ওদের (হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের) খুঁটির জোর কোথায়? ....

লিখেছেন লিখেছেন বার্তা কেন্দ্র ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:১২:০৬ দুপুর



নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন

বাংলাদেশে গরু জবাই বন্ধের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের


------------------------------------------------------------------

ওদের (হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের) খুঁটির জোর কোথায়?

জাতি জানতে চায়?????


বাংলাদেশে অবিলম্বে আইন করে গরু জবাই বন্ধের দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখা। শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে নিউ ইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এছাড়া দাবি করা হয় যে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নজিরবিহীন নিপীড়ন চলছে এবং তাদের বেদখল হয়ে যাওয়া সম্পত্তির মধ্যে চার ভাগের তিন ভাগ দখল করে নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জ্যাকসনহাইটসের একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় যে, বাংলাদেশে সংখ্যালঘু ও আদিবাসীদের অস্তিত্ব এখন সংকটাপন্ন। সংখ্যালঘুদের জোরপূর্বক ধর্মান্তরিতকরণ করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি টমাস দুলু রায়, সাধারণ সম্পাদক প্রদ্বীপ দাস, সদস্য সচিব প্রদ্বীপ মালাকার, পরিষদের ডিরেক্টর ও আমেরিকান হিন্দু ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শ্যামল চক্রবর্তী, ঐক্য পরিষদের নেতা ড. দ্বিজেন ভট্টাচার্য, গৌরাঙ্গ কুণ্ডু, রূপকুমার ভৌমিক, প্রবীর রায়, রণবীর বড়ুয়া, প্রণবেন্দু চক্রবর্তী, অমিত চৌধুরী প্রমুখ। লিখিত বক্তব্য পেশ করেন ঐক্য পরিষদের প্রেসিডেন্ট বিদ্যুৎ দাস।

বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। এমনকি ২০০১ সালের চেয়েও অবস্থা অনেক খারাপ। সে সময় অন্তত মিডিয়ার কল্যাণে বিশ্ববাসী সংখ্যালঘুদের উপর নির্যাতনের খবর জানতে পেরেছিল। কিন্তু বর্তমানে ভয়ে সম্পাদক ও সংবাদকর্মীরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারছেন না। ফলে দেশের সর্বত্র সংখ্যালঘুদের উপর পরিচালিত নির্যাতন-নিপীড়নের খবরগুলো চাপা পড়ে যাচ্ছে।

শ্যামল চক্রবর্তী বলেন, অনেকে বলে থাকেন যে, বাংলাদেশি হিন্দুদের উপর নির্যাতন শুরু হয়েছে ১৯৭৫ সালের পর। কিন্তু কথাটা ঠিক নয়। বাস্তবে বাংলাদেশে সাম্প্রদায়িকতা তথা হিন্দুদের উপর নির্যাতন-নিপীড়ন ও তাদের সম্পত্তি দখলের প্রবণতা শুরু হয় ১৯৭২ সাল থেকেই। সে সময় রমনা কালী মন্দির দখল করে পার্ক বানানো হয়েছিল। সেই মন্দির উদ্ধার করতে ৩০ বছরেরও বেশি সময় লেগেছে। তিনি বলেন, বাংলাদেশে যেভাবে গো-হত্যা চলছে এটা মেনে নেয়া যায় না। অবিলম্বে আইন করে বাংলাদেশে গরু জবাই বন্ধের দাবি জানান তিনি। শ্যামল চক্রবর্তী বলেন, বিএনপি’র লোকেরা জিয়াউর রহমানকে শহীদ বলে থাকেন। কিন্তু জিয়া তো কোনো যুদ্ধে শহীদ হননি। তিনি পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের অধিকার হরণ করেছেন। সুতরাং তাকে কিছুতেই শহীদ বলা যায় না।

অন্য বক্তারা বলেন, বাংলাদেশে বিএনপি-জামায়াতের ভিতর যেমন মৌলবাদীরা আছে তেমনি আওয়ামী লীগের ভিতরেও মৌলবাদী আছে। আওয়ামী লীগের হাতেই সংখ্যালঘুদের তিন-চতুর্থাংশ জমিজমা ও ঘরবাড়ি বেদখল হয়ে আছে।

সংবাদ সম্মেলনে অবিলম্বে পৃথক সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টানদের জন্য পৃথক পৃথক বিশ্বাবিদ্যালয় চালু এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সকল বাঙালিকে প্রত্যাহারের দাবি জানানো হয়।

পুরো খবর :

http://www.mzamin.com/article.php?mzamin=3426

বিষয়: বিবিধ

১২১৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360665
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৩৭
নাবিক লিখেছেন : মামুর বাড়ীর আবদার নাকি?
৩০ মার্চ ২০১৬ দুপুর ০১:৪৪
302046
বার্তা কেন্দ্র লিখেছেন : ধন্যবাদ।
360668
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৪৭
মো সারোয়ার হোসেন লিখেছেন : এটা করার জন্য হিন্দুস্থান নামক ভারত যাও
৩০ মার্চ ২০১৬ দুপুর ০১:৪৪
302047
বার্তা কেন্দ্র লিখেছেন : রাইট। ধন্যবাদ।
360690
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : থুটার জোড়েই পাঠা লাফায়। চিন্তার কারন নাই শ্রিঘ্রই এই দাবি মেনে নেওয়া হবে!
৩০ মার্চ ২০১৬ দুপুর ০১:৪৪
302048
বার্তা কেন্দ্র লিখেছেন : ধন্যবাদ স্যার।
360723
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৪২
কুয়েত থেকে লিখেছেন : খুঁটির জোর আছে বলেইতো দাবি বড় গলায় করছে। রাম বামের সরকার তাও জোর করে অবৈধ ভাবে ক্ষমতায় আছে। খুঁটির জোর আছে বলেই তো তা করতে পেরেছে। ধন্যবাদ আপনাকে
৩০ মার্চ ২০১৬ দুপুর ০১:৪৪
302049
বার্তা কেন্দ্র লিখেছেন : হুম! খুঁটির জোর বটে। ধন্যবাদ।
360727
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১৩
শেখের পোলা লিখেছেন : তাঁবুর মাঝের খুটির জোরটাই বেশী থাকে, এখানে শুধু মঝেরটা নয় সব কয়টাই মজবুত৷ মুফতী সুরো যদি ৯০% মুসলীমদের সংবিধন শংশোধন করার সাহস বা অধিকার রাখেন, সে দেশে গরু জবাইই শধু নয় খৎনা করাও বন্ধ হলে অবাক হবার নেই৷ তবে পরিষদকে মনে করিয়ে দিই যে, যেদেশে বসে এ দাবী তুলছে বাংলাদেশের চাইতে অনেক েশী গরু দৈনীক সেখানে হত্যা হচ্ছে, সেখানে এ দাবী তোলেনা কেন? আর সরা বাংলা দেশের চাইতে অনেক বেশী অমুসলীম জাকির নায়েকের কাছে সেচ্ছায় খোদ ভারতে মুসলীম হচ্ছে, সেটা পারলে ঠেকাক৷ ধন্যবাদ৷
৩০ মার্চ ২০১৬ দুপুর ০১:৪৫
302050
বার্তা কেন্দ্র লিখেছেন : ধন্যবাদ স্যার।
360791
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:২২
হতভাগা লিখেছেন : এরা গরুর প্রজাতি বলেই হত গরুর জন্য এত মায়া
৩০ মার্চ ২০১৬ দুপুর ০১:৪৫
302051
বার্তা কেন্দ্র লিখেছেন : ধন্যবাদ স্যার।
360816
২৯ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪৯
মোহাম্মদ ওমর ফারুক লিখেছেন : আমরা ফ্রী গুমার গুমুত্র গুবর দিতে রাজি আছি
৩০ মার্চ ২০১৬ দুপুর ০১:৪৫
302052
বার্তা কেন্দ্র লিখেছেন : হা হা হা ।
360990
০১ মার্চ ২০১৬ রাত ০৯:৫০
আবু জান্নাত লিখেছেন :
খুটির জোর দিল্লিতে, বাস্তবায়নে মিরজাফর শাসক।
৩০ মার্চ ২০১৬ দুপুর ০১:৪৫
302053
বার্তা কেন্দ্র লিখেছেন : Good Luck Good Luck ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File