সম্প্রতি খুন হওয়া প্রকাশক দীপনের বাবার সাক্ষাৎকার।
লিখেছেন লিখেছেন মুসলমান ০৭ নভেম্বর, ২০১৫, ০৩:২২:২০ দুপুর
প্রশ্ন : ধর্মভিত্তিক রাজনীতি কি জঙ্গিবাদ বিস্তারের ক্ষেত্র তৈরি করেছে?
আবুল কাসেম ফজলুল হক: ১৯৮০ সালে দেশে মৌলবাদ বিরোধী একটা আন্দোলন চালানো হয়েছিল। সেই আন্দোলন বিবিসি রেডিও পরিচালিত করেছিল। আর বিবিসি রেডিও হলোÑ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের মুখপাত্র। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আধিপত্যের, সাম্রাজ্যবাদী স্বার্থে কাজ করে। কিন্তু সাম্রাজ্যবাদী ধারা পরিচালিত ওই আন্দোলনেÑ দেশের বামপন্থী, ডানপন্থী নির্বিশেষে তারা এই আন্দোলনে মত্ত হয়ে গেলেন। আন্দোলনের এই প্রতিক্রিয়ায় গণতন্ত্রকে তারা ব্যর্থ করে দিয়েছেন। গণতন্ত্র ব্যর্থ কি জামায়াত করেছে? মুসলিম লীগ করেছে বাংলাদেশের গণতন্ত্র ব্যর্থ? গণতন্ত্র ব্যর্থ করেছে আওয়ামী লীগ, গণতন্ত্র ব্যর্থ করেছেন মাওলানা ভাসানী, গণতন্ত্র ব্যর্থ করেছে জাসদ, গণতন্ত্র ব্যর্থ করেছে বামপন্থী দলগুলো। আমি কোনোদিন বিশ্বাস করব না, জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র ব্যর্থ করেছে। মৌলবাদ বিরোধী আন্দোলনের পাশাপাশি নারীবাদী আন্দোলনÑ দুটিই বিবিসি রেডিও দ্বারা পরিচালিত। বিশ্বের বিগ পাওয়ারদের দ্বারা পরিচালিত ছিল এই আন্দোলন। বাংলাদেশ যখন এসব আন্দোলনের মধ্যে পড়ে গেলÑ তখন তো বাংলাদেশ শতভাগ ভুল রাজনীতিতে চলে গেল। তারই ধারাবাহিকতায় মৌলবাদ, জঙ্গিবাদের উত্থান।
প্রশ্ন : ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধইÑ পারে বর্তমান সংকটের সমাধান করতে। এ মতের সঙ্গে কি আপনি একমত?
আবুল কাসেম ফজলুল হক: ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার বিষয়টি আমার প্রথম থেকেই ভুল মনে হয়েছে। ধর্মভিত্তিক রাজনীতি থাকবে। গণতান্ত্রিক রাজনীতি থাকবে। গণতন্ত্রের দাবিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়নি। ব্রিটেনে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ নয়। আমেরিকাততে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ নয়। ফ্রান্সে, জার্মানিতেও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ নয়। ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে কনটেস্ট করে গণতন্ত্র জয়ী হয়। কেন জয়ী হয়। আমেরিকাতে খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি কখনো কখনো একটা দুইটা সিট পায়। ব্রিটেনেও খ্রিষ্টান ডেমোক্রেটিক পার্টি রয়েছে। সেখানেও একটা দুইটা সিটের বেশি পায় না। কারণ যারাই গণতন্ত্রী তাদের রাজনৈতিক চরিত্র যথেষ্ট উন্নত। গণতন্ত্রমনাদের সঙ্গে তারা পারে না। আমাদের দেশে গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র খুব দুর্বল, খুব নিকৃষ্ট।
http://www.shomoybarta24.net/2015/11/%E0%A6%A6%E0%A7%80%E0%A6%AA%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%A4-%E0%A6%88%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F/#sthash.8Qsxv7zG.dpbs
বিষয়: বিবিধ
১০৮৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন