মৃত্যুর ফয়সালা কখনও পৃথিবীতে হয় না.....

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫২:৩০ রাত

২০০০ সালের নভেম্বর মাসের একটি ঘটনা!

ঘটনাটি ঘটেছিল,পূর্ব লন্ডনে।সেই সময় পত্রিকায় বেশ ফলাও করে খবরটি ছাপানো হয়েছিল!

লন্ডনের একটি নির্মানাধীন ভবনের ৮ তলা থেকে এক শ্রমিক, অসাবধানতার কারনে পড়ে যায়!তৎক্ষনাত আশেপাশের মানুষজন এবং তার সহকর্মীরা তার কাছে ছুটে আসে!কিন্তু আশ্চর্যের বিষয় হল,লোকটির শরীরে কোন ক্ষত চিন্হ ছিল না!এমনকি তার শরীর থেকে এক ফোঁটা রক্তও বের হয় নি!সে সুস্থ স্বাভাবিক মানুষের মতো উঠে বসল!

লোকটির শরীরের অভ্যন্তরীন চেকআপের জন্য, সেই বিল্ডিং কন্সট্রাকশন ডিপার্টমেন্টের ম্যানেজার অ্যাম্বুলেন্সকে খবর দিল!কিছুক্ষনের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে!তারপর তাকে অ্যাম্বুলেন্সে তুলে দরজা লাগিয়ে দেয়া হল!কিন্তু ড্রাইভারের অসতর্কতার কারনে দরজা ঠিক মতো লক হয় নি!আর এই বিষয়টা কেউ খেয়ালও করেনি!

অ্যাম্বুলেন্সের ড্রাইভার রাস্তায় হঠাৎ হার্ড ব্রেক করলেন!আর সেই সময় সেই লোকটি অ্যাম্বুলেন্স থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।আর সেই সময় দ্রুত বেগে এগিয়ে এগিয়ে আসা, অপর একটি গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে তিনি মৃত্যু বরন করে!

১৯৬৪ সালের ঘটনা!

মিশরের সামরিক জান্তা সরকার, জামাল আব্দুল নাসের দ্বীতিয়বারের মতো ইখওয়ানুল মুসলিমিন নেতা সাইয়্যেদ কুতুবকে গ্রেফতার করেন!গ্রেফতারের পরেই তাঁর উপর নেমে আসে অমানবিক নির্যাতন!

ইসরাঈলের মদদপুষ্ট নাসের পরিকল্পনা করল,সাইয়্যেদ কুতুবকে কারাগারে হত্যা করবে!সেই পরিকল্পনা মোতাবেক সামরিক অফিসাররা প্রায় দুই জোড় প্রশিক্ষিত কুকুরকে সাইয়্যেদ কতবের সেলে ঢুকিয়ে দেয়!এরপর তারা সাইয়্যেদ কুতুবের আত্ন চিৎকার শোনার জন্য অপেক্ষা করতে থাকে।

কিন্তু বেশ কিছুটা সময় পরও তারা কোন চিৎকার শুনতে পেল না!তখন এক সামরিক অফিসার সেলে প্রবেশ করে দেখে,সাইয়্যেদ কুতুব সেজদাবনত রয়েছেন আর তাঁর চারপাশে প্রশিক্ষিত কুকুররা মাথা নামিয়ে শুয়ে আছে!(আল্লাহু আকবার)

পরবর্তিতে ১৯৬৬ সালের ২৫ আগষ্ট মধ্যরাতে সাইয়্যেদ কুতুবকে ফাঁসি দিয়ে শহীদ করা হয়!(আল্লাহ তাঁকে কবুল করুন)

এ দুটো ঘটনার শিক্ষা হচ্ছে,“মৃত্যুর ফয়সালা জমিনে নয়,আসমানে হয়”।

আল্লাহপাক কুরআনে বলেছেন,“কোন প্রানীই আল্লাহর অনুমতি ব্যতিত মৃত্যুবরন করতে পারে না।মৃত্যুর সময় তো নির্দিষ্ট ভাবে লিখিত রয়েছে”।[সূরা ইমরান-১৪৫]

আর মৃত্যু যখন অবধারিত,তখন মৃত্যু ভয় দেখিয়ে আল্লাহর দ্বীনের প্রকৃত সৈনিকদের কখনো দমানো সম্ভয় নয়!

আর আল্লাহ বলেছেন,“যে ব্যক্তি আল্লাহর যমীনে আল্লাহর দেয়া জীবন বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করতে গিয়ে বিজয়ী হবে অথবা ইসলাম বিরোধীদের হাতে নিহত হবে তাদেরকে আমি বড় ধরনের পুরষ্কারে ভূষিত করব”।[সূরা নিছা-৭৪]

আল্লাহপাক আমাদের শহীদি তামান্নায় উজ্জিবিত হবার তৌফিক দান করুন।

বিষয়: বিবিধ

১১৮৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339269
০২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : খুব সুন্দর লেখা
আপনাকে অনেক ধন্যবাদ
০২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২৮
280636
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : জাজাকাল্লাহ
339270
০২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত, জাযাকাল্লাহ..

যারা আল্লাহর পথে চলে
........
.........
শহীদী তামান্নায় নাচে তার মন


০২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২৯
280637
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।বারাকাল্লাহ ফীহ।
339287
০২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:২৬
মাটিরলাঠি লিখেছেন :
ভালো লাগলো। ধন্যবাদ। Good Luck Good Luck
339290
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
মৃত্যুর ফয়সালা সম্পর্কে আমরা গাফিল বলেই জিবনের ভয়ে আল্লাহর নাফরমানি করে যাচ্ছি।
339294
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩৪
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ
339310
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:২৬
শেখের পোলা লিখেছেন : আমিন৷
339317
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:১৩
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। অনেক সুন্দর করে লিখেছেন
339334
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫৭
প্যারিস থেকে আমি লিখেছেন : অবশ্যই এ বিশ্বাস আছে যে মৃত্যুর ফয়সালা আল্লাহর পক্ষ থেকেই হয়।
339390
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:০৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! জাযাকুমুল্লাহ আপনাকে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File