বাংলাদেশে সুন্দর কিছু বেড়ানোর জায়গার ছবি। ফেসবুক হতে

লিখেছেন লিখেছেন মুসলমান ০৭ অক্টোবর, ২০১৫, ১০:৫৫:২১ সকাল

১. সাজেক ভ্যালি, রাঙ্গামাটি।



২. সাজেক ভ্যালি



৩. রাঙ্গামাটির সাজেক ভ্যালির পাহাড়ের উপরের দৃশ্য।



৪. বান্দরবান



৫. কাপ্তাই লেক, রাঙ্গামাটি



৬.রাইখং লেক, পুকুয়ারপাড়া, রাঙ্গামাটি



৭রাইখং ফলস, পুকুয়ারপাড়া, রাঙ্গামাটি



৮.নীলগিরি রিসোর্ট, বান্দরবান



৯.সাঙ্গু নদী, বান্দরবান



১০.কিউক্রাডং এর চূড়া থেকে



১১.বান্দরবানের বগা লেক



১২.বান্দরবানের চিম্বুক পাহাড়



১৩.জাদিপাই পাড়া, বান্দরবান



১৪.নাফাখুম ফল, বান্দরবান



১৫.থানচি, বান্দরবান



১৬.আমিয়াখুম ফল, বান্দরবান



১৭.তাজিংডন, বান্দরবান



১৮.রাতারগুল জলাভূমির বন, সিলেট



১৯.সিলেটের রাতারগুল জলাভূমির বনের আরেকটি দৃশ্য



২০.বিছনাকান্দি, সিলেট



২১.আরণ্যক রিসোর্ট, রাঙ্গামাটি



২২.পানতুমাই, সিলেট



(বেড়ায়ে আসুন)

বিষয়: বিবিধ

৩০২৬ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344765
০৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:২২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এগুলো কি বাংলাদেশে? বিশ্বাসই হচ্ছে না যেন। আহ কি সুন্দর। চোখ জুড়িয়ে গেলো।
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৭
286106
মুসলমান লিখেছেন : জি এদেশেরই জায়গা এবং আল্লাহর রহমতে অনেক সুন্দর। আমি কিছু জায়গা দেখেছি। ২১নং রিসোর্টে আমি থেকেছি।
344767
০৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:৩৫
মুক্ত কন্ঠ লিখেছেন : রাতারগুলের আভ্যন্তরিন দৃশ্য সুন্দরভাবে ফুটে উঠেনি। ভিতরের দৃশ্য এক কথায় অসাম!
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৮
286107
মুসলমান লিখেছেন : জি রাতারগুলের আরো অনেক সুন্দর ছবি আছে, কিন্তু আপলোড করতে পারি নাই।
344773
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৯
জাইদী রেজা লিখেছেন : এগুলো কি বাংলাদেশে? বিশ্বাসই হচ্ছে না যেন। আহ কি সুন্দর। চোখ জুড়িয়ে গেলো।
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৮
286108
মুসলমান লিখেছেন : জি আমাদের বাংলাদেশ, আল্লাহর রহমতে আমি এসব কিছু জায়গায় ঘুরেছি।
344784
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৩৬
হতভাগা লিখেছেন : সুব 'হান আল্লাহ !

সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি


এসব দেখে মনে হয় যে আল্লাহ তায়ালা আমাদের দেশকে স্পেশাল ভাবে এগুলো দিয়েছেন অন্যান্য দেশের তুলনায় - সুব'হান আল্লাহ !।

অন্যান্য দেশগুলো এসবের জন্য পরিশ্রম করে আর বাংলাদেশ তো এগুলো সরাসরিই পেয়ে গেছে ।

বাইরের দেশ তাদের প্রকৃতিকে ঘষে মেয়ে পর্যটকদের আকৃষ্ট করে প্রচুর বৈদেশিক মূদ্রা অর্জন করে । বাংলাদেশ যদি একটু চেষ্টা করে তাহলে দেশী পর্যটকেই বিশাল লাভবান হয়ে যাবে - ইন শা আল্লাহ ।
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৯
286109
মুসলমান লিখেছেন : কথা্ ঠিক বলেছেন। দরকার উদ্যোগ গ্রহণ আর সদিচ্ছা, তবে লুটপাট করে খেলে হবে না।
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৬
286113
হতভাগা লিখেছেন : কয়েকদিন আগে গাইড সহ দুইজন পর্যটককে অপহরন করা হয়েছে এরকম জায়গা হতেই
344788
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪৯
দ্য স্লেভ লিখেছেন : এত সুন্দর সুন্দর স্থান কিন্তু নেই ভালো যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তা। আমি কিছু কিছু দেখেছি।
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১০
286110
মুসলমান লিখেছেন : জি ভাল যোগাযোগ ব্যবস্থা না্ই। আমিও কিছু জায়গা ঘুরে দেখেছি।
344792
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০১:০৮
নাবিক লিখেছেন : সুন্দর! সুন্দর!! এবং সুন্দর!!!
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১০
286111
মুসলমান লিখেছেন : আলহামদুলিল্লাহ!অনেক সুন্দর।
344796
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০১:১৮
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : নিসন্ধেহে অনেক সুন্দর যায়গা বেড়ানোর-
বর্তমানে ভয়বহ যায়গাও কিন্তু হারানোর,
কারন পর্যটকরা এখন নিরাপদ নয় এই জনপদে
দেশে আতংক বিরাজ করছে পদে পদে,
দেশি বিদেশি সব্বাই আতংকিত তবে পোষ্টে সুন্দর ছবি ও যায়গার বিবরণ দেখে আমরা পুলকিত...!!! অনেক ধন্যবাদ
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১১
286112
মুসলমান লিখেছেন : জি ঠিক বলেছেন।
344829
০৭ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:৩৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু অনেক দিন পর একটি সুন্দর ছবি সম্বলিত পোস্ট পেলাম! সত্যিই স্টিকি হবার মত..... অসংখ্য ধন্যবাদ।
০৮ অক্টোবর ২০১৫ সকাল ১০:০০
286214
মুসলমান লিখেছেন : ওয়াআলাইকুম সালাম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জাঝাকাল্লাহু খাইরান ফিদদুনিয়া ওয়াল আখিরাহ।
344866
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কয়েকটায় গিয়েছি কয়েকটায় যাইনি। কিন্তু সবগুলিই সুন্দর।
০৮ অক্টোবর ২০১৫ সকাল ১০:০৩
286215
মুসলমান লিখেছেন : জাঝাকাল্লাহ। জি আমিও কয়েকটায় গিয়েছি, সবগুলোতে যাওয়া হয়নি।
১০
344944
০৮ অক্টোবর ২০১৫ রাত ০২:৫৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম। চমৎকার জায়গাগুলো দেখে খুব ভালো লাগলো! যত্ন এবং নিয়ম মেইনটেইনের মাধ্যমে আকর্ষনীয়তা আরো বাড়ানো যেতে পারে জায়গাগুলোর। শুকরিয়া পোস্টের জন্য!
০৮ অক্টোবর ২০১৫ সকাল ১০:০৪
286216
মুসলমান লিখেছেন : ওয়াআলাইকুম সালাম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি তার সাথে দরকার পরিপূর্ণ নিরাপত্তা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File