি দ্বিতীয় হয়েছেন, তিনি দুপুরে মাছ ধরার এমন একটা গল্পকে সত্যি বলে চালালেন যা শুনলেন হেসে খুন হওয়ার অবস্থা।

দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যুক মাইক বলেছেন, ছোটবেলা থেকেই তার বানিয়ে বলার স্বভাব। আসল ঘটনা বলে মজা পান না তিনি, তাতে রঙ চড়িয়ে সবার মনের মত করে কথা বলতেই ভালোবাসেন।

উৎসঃ নয়াদিগন্ত

বিষয়: বিবিধ

১০১২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351047
২৩ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:০৯
291545
মুসলমান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
351073
২৩ নভেম্বর ২০১৫ রাত ০৮:৩১
শেখের পোলা লিখেছেন : সঠিক ভাবে মূল্যায়ণ করলে মাইক অবশ্যই আমাদের কাছে হেরে যাবেন৷
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১১
291546
মুসলমান লিখেছেন : আমারও তাই মনে হয়।
351091
২৩ নভেম্বর ২০১৫ রাত ১০:২৭
জ্ঞানের কথা লিখেছেন : আমাদের মন্ত্রিদের সাথে সে কি পারবে?? মুরিদভাই???
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১২
291547
মুসলমান লিখেছেন : এরা প্রতিযোগীতায় গেলে ওরা হেরে যাবে মুরিদ ভাই।
২৪ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
291564
জ্ঞানের কথা লিখেছেন : আমিও সেটাই ভাবছি।
351211
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪২
হতভাগা লিখেছেন :
লন্ডনের রাজপরিবার, প্রিন্স চার্লসকে নিয়ে তিনি যে মিথ্যাটা ফেঁদেছিলেন


০ ঘটনাটা কি ? ঝেড়ে কাশা যাবে ?
২৪ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১২
291548
মুসলমান লিখেছেন : ঘটনা লেখে নাই ভাই।
২৪ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৫৮
291561
হতভাগা লিখেছেন : ফাও এর উপ্রে পাইয়া গেছে মনে হয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File