মনের মত সাজের অবুঝ শিশুটি যেন বাংলার নির্যাতিত পুরুষ সমাজের প্রতিচ্ছবি।

লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:০৯:৫৭ দুপুর



এই অবুঝ শিশুটি যেন বাংলার নির্যাতিত পুরুষ সমাজের প্রতিচ্ছবি। দিন দিন নারীর ক্ষমতা এত বেশি বৃদ্ধি করা হয়েছে সেখানো পুরুষদের অবলা বলাও মনে হয় অমূলক হবেনা। একজন মাননীয় সংসদ সদস্যতো জাতীয় সংসদে তার চরম হতাশার কথা বলেই পেলেছেন!!....ভিডিওতে দেখতে পারেন।




আবার কিছুদিন পর একটা নতুন আইন আসতেছে যেটাকে মূলত পারিবারিক নির্যাতন বন্ধের আইন বললেও এটাযে পুরুষদের গলায় ফাঁস লাগানোর আইন তা আর বলার অপেক্ষা রাখেনা।



এই আইন মোতাবেক আপনি আপনার স্ত্রীকে রাত-বিরাত যেকোন সময় ঘরের বাহিরে সময় কাটানো সুযোগ দিতে বাধ্য!

আপনার স্ত্রী যখন টাকা চাইবে তখনই দিতে আপনি বাধ্য, আপনার পকেটে থাক না থাক সেটা আপনার স্ত্রীর দেখার বিষয় না!

আপনার স্ত্রী তার ছেলে বন্ধুদের সাথে জমিয়ে প্রেমের আলাপ করতে পারবে, আপনি কোন আপত্তি করতে পারবেন না!

আপনার স্ত্রী যদি অন্য কারো সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তবুও আপনি কিছুই বলতে পারবেন না, কারণ তখন সে মানসিক চাপ সৃষ্টির অজুহাতে আপনার বিরুদ্ধে মামলা করার অধিকার রাখবে!!!

এবার একটু ঠান্ডা মাথায় নিজ নিজ পরিবারের কথা চিন্তা করুন, উপরে বর্ণিত কথাগুলো যদি আপিনার পরিবারে এপ্লাই হয় তাহলে আপনার পারিবারিক জিবন কেমন হবে?? আপনি পারবেনতো শান্তিতে সংসার করতে!! কি করবেন তখন ছেলে-মেয়ে ও সামাজিকতার কথায় মাথায় রেখে স্ত্রীকে তালাক ও দিতে পারবেন না, আবার এগুলো সহ্য ও করতে পারবেন না।

যদি বাংলার নারী সমাজ কোরানকে বুঝতো, ইসলামকে বুঝতো তাহলে তাদের সন্মান আরোও যে কত বাড়তো তা যে কোন সচেতন মুসলিমই বুঝতে পারেন। কিন্তু নারীর ক্ষমতার নামে যা করা হচ্ছে তা কোনদিন কোন সমাজে শান্তি বয়ে আনতে পারেনি, আর পারবেও না।

বিষয়: বিবিধ

১৬০৩ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360667
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৪১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : যথার্থ লিখেছেন। জাযাকাল্লাহ।
360669
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৫০
আফরা লিখেছেন : আহারে ------বেচারা স্বামী ।
বিয়ে , পরিবার এসব আর থাকবে না ।

নারী , পুরুস সবাইকে কোরআন বুঝতে হবে সুন্দর পরিবার সুন্দর সমাজ গড়ার জন্য ।

ধন্যবাদ ভাইয়া ।
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৫৫
298894
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, আফরা আপু, বেগম রোকেয়া অবলা শব্দটা নারীদের জন্য ব্যবহার করলেও আগামিতে মনে হয় এটা পুরুষদের জন্যই প্রযোজ্য হবে !! তবে ইনশাআল্লাহ ইসলামিক মাইন্ডেড পরিবার গুলোতে এর প্রভাব পড়বে না।
ধন্যবাদ আপনাকে
360685
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৪০
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর ভাই।
দুঃখে কাঁদতে ইচ্ছে হচ্ছে, সত্যিই তো! আমাদের পরিবারে যদি এগুলো প্রয়োগ করা হয়, তবে আমরা কই যাইয়ুম। Crying Crying Crying Crying Crying

পুরুষ মানুষ কাদতে নেই। সবাই নিজ পরিবারের দায়িত্ব নিলে ইনশা আল্লাহ বাতিল আমাদের পরিবার পর্যন্ত পৌছতে পারবে না। দরকার পারিবারিক ভাবে প্রকৃত শরীয়তের অনুশীলন। জাযাকাল্লাহ খাইর
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:১৮
298997
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওয়াইলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, ভাই জীবনে কোনদিন মাদ্রাসায় না গিয়েও হুজুর উপাধি পেলাম, এর চেয়ে ভাগ্য আর কি হতে পারে!
বিষয়টা সত্যিই উদ্বেগের, কারন ইনসাআল্লাহ আমাদের পরিবার হেফাজতে থাকলে আশে-পাশের পরিবার গুলোর কিছু না কিছু প্রভাব তো পড়তে পারেই তাই না?? ধন্যবাদ আপনাকে
২৯ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১১
299038
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি তো বেশ, বস্তা বস্তা টাকা আছে। বিবি চাইবে মাত্র দিতে পারবেন। আমার কি হবেরে! বিবিকে টাকা দিতে না পারলে বিবি থাকবে নারে! @ জান্নাতের বাবা
Surprised Surprised
360691
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এমনেতেই এই দেশের নারিরা সিরিয়াল দেখতে দেখতে পরকিয়া কে কোন অপরাধ বলেই মনে করেনা। তাই এই আইন অতি জরুরি!
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:২০
298998
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাইয়া আমাদের দেশে আজ থেকে ২০ বছর আগেও পারিবারিক কলহের ও পরকিয়ার লেস মা্ত্র ছিলনা। হিন্দি সিরিয়ালেই সব নষ্ট করে দিয়েছে। এই আইন বাস্তবায়ন হলে পুরুষের কোন সামাজিক মূল্য থাকবেনা।
ধন্যবাদ আপনাকে।
360713
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:০৫
বিবর্ন সন্ধা লিখেছেন : Assalamu alaykum

সব ক্ষেত্রে নারীকে যেমন অবলা বলা যায় না , তেমনি সবসময় স্বামীদের কে ও বেচারা বলাটা ও যুক্তিসঙ্গত নয়… Crying Good Luck
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:২২
298999
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওয়াইলাইকুম সালাম কেমন আছেন? আপনার কথায় যুক্তি আছে। আপনি কি মনে করেন এই আইন বাস্তবায়নের পর নারীর সন্মান বাড়বে?? ধন্যবাদ আপনাকে।
360714
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:০৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সুন্দর যথার্থইই বলেছেন। এগুলো হচ্ছে ইসলাম বিরোধী জলপ্পনা কল্পনা। এই আইন কররে জন্য আন্দোলন কিন্তু অনেক আগে থেকেই!
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:২৪
299000
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওয়াইলাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু, রহিম ভাই একটা চক্র বাংলাদেশের মুসলিমদের আকিদা নষ্ট করার জন্য অনেক আগে থেকেই তৎপর হয়ে আছে। এই সরকার তাদের কে খুব নিজস্ব মনে করে বলেই তারা একে একে সফল ও হচ্ছে। তবে এর ফলাফল খুব ভয়ংকর হবে।
ধন্যবাদ আপনাকে।
360725
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫৯
কুয়েত থেকে লিখেছেন : পরিবার সমাজ তথা রাষ্ট্রে সব খানেইতো মোহ্তারামাদের রাজত্ব চলছে চলবেই। সতারাং যতটুকু মানিয়ে নিজেদের সম্মান টুকু রক্ষা করা যায় সে চেষ্টাই করা দরকার নয়তো এই হতবাগাদের কিইবা করার আছে? উপর থেকে নিচে পর্যন্ত সবখানেই তাদেরই রাজত্ব আর রাজত্ব। অনেক ধন্যবাদ আপনাকে
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:২৬
299001
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম প্রিয় ভাই সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মনে হয় অবলা উপাধীটা আগামি দিনে পুরুষদের জন্যই সোভা পাবে।
360789
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:২০
হতভাগা লিখেছেন : এসব আইন যেহেতু নারীদের ফেভারে তাই তারা এটাকে সাপোর্ট করবে , ক্বুরআনে আল্লাহ কি বলেছেন সেটার তোয়াক্কা তারা করবে না । এমনিতে তারা খুব একটা করেও না । খুল্লাম কুল্লা বা পর্দানশীন - নির্বিশেষে সব নারীরাই এই আইনকে স্বাগত জানাবে । আগেও এরকম কিছু আইনকে তারা খুব ভাল ভাবেই নিজেদের স্বার্থ হাসিলে কাজে লাগাচ্ছে ।

এতে আখেরে পুরুষ মানুষেরই লাভ হবে । এর ছেলেরা বিয়ের ব্যাপারে আগে যতটা নেগেটিভ মাইন্ডের ছিল এই আইন গুলো বিয়ে না করার ব্যাপারে তাকে সলিড ডিসিশন নিতে সাহায্য করবে । আল্লাহ যদি কৈফিয়ত চান তাহলে তার কারণও বলতে পারবে ।

দুনিয়ার নরকে না প্রবেশ করার একটা অপশন তো ছেলেদের হাতে চলে এল - এটা তো ভাল খবরই ।
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৩০
299002
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া আপনার মন্তব্য পড়ে আমি হাসি থামাতেও পারছিনা......
আসলে সরকার চাচ্ছে আমেরিকা-ইউরোপের মত বাংলাদেশেও বিবাহ টা অপসেনাল হয়ে যাক, তাহলে ৭০% জারজ জন্ম হবে। তখন সেকুলারিজম টিকিয়ে রাখা যাবে, কেউ ইসলাম নিয়ে মাথা ঘামাবেনা...
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
360794
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৩৯
হতভাগা লিখেছেন : আমার মন্তব্যে এখন হাসলেও মন্তব্যটা মাথায় রেখেন । ভবিষ্যতে যখন আবার দেখবেন তখন হাসি নাও আসতে পারে।
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:১৩
299019
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : জ্বি ভাই আপনার কথাগুলো বাস্তবায়িত হবে যদি হায়েনারা আরোও ৫/১০ বছর খ্খমতায় থাকে।
ধন্যবাদ আপনাকে
১০
360801
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:১৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমাদের সমাজের অসঙ্গতি নিয়ে অতি বাস্তব একটি পোস্ট। আন্তরিক ধন্যবাদ নিন। পুরুষ নির্যাতনের আইন চাই-এটা চাইলে পুরুষরা আরো বেশি নির্যাতনের শিকার হতে পারে ভয়ে হয়ত পুরুষরা আইন প্রণয়নের দাবী করছে না। যেহেতু নারী নির্যাতনের আইন যতই হচ্ছে, বাস্তবতা হচ্ছে নারী নির্যাতন পাল্রা দিয়ে আরো যেন বাড়ছে।
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:২৯
299020
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই।
১১
360826
২৯ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : আহারে কে জানতো, নতুন বিয়ে করেই মামুন সাহেবকে এমন একটা নিউজ শুনতে হবে!

২৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:১১
299055
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, হা হা হা সালাউদ্দিন ভাইয়া, আমি আমার পরিবার নিয়ে টেনশন করিনা, কারণ আমার পরিবার ১০০% ইসলামিক মাইন্ডেড। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File