আমাদের ব্যবসা এবং শিবিরের রগ কাটা.................

লিখেছেন লিখেছেন শাহমুন নাকীব ফারাবী ১৪ জুলাই, ২০১৫, ১০:০৭:১১ রাত

গত বছর আমার আব্বা আর মারজান চাচ্চু মিছিল থেকে একই সঙ্গে গ্রেফতার হলেন!স্বাভাবিক কারনে আমার মানষিক অবস্থাটা সব সময়ের থেকে অনেক বেশি খারাপ ছিল! বিকেল বেলা বাসা থেকে বের হয়েই আমার কলেজের ইংরেজি স্যারের সঙ্গে দেখা হয়ে গেল!আমি নিজেকে প্রস্তূত করলাম, স্যারের কিছু উপদেশ বানী শোনার জন্য!

স্যার প্রথমেই বললেন, খবরটা শোনার পর আমি খুবই কষ্ঠ পেয়েছি!তোমাকে শান্তনা দেবার ভাষা আমার জানা নেই! এ জালিমের দেশে, এসব না করলে হয় না?তোমাদের কিসের অভাব?কেন রাজনীতি কর? তোমাদের এতা বড় বড় দোকান!সেগুলো ঠিক মতো চালালে,তোমাদের ধারে কাছেও কেউ আসতে পারবে না!এসব রাজনীতি না করলে তোমরা হতে এ অঞ্জলের সব থেকে ধনী পরিবার!

এবার আমার ব্যক্তিগত বিষয়ে বলা শুরু করলেন!বাবা কেন যে শিবির কর?শিবির তো মানুষের রগ কাটে!তুমিও শিবিরে যাবা আমি এটা আশা করিনি!

এবার আমি বললাম,স্যার এবার আমি কিছু বলি আপনি শান্ত হয়ে একটু শুনুন! স্যার, আমার বুঝ হবার পর থেকে আমি এ ব্যবসার কথা শূনে আসতেছি!আমাদের এই ছিল সেই ছিল!কিন্তু আওয়ামিলীগ সব লুটপাট ভাঙ্গচুর করে শেষ করে দিয়েছে!বিন্তু আপনি কি জানেন, আমরা একটা নতুন ব্যবসার সন্ধান পেয়েছি!যে ব্যবসায় প্রফিট এতো বেশি যে আপনি কল্পনাও করতে পারবেন না!

একটি ব্যবসার জন্য চারটি জিনিষ প্রয়োজন হয়!যথাঃ

১/বিক্রেতা

২/ক্রেতা

৩/একটি পন্য

৪/ একটি মূল্য

এবার তাহলে শুনুন, “প্রকৃত ব্যাপার এই যে,আল্লাহ মুমিনদের থেকে জান ও মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে।আর তাঁরা আল্লাহর রাস্তায় জিহাদ করে মারে এবং মরে”।[সূরা আত’তাওবা-১১১]

তাহলে বিষয়টা দাড়াল,আমরা আমাদের জীবনটা এবং সহায় সম্পত্তিকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে!তাহলে এর থেকে উত্তম ব্যবসা আর কি হতে পারে,স্যার?

স্যার বললেন, তোমার মাথাটাও ওয়াশ করে ফেলেছে!

দ্বীতিয় বিষয় রগ কাটা!বাংলাদেশে মোট ২৯ টি বেসরকারী টিভি চ্যানেল আছে!যার মধ্যে প্রায় সবগুলোই এন্টি জামায়াত শিবির!তবে শিবিরের জন্ম থেকে আজ অবধি যতো রগ কেটেছে তার একটি ভিডিও তারা দেখাতে পারে না কেন?বাংলাদেশে অগনিত দৈনিক প্রত্রিকা আছে!আর সেগুলোর প্রায় সবই সরকার নিয়ন্ত্রিত এবং জামায়াত শিবির বিরোধী!তবে সেখানে কেন শিবির কতৃত রগ কাটার ছবি আসে না?



এ যাত্রায় স্যার আবারো নিশ্চুপ!

কিন্তু, জাতি আজ যা দেখল! তাতে প্রমান হয়, রগকাটার দল শিবির নয় বরং সরকারের সোনার ছেলের দল ছাত্রলীগ!ছাত্রলীগ, নীলফামারীর ডিমলা থানা সভাপতির যেভাবে দুই পায়ের রগ এবং কান কেটে দিয়েছে তা আফ্রিকান জানোয়ার কেও হার মানায়!

সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশের চিড়িয়াখানা গুলোতে “ছাত্রলীগ” নামক নতুন একটি হিংস্র প্রানী জায়গা করে নিবে।

বিষয়: বিবিধ

১৭৪১ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329990
১৪ জুলাই ২০১৫ রাত ১০:৪৩
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আপনি লিখেছেন : “ সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশের চিড়িয়াখানা গুলোতে “ছাত্রলীগ” নামক নতুন একটি হিংস্র প্রানী জায়গা করে নিবে। ”

আমি একটু সংশোধন করে লিখছি : “ সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশের চিড়িয়াখানা ও যাদুঘরগুলোতে “ছাত্র সংগঠণ” নামক হিংস্র প্রাণীকুলকে স্হান দেওয়া হবে । ”

আমার এই দুই লেখা পড়ার অনুরোদ করছি এবং আপনার সুচিন্তিত মন্তব্য আশা করছি : http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/1864/fakhrul/66240

http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/1864/fakhrul/67048
১৪ জুলাই ২০১৫ রাত ১০:৪৬
272247
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ধন্যবাদ আপনাকে
১৫ জুলাই ২০১৫ রাত ০১:৪৩
272270
লজিকাল ভাইছা লিখেছেন : হা হা হা ---- প্রাচীন নেতা এই খানে কেন যে শিবিরের বিরোধিতা করলেন না ?? এটা আমার কাছে একটি বিস্ময় মনে হচ্ছে !!!!!!!!!!!!!!!!!!!
১৫ জুলাই ২০১৫ রাত ০৩:৩৭
272284
রক্তলাল লিখেছেন : কারণ ফখরুল এখন উন্মাদ
১৫ জুলাই ২০১৫ রাত ০৩:৫০
272288
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : @লজিকাল ভাইছা : আমার এই লেখা এই দুই লেখা পড়ুন : http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/1864/fakhrul/66240

http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/1864/fakhrul/67048

বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ঠ ।
২৩ জুলাই ২০১৫ সকাল ০৯:১১
273475
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : @ফকরুল ভাইয়া চোখে যা দেখা যায় তা অনেক সময় সঠিক নাও হতে পারে।আমিও শিবিরের কয়েক হাজার নেতা কর্মীর সঙ্গে ওঠাবসা করেছি,কিন্তু এমন কোন বিষয় আমার নজরে আসেনি।আর আমি দলের অন্ধ সাপোর্টার নই।সমালোচনা করবার হিম্মত এবং ইচ্ছা সবই আমার আছে।এবং করেও থাকি।সো এমন বানোয়াট গল্প না শুনালেই কি নয়!
330022
১৫ জুলাই ২০১৫ রাত ০১:৪৭
লজিকাল ভাইছা লিখেছেন : ধন্যবাদ ফারাবী ভাইকে, এই ব্যাবসায় আল্লাহপাক আপনাদের কে , সাথে আমাদের কেও লাভবান করুন। আমীন।
ছোট একটি আরগু আছে ----- তাঁরা আল্লাহর রাস্তায় জিহাদ করে মারে এবং মরে”
আজ কাল শিবির শুধু মরে কিন্তু মারার সামর্থ্য নেই । কেন ??
১৫ জুলাই ২০১৫ রাত ০২:৪৮
272281
শেখের পোলা লিখেছেন : ভাইজান, মারতে হলে পায়ের নীচে একটু শক্ত মাটি দরকার৷ একটু চর জেগেছিল যা ৭১ আমরা তলিয়ে দিয়েছি৷ হজরত ইয়াসীর সুমাইয়া মরে (শহীদহয়ে)ছিলেন৷নিজের কামার শালার হাপরের অঙ্গারে হজরত খাব্বাব বিা বাক্য ব্যায়ে খালি গায়ে শুতে বাধ্য হয়েছিলেন, গুলো মরার উদাহরণ, যা প্রথমে ঘটেছিল৷ এর পর এল মারার সময়, বদরে সত্তর জনকে মেরেছিল৷আশা করি ফারাবী সাহেবের উত্তর ামার কাছেই পেয়েছেন৷
২৩ জুলাই ২০১৫ সকাল ০৯:০৪
273472
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : @শেখের পোলা ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ।মারে এবং মরে, এরকম প্রশ্ন আমিও অনেকবার কেন্দ্রীয় নেতাদের করেছি!অপেক্ষা করুন।ইনশা আল্লাহ উক্ত আয়াতের পরিপূর্ন বাস্তবায়নও হবে।
330057
১৫ জুলাই ২০১৫ সকাল ১০:১১
হতভাগা লিখেছেন : শিবিরের পোলাপানদের জন্য সত্যিই খুব মায়া হয় । তারা তাদের বসদের ৭১ এ কৃত অপরাধের বোঝা বইছে ।

৭১ এ তাদের বসেরা নিরপরাধ মুসলমান ভাইদের হত্যা করতে সাহায্য করেছিল । বিনা কারণে কাউকে হত্যা করা আল্লাহর আইনের পরিপন্থী ।

সে সময়ের দায়িত্বশীল বসেরা এটা খুব জোরেশোরেই করে গিয়েছিলেন।

এসব কাজের জন্য বসেরা তো কোনকালেও ক্ষমা চায় নি এবং শিবিরের পোলাপানদেরও মনে হয় যে এসব অপরাধকে তারা সঠিকই মনে করে ,ইসলামের তরেই মনে করে ।

এরা যদি তাদের পূর্ব পুরুষদের কৃত অপরাধের জন্য দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতো সেটা তাদের জন্য ভাল হত ।

বান্দার হক বান্দা না ছাড়লে সেটা আল্লাহও মাফ করেন না ।

আপনারা কি নিশ্চিত আপনাদের যেসব নেতারা দুনিয়া থেকে চলে গেছেন ৭১ এ অপরাধ করে তারা জান্নাতের পাখি হয়ে বিচরণ করছেন ঐসব নিরীহ লোকের কাছ থেকে ক্ষমা ও আল্লাহর কাছ থেকেও ক্ষমা পেয়ে ?
২৩ জুলাই ২০১৫ সকাল ০৯:০৭
273473
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : @হতভাগা সাহেব, বিগত বছর থেকে আজ অবধি বঙ্গবীরকে যতোবার মুক্তিযুদ্ধ নিয়ে আফসোস করতে দেখলাম তা দেখে আমি নিজেই লজ্জিত!তিনি বললেন, কখনো যদি জানতাম স্বাধীন বাংলাদেশের এমন অবস্থা হবে তবে কোনদিনও মুক্তিযুদ্ধ করতাম না।

বঙ্গবীররা যে বিষয়টা ৪৫ বছর পর বুঝতে পেরেছেন তা জামায়াতের নেতারা ৪৫ বছর আগেই বুঝতে পেরেছে!সো ক্ষমা চাওয়ার অবাকাশ কোথায়??
২৪ জুলাই ২০১৫ সকাল ১১:৩০
273616
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : কাদের সিদ্দিকীর কথাকে বাংলাদেশের সাধারণ জনগণ গ্রহণযোগ্য মনে করে না । কারণ :
১। তিনি মুক্তিযোদ্ধা হলেও ১৯৭১ সাল ও ১৯৭২ সালে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ কাজ করেছেন ।
২। ১৯৮৬ সাল পর্যন্ত তিনি ভারতে অবস্হান করে বাংলাদেশ বিরোধী কাজ করেছেন ।
৩। তিনি জামায়াতের টিভি চ্যানেল-এ দিগন্ত-এর অন্যতম সঞ্চালক । সুতরাং নুন খেলে গুণ গাইতে হয় - কথা আছে না ।

মুক্তিযুদ্ধ শুধু কাদের সিদ্দিকী করেনি ।

১৯৭১ বিরোধীতার যুক্তি দিলেন , ১৯৪৭ - এ পাকিস্তান বিরোধীতা এবং তার আগে মওদুদীর বৃটিশদের দালালী করার কারণগুলো উপস্হাপন করুন ।
২৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:৪১
273647
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : কাদের সিদ্দীকীকে আজও ভারতীয়রা টাইগার বলে রাখে!আজ একান্তই বিরোধীতার প্রয়োজনে বঙ্গবীরের কৃর্তীও অস্বীকার করছেন!অসাধারন !!‍phbbbbt
330898
২১ জুলাই ২০১৫ রাত ০২:০৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : লিখতে খাকুন, কলম চলতে থাকুক.. অনেক ধন্যবাদ।
২৩ জুলাই ২০১৫ সকাল ০৯:০৮
273474
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : জাজাকাল্লাহ।ইনশা আল্লাহ চেষ্ঠা করবো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File